বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সুরক্ষা সেবা অধিদপ্তরের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর (Department of immigration & Passport DIP), এ পরীক্ষার তারিখ ও নম্বরর বিভাজন, পরীক্ষা পদ্ধতি প্রকাশ হয়েছে। ৯ম ও ১০ম গ্রেডের পদে আবেদনকারী প্রার্থীদের ১৩/১২/২০২১ তারিখে এমসিকিউ/লিখিত পরীক্ষার তারিখের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর (Department of immigration & Passport DIP) ৯ম ও ১০ম গ্রেডের পদসমূহের নিয়োগের পরীক্ষার বিস্তারিত দেখুন এখানে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর এই ওয়েবসাইটে জানিয়ে ২৮শে নভেম্বর, ২০২১ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ নিয়োগের জন্য এ্যাসিসটেন্ট প্রোগামার [৯ম গ্রেড], ইন্সট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং) [৯ম গ্রেড], এ্যাসিসটেন্ট মেইনট্যানেন্স ইঞ্জিনিয়ার [৯ম গ্রেড], উপ সহকারী প্রকৌশলী (পূর্ত) [১০ম গ্রেড] প নিয়োগ আবেদনকারী সকল প্রার্থীর পরীক্ষার আসনবিন্যাস ও তারিখ সংক্রান্ত বিষয়ে নোটিশ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ, বিস্তারিত দেখুন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা অধিদপ্তরের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর (Department of immigration & Passport DIP) এবং মেরিটাইম ইঞ্জিনিয়ারিং জননিরাপত্তা বিভাগের এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ৯ম ও ১০ম গ্রেড পদে জন প্রার্থীদের মধ্যে যারা যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে অভিনন্দন এবং পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এ পরীক্ষার তারিখ প্রকাশের বিস্তারিত দেখুন।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় (Bangladesh Public Service Commission BPSC) এর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা অধিদপ্তরের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর (Department of immigration & Passport DIP) ও
জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোষ্টগার্ড (Bangladesh Cost Guard)
নৌ পরিবহন মন্ত্রণালয়ের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (National Maritime Institute, Chittagong) দপ্তরসমূহে ৯ম ও ১০ম গ্রেড এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.bpsc.gov.bd/
নিয়োগ পরীক্ষার তারিখঃ ১৩, ১৫ ও ২১শে ডিসেম্বর, ২০২১; ২০২১ বেলা ১২:০০ টা হতে ০৪:০০ টা
Download Admit Card