বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (Bangladesh Agriculture Development Corporation BADC) এর ফোরম্যান (হিমাগার) ও ফোরম্যান (খামার) পদের লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইতিমধ্যে বর্তমান ও স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে যারা যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন, তাদের প্রত্যেককে নিজ নিজ পরীক্ষার তারিখ ও কেন্দ্র জানতে সরকারী দপ্তরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (Bangladesh Agriculture Development Corporation BADC) এ পরীক্ষার প্রবেশপত্র পেতে কোন অসুবিধা হলে আগামী ৬-৭ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যেই নিয়োগ ও কল্যাণ বিভাগে দুই কপি পাসর্পোট সাইজ ছবি সহ দেখা করতে হবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (Bangladesh Agriculture Development Corporation BADC) এ ফোরম্যান (হিমাগার) ও ফোরম্যান (খামার) পদের পরীক্ষার স্থানঃ শেরে বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা -১২০৭।
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.badc.gov.bd/
প্রবেশপত্র ডাউনলোড করতে ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয়ঃ http://badc.teletalk.com.bd
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (Bangladesh Agriculture Development Corporation BADC) - এ নিয়োগের জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করুন। পাশাপাশি বিজ্ঞপ্তি টি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।