44th BCS Job Circular & Exam Date with Syllabus ৪৪তম বিসিএস ক্যাডার এ ১৭১০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) এ আজ ৩০/১১/২০২১ তারিখে ৪৪ তম বিসিএস এ ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মাধ্যমে ১ম শ্রেণির সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। Bangladesh Public Service Commission BPSC এ রাজস্ব খাতে শূণ্য পদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC এ ৪৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডারের বিভিন্ন পদে সর্বমোট ১৭১০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে পুরুষ ও নারী প্রার্থীগণই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য  নিচে নিয়োগের পদ সমূহ এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

Bangladesh Public Service Commission BPSC Job Details


১। পদের নামঃ ক্যাডার (বিসিএস ৪৪ তম পরীক্ষা ২০২১)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী/স্নাতক বা সমমানের ডিগ্রী/বিএসসি ইঞ্জিনিয়ারিং (সংশ্লিষ্ট বিষয়ে) 
পদের সংখ্যাঃ ১৭১০ টি 
বেতন স্কেলঃ ২২,০০০/- থেকে ৫৩,০৬০/- (গ্রেড-৯)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ২৭শে মে,২০২২ তারিখ

Bangladesh Public Service Commission BPSC Job Apply Process


প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.bpsc.gov.bd/
আবেদনের পদ্ধতিঃ অনলাইনে আবেদন করতে হবে
বয়সসীমাঃ ২১ থেকে ৩০ বছর (৩০/১১/২০২১ তারিখে)/বিশেষ ক্ষেত্রে ২১ থেকে ৩২ বছর
আবেদনের ফিঃ  ৭০০/- টাকা ও তৃতীয় লিঙ্গের জন্য ১০০/- টাকা
আবেদন ও আবেদন ফি জমাদানের ওয়েবসাইটঃ http://bpsc.teletalk.com.bd
নাগরিকত্বঃ বাংলাদেশি


আবেদন শুরুর তারিখঃ ৩০শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০০ টা
আবেদন করার শেষ তারিখঃ ৩১শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ০৬:০০ টা


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) -এ নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানেঃ



See Job Circular's JPG Copy























বিসিএস এর তিনস্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি

বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে সরকারী কর্ম কমিশন নিম্নোক্ত ৩ স্তর বিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে

প্রথম স্তরঃ ২০০ নম্বরের MCQ Type Preliminary Test ।

দ্বিতীয় স্তরঃ প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

তৃতীয় স্তরঃ লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা।

প্রথম স্তরঃ ২০০ নম্বরের MCQ Type Preliminary Test

শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই-এর জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধানমতে ৩৫তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের উপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।

প্রিলিমিনারি টেস্ট-এর বিষয় ও নম্বর বণ্টন

ক্রমিক নম্বর

বিষয়ের নাম

নম্বর বণ্টন

১.

বাংলা ভাষা ও সাহিত্য

৩৫

২.

ইংরেজি ভাষা ও সাহিত্য

৩৫

৩.

বাংলাদেশ বিষয়াবলি

৩০

৪.

আন্তর্জাতিক বিষয়াবলি

২০

৫.

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১০

৬.

সাধারণ বিজ্ঞান

১৫

৭.

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১৫

৮.

গাণিতিক যুক্তি

১৫

৯.

মানসিক দক্ষতা

১৫

১০.

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন

১০

মোট

২০০

প্রিলিমিনারি টেস্ট -এর বিস্তারিত সিলেবাস

২য় স্তরঃ  ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)

প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৭টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।

ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

ক্রমিক নম্বর

আবশ্যিক বিষয়

নম্বর বণ্টন

১.

বাংলা

২০০

২.

ইংরেজি         

২০০

৩.

বাংলাদেশ বিষয়াবলি

২০০

৪.

আন্তর্জাতিক বিষয়াবলি

১০০

৫.

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

১০০

৬.

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

১০০

মোট

৯০০

                  

খ.  কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

ক্রমিক নম্বর

আবশ্যিক বিষয়

নম্বর বণ্টন

১.

বাংলা

১০০

২.

ইংরেজি         

২০০

৩.

বাংলাদেশ বিষয়াবলি

২০০

৪.

আন্তর্জাতিক বিষয়াবলি

১০০

৫.

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

১০০

৬.

পদ-সংশ্লিষ্ট বিষয়

২০০

মোট

৯০০

লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস

পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা

যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।

৩য় স্তরঃ  বিসিএস-এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০%)

বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC - এ নিয়োগের জন্য অনলাইনে আবেদন করুন এই ঠিকানায়ঃ

Apply Online


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC - এ নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন এখানেঃ


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) - এর ৪৪ তম বিসিএস ক্যাডার বিশেষ নিয়োগের জন্য ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানে পারেন এই ঠিকানায়ঃ

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) - এর নিয়োগের জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে আবেদন করুন। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি টি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনতাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Previous Post
Next Post
Related Posts