গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের আওতাধীন নিম্নবর্ণিত স্থায়ী পদ ঔষধ তত্ত্বাবধায়ক ৯ম গ্রেডে সরাসরি নিয়োগের লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর (Directorate General of Drug Administration DGDA) - এ পরীক্ষার তারিখের বিজ্ঞপ্তি প্রকাশ। ঔষধ তত্ত্বাবধায়ক পদে ঔষধ প্রশাসন অধিদপ্তর (Directorate General of Drug Administration DGDA) - এ ঔষধ তত্ত্বাবধায়ক ৯ম গ্রেড এর লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে ৭ই ফেব্রুয়ারি, ২০২২। যারা যারা এ ঔষধ তত্ত্বাবধায়ক পদে আবেদন করেছিলেন, সেই সকল প্রার্থীগণ নিজের রোল নং দেখে নির্ধারিত তারিখে পরীক্ষার জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যেই এ নিয়োগের অর্থাৎ নিয়োগের সকল কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঔষধ প্রশাসন অধিদপ্তর (Directorate General of Drug Administration DGDA) - এ তে সকল প্রক্রিয়া শেষে ২০২২ এ যোগদান সম্পন্ন হবে বলে আশা করা যায়।
নিচে ঔষধ তত্ত্বাবধায়ক পদের নিয়োগ পরীক্ষার বিস্তারিত দেখুনঃ
প্রতিষ্ঠানের নামঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর (Directorate General of Drug Administration DGDA)
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.dgda.gov.bd/ or www.bpsc.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন এখানেঃ নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের আওতাধীন নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর (Directorate General of Drug Administration DGDA) - এ ঔষধ তত্ত্বাবধায়ক ৯ম গ্রেড পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ দেখুন, সময়ানুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করুন।
ঔষধ প্রশাসন অধিদপ্তর (Directorate General of Drug Administration DGDA) - এ এর কার্যালয় এ নিয়োগের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে ডাউনলোড করে নিন এখান থেকে।