বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে সরকারি কর্মচারিদের বেতন-ভাতা নিয়ন্ত্রণ করা হয়। এই সরকারি প্রতিষ্ঠানই সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করে থাকে। তবে সম্প্রতি সরকারি চাকুরিজীবীদের একাংশের মধ্যে বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নিয়ে ক্ষোভ জন্মেছে। বিশেষ করে সরকারি বেতন স্কেলের ১১-২০ তম গ্রেডের বেতনভুক্ত কর্মচারিদের দাবি, উপরের গ্রেডের কর্মকর্তাদের জন্য সুযোগ-সুবিধা যে হারে বাড়ছে, সে হারে বাড়ছে না তাদের।
এসকল কর্মচারিগণ গত ৭ ই ফেব্রুয়ারি, ২০২০ তাদের ব্যানারের পক্ষে ৮টি দাবি জানিয়েছেন। এদের মধ্যেঃ বেতন বৈষম্য নিরসন, অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম-স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল উল্লেখযোগ্য। সম্প্রতি তারা ১১-২০ তম গ্রেডের ব্যানারে মানববন্ধনও করেন।
Photo: Human Chain made by 11-20th Grade Govt. Employees|| Collected |
তাদের মতে, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির অংশীদার এই ১১-২০ তম গ্রেডের কর্মচারিগণও। তাদেরকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। তাই তারা ২০১৫ সালে বাস্তবায়িত ৮ম জাতীয় পে-স্কেল সংশোধন চান। তারা নিন্মোক্ত দাবিদাওয়া সমূহ জনসম্মুখে তুলে ধরেনঃ
১। বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন-স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে।
২। এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
৩। সকল পদের পদোন্নতি ও ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে।
৪। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও ২০% ইনক্রিমেন্ট প্রদান করতে হবে।
৫। সচিবালয়ের ন্যায্য পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে।
৬। সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে।
৭। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও পেনশন সুবিধা চালুসহ গ্রাচুইটির হার ৫০০ টাকা করতে হবে।
৮। কাজের ধরণ অনুযায়ী পদের নাম গ্রেড একীভূত করতে হবে।
৮। কাজের ধরণ অনুযায়ী পদের নাম গ্রেড একীভূত করতে হবে।
উক্ত মানববন্ধনে গত ৭ মার্চ, ২০২০ পর্যন্ত দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। তবে করোনাভাইরাসের কারণে এই দাবি চাপা পড়ে গেলেও সম্প্রতি আবার জনমত সৃষ্টি হচ্ছে। শীঘ্রই হয়তোবা ১১-২০ তম গ্রেডের কর্মচারিগণ আবার আন্দোলনে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞাপন খুঁজছেন? সরকারি চাকুরি, প্রাইভেট চাকুরি, এনজিও-র চাকুরি, কোম্পানি-র চাকুরি সহ সকল ধরণের চাকুরির বিজ্ঞাপন সবার আগে পেতে আমাদের ফেইসবুক পেইজ এবং আমাদের ওয়েবসাইট -এ নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ।