স্বাস্থ্য অধিদপ্তর (Directorate General and Health Service DGHS) এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে (Health Service Division HSD) আউটসোর্সিং (Outsourcing) নীতিমালায় সেবাগ্রহণ করতে সরকারী অনেক দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। আউটসোর্সিং পদ্ধতিতে বিভিন্ন পদের বিপরীতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ অনুযায়ী ০৭ টি ক্যাটাগরিতে ৩০১ পদে সেবাকর্মী নিয়োগে সম্মতিক্রমে আদেশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর (Directorate General and Health Service DGHS) এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে (Health Service Division HSD) এ মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাসে ৩০১ জনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুনঃ ওয়ার্ড মাস্টার - ০৩ জন, সর্দার - ০৪ জন, জমাদার -০৪ জন, মেসেঞ্জার - ২৫ জন, ওয়ার্ড বয় - ১০০ জন, আয়া - ৯০ জন, পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) - ৭৫ জন। আউটসোর্সিং পদ্ধতিতে এ নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সরকারী নিয়মানুযায়ী শিথিলতা রয়েছে। এ নিয়োগের আউটসোর্সিং পদ্ধতিতে প্রার্থীগণ ৩০ বছরের বেশি হতে পারে।