পে স্কেলের নতুন তথ্যঃ
ঢাকা সরকারী কর্মচারীদের অনেকদিনের প্রত্যাশা নতুন পে-স্কেল নিয়ে কথা বলছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন প্রতি পাঁচ বছর পরপর পে-স্কেল ঘোষণা করা হয়। সে অনুযায়ী পে-স্কেল ঘোষণার প্রয়োজন। ইতিমধ্যে দ্রব্যমূল্য বেড়েছে অনেকগুণ। সরকারী চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়ানোর দাবি সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনায় রয়েছে। ৮ বছর পর নতুন পে-স্কেলের আলোচনা জোরদার চলছে। খুব শীঘ্রই এ সংক্রান্ত ঘোষণা আসবে বলে মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
নতুন পে-স্কেল ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে! এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন। চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পদক্ষেপ নিয়েছি। আমাদের মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছেন।
আগামী সংসদ নির্বাচনের আগেই নতুন পে-স্কেল এ বেতন কাঠামো পরিবর্তন করা হবে। নতুন বেতন কাঠামোতে কোন বৈষম্য যেন না থাকে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।
উল্লেখ্য যে, জানা গেছে ইতিমধ্যে সরকারী চাকরিজীবীদের বেতন কাঠামোর বৈষম্য নিরসনের উদ্দ্যেগ নিয়েছেন সরকার।
সরকারী চাকরিজীবীগণ নিজে দেখুন ও সবাইকে দেখার সুযোগ করে দিতে বেশি বেশি করে শেয়ার করুন ।
সরকারী চাকরিজীবীদের বেতনকাঠামোর বৈষ্যমের উদ্দ্যেগ নিয়েছেন সরকার। একই সঙ্গে সরকার চাইছেন আগামী সংসদ নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো প্রদান করতে। বেতন কাঠামোতে কোন রকম বৈষম্য যাতে না থাকে সে বিষয়ে সতর্ক করে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। একাধিক সূত্রে জানান ইতিমধ্যে অর্থবিভাগকে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সরকার বেতন বৈষম্য নিরসনে ২০১৯ সালের ১লা এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি গত দুই বছরে দৃশ্যমান কোন কাজ করেননি। ফলে বৈষম্য ও দূর করা হয়নি। এখন মেয়াদ শেষ হয়ে আসছে তাই মূল্যস্ফীতির চাপ ও জীবন যাত্রার ব্যয় আমলে নিয়ে কাজ করছে কমিটি।
নতুন আলোচনায়
নির্বাচনের আগে সরকার নতুন একটি বেতন কাঠামো দিতে আগ্রহী। অর্থবিভাগ সূত্রে, জানা গেছে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের তৃতীয় মেয়াদ সময়সীমা শেষ হতে দুই বছরের মত বাকী। সেই হিসাবে আগামী বছরের শেষদিকে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের আগেই সরকারী চাকরিজীবীগণ পেতে পারেন নতুন পে-স্কেলের সুসংবাদ।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত পে-স্কেল নিয়ে আলোচনার বিস্তারিত দেখুন।