প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বোয়েসেল (Bangladesh Overseas Employment and Service Limited BOESEL) এ সম্পূর্ণ সরকারী ভাবে বাংলাদেশ থেকে (লক্ষাধিক কর্মী নিয়োগ) জর্ডানে, হংকং এবং দক্ষিণ কোরিয়ায় সল্প খরচে মহিলাদের গার্মেন্টস খাতে দক্ষ মহিলা কর্মী ২০০ জন মহিলা সুইং মেশিন অপারেটর পদে নিয়োগের সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২৭/১০/২০২১ তারিখে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা কর্মীদের ১৮ থেকে ৩৮ বছর বয়সের মধ্যে হতে হবে। দৈনিক ০৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ০৬ দিন, ওভারটাইম স্বেচ্ছাধীন। চাকুরির চুক্তি ০৩ বছর। নিয়োগ কর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা করা হবে।
চাকরিতে যোগদান এবং ০৩ বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।চুক্তি শেষ হবার আগে দেশে ফেরত আসতে চাইলে সেক্ষেত্রে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে তারা নিয়োগে অযোগ্য হবেন।নির্বাচিত কর্মীদের সার্ভিস চার্জ ও অন্যান্য ফি বাবদ সকল খরচ কোম্পানি বহন করবে। মেডিকেল ফি বাবদ ১০০০ (এক হাজার) টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২০০ (দুইশত) টাকা এই সর্বমোট ১,২০০ একহাজার দুইশত টাকা খরচ হবে বিদেশ যেতে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বোয়েসেল (Bangladesh Overseas Employment and Service Limited BOESL)
ওয়েবসাইটের ঠিকানাঃ www.boesl.gov.bd
সরাসরি সাক্ষাৎকারের তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২১; সকাল ৮:০০ টা হতে বিকাল ৩:০০ টা
সরাসরি সকল বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দেখুন
সাক্ষাৎকারের ঠিকানাঃ
বাংলাদেশ- কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুসালাম
বোয়েসেল কর্তৃক নিয়োগে সরাসরি সাক্ষাৎকারঃ
সাক্ষাৎকারের দিন নিম্নলিখিত কাগজ সঙ্গে আনতে হবেঃ
১. চার কপি রঙ্গিন ছবি (পাসর্পোট সাইজ)
২. মূল পাসপোর্ট
৩. পাসপার্টের ফটোকপি (পাঁচ কপি)
৪. বর্তমান অফিসের পরিচয় পত্র বা হাজিরা কার্ড
৫. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ