সরকারী চাকরিজীবীদের জন্য ৪% সুদে আবাসন ঋন সুবিধা পেতে পারেন কোন উপায়ে
আপনি কি সরকারী চাকরিজীবী ? আপনি কি ৪% সুদে আবাসন ঋন সুবিধায় ২৫ লক্ষ টাকা বা এর চেয়ে বেশি আবাসন ঋন পেতে চান ? আপনি অবশ্যই নিতে পারেন এ ঋন সুবিধা। আপনি নিজ বাড়ি নির্মান বা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারেন (এ বিজ্ঞপ্তি অনুসারে দেখে নিন) আপনার প্রাপ্ত ঋন সুবিধা। এ ঋন সুবিধা পেতে দেখে নিন কীভাবে আবেদন করে পেতে পারেন ৪% সুদে আবাসন ঋন সুবিধার জন্য বিস্তারিত দেখুনঃ
১। আপনাকে ইএফটি এর আওতায় আসতে হবে (অর্থাৎ আপনার বেতন সরাসরি ব্যাংকে হতে হবে)।
২। আপনার জমির কাগজ সঠিক হতে হবে।
৩। ২জন সহকর্মীকে এর পক্ষে জামিনদার হতে হবে।
৪। চারকপি ছবিসহ আবেদন করতে হবে।
৫। আপনি যে দপ্তরের ঐ দপ্তরের অফিস প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৬। জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি জমা দিতে হবে।
৭। চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র।
৮। জমির খাজনা খারিজসহ হালনাগাদ থাকতে হবে।
৯। সকল কাগজপত্র সত্যায়িত করে
১০। ব্যাংক দপ্তরে জমা করতে হবে।
**** ৪% হারে ২০ বছরে প্রদেয় শর্তে পরিশোধ করতে হবেঃ
বেসিক ভেদে আপনাকে এই ঋন দেয়া হবেঃ
যে ব্যাংক হতে আপনি বেতন গ্রহণ করছেন সে ব্যাংক থেকে আপনি ঋন গ্রহ করতে হবে।
ব্যাংক দপ্তর বাংলাদেশ ব্যাংকে আপনার কাগজ প্রেরণ করে দিবে ।
যে কোন প্রকার ঋন সুুবিধা পেতে আপনি দেখে নিন রুপালি ব্যাংক (Rupali Bank) এর ঋন সুবিধার বিজ্ঞপ্তিটিঃ www.rupalibank.org
এক্ষেত্রে আপনি নিতে পারেন গ্রুপ ঋন, যথা জমি ক্রয় ও ফ্লাট ক্রয় করতে ঋন সুবিধা গ্রহণ করতে পারেন। আপনার ঋন গ্রহণ করতে যেকোন সুবিধা অসুবিধা হলে আপনি জানাতে পারেন ফেসবুক পেজে বা ওয়েবসাইটে।
৪% সুদে আবাসন ঋন সুবিধার জন্য গ্রেড অনুযায়ী ঋন সুবিধার তালিকাঃ
- ৫ম গ্রেড ৪৩,০০০/- টাকা বেতন স্কেল হলেঃ চাকরির স্থান ঢাকা মহানগর বা সিটি কর্পোরেশন হলে ঋন পাবেন ৭৫,০০,০০০/- টাকা, জেলা সদর এ ৬০,০০,০০০/- টাকা বা অন্যান্য এলাকা ৫০,০০,০০০/- টাকা।
- ৯ম গ্রেড হতে ৬ষ্ঠ গ্রেড- ২২,০০০/- থেকে ৫৩,০০০/- টাকা বেতন স্কেল হলেঃ চাকরির স্থান ঢাকা মহানগর বা সিটি কর্পোরেশন হলে ঋন পাবেন ৬৫,০০,০০০/- টাকা, জেলা সদর এ ৫৫,০০,০০০/- টাকা বা অন্যান্য এলাকা ৪৫,০০,০০০/- টাকা।
- ১৩তম গ্রেড হতে ১০ম গ্রেড- ১১,০০০/- থেকে ১৬,০০০/- টাকা বেতন স্কেল হলেঃ চাকরির স্থান ঢাকা মহানগর বা সিটি কর্পোরেশন হলে ঋন পাবেন ৫৫,০০,০০০/- টাকা, জেলা সদর এ ৪০,০০,০০০/- টাকা বা অন্যান্য এলাকা ৩০,০০,০০০/- টাকা।
- ১৭তম গ্রেড হতে ১৪তম গ্রেড- ৯,০০০/- থেকে ১০,২০০/- টাকা বেতন স্কেল হলেঃ চাকরির স্থান ঢাকা মহানগর বা সিটি কর্পোরেশন হলে ঋন পাবেন ৪০,০০,০০০/- টাকা, জেলা সদর এ ৩০,০০,০০০/- টাকা বা অন্যান্য এলাকা ২৫,০০,০০০/- টাকা।
- ২০তম গ্রেড হতে ১৮তম গ্রেড- ৮,২৫০/- থেকে ৮,৮০০/- টাকা বেতন স্কেল হলেঃ চাকরির স্থান ঢাকা মহানগর বা সিটি কর্পোরেশন হলে ঋন পাবেন ৩৫,০০,০০০/- টাকা, জেলা সদর এ ২৫,০০,০০০/- টাকা বা অন্যান্য এলাকা ২০,০০,০০০/- টাকা।
বাংলাদেশ সরকারী চাকরিজীবী সুবিধা (Bangladesh Government Job Service Holder) - এর ৪% সুদে আবাসন ঋন সুবিধার জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে আবেদন করে লুফে নিন আপনার সুবিধা। পাশাপাশি বিজ্ঞপ্তি টি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।