অটো পাশের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২০ সালের শিক্ষার্থীরা


 অটোপাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ক্লাস ছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণার প্রতিবাদ। পলিটেকনিক ইনস্টিটিউটের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিষ্টারে তাত্ত্বিক বিষয়ে অটোপাশসহ চারদফা দাবিতে বৃহস্পতিবার কুড়িগ্রামে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিটের শিক্ষার্থীরা্। সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজুর রহমান, আশিকুর রহমান ও নওশিন তাবাসসুম। তারা বলেন ২০২০ সালের মার্চ মাসের ২৬ তারিখ থেকে আমাদের ক্লাস বন্ধ হয়ে যায় কোভিড -১৯ এর জন্য। তাতে আমাদের সকল শিক্ষা কার্যক্রম বন্ধসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই নামমাত্র সংক্ষিপ্ত সিলেবাসে আমরা পরীক্ষা দিতে প্রস্তুত নই। বিশেষত করোনাকালীন সময়ে পরীক্ষা ও ঝুকিপূর্ণ। এছাড়া সেশনজট ও আমাদের জন্য খুবই অসুবিধা হবে। এজন্য অপ্রস্তুতির মধ্যে সেশনজটের বাধা পেরিয়ে শিক্ষায় এগিয়ে যেতে হলে আমাদের অটোপাশই প্রয়োজন। তাই আমরা মানববন্ধনে শিক্ষার্থীরা এসে সরকারকে অনুরোধ করছি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন।




Previous Post
Next Post
Related Posts