তিতাস গ্যাস নতুন সংযোগ পেতে প্রয়োজনীয় কাগজপত্র:
গৃহস্থলে নতুন গ্যাস সংযোগের আবেদনপত্র, ফরমসংখ্যা ১৭৭৩ প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক স্বচ্ছলতা সংক্রান্ত ব্যাংক প্রত্যয়নপত্র। আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি। জায়গার মালিকানাপত্র দলিল - হোল্ডিং নং - পরচা - খাজনার রশিদ - যে কোন একটি। ভাড়াকৃত স্থান হইলে ভাড়ার চুক্তিপত্র, যাহাতে গ্যাস সংযোগ সম্পর্কিত এবং বিল প্রদান সম্পর্কিত বিষয়ে উল্লেখ থাকিবে।
গৃহস্থলে নতুন গ্যাস সংযোগের আবেদনপত্র (তিতাস গ্যাস বাংলাদেশ ফরম):
গ্যাস সংযোগের আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে,
১। পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি,
২। জমির মালিকানার প্রমাণাদির দলিল বা হোল্ডিং নং বা পরচা বা খাজনার রশিদ,
৩। ভাড়াটিয়া হলে মালিকের সম্মতিপত্র,
৪। প্রস্তাবিত অভ্যন্তরীণ পাইপলাইনের চার কপি নকশা
৫। এই হোল্ডিং এ পূর্বে কোন গ্যাস সংযোগের বিপরীতে বকেয়া থাকিলে তাহা পরিশোধ এবং সার্ভিস/বিতরণ লাইন হতে অন্য কাহাকে ও গ্যাস সংযোগ প্রদানের আপত্তি নাই এই মর্মে অঙ্গীকারনামা।
৬। যৈাথ মালিকানায় শরিকের অনাপত্তিনামা, রুটম্যাপ
৭। এই মর্মে সকল তথ্যাদি সঠিক, নির্ভূল আবেদনপত্র সংযুক্ত, দলিলপত্র সঠিক এই মর্মে একখানা অঙ্গীকারনামা প্রদান করিতে হইবে।
৮। প্রদত্ত তথ্যাবলী ভূল প্রমাণিত হইলে কোম্পানি যে কোন পর্যায়ে গ্যাস সংযোগ বন্ধ করিতে পারিবে।
৯। গৃহস্থালির প্রয়োজনে গ্যাস সংযোগের আবেদনপত্র, যে ঠিকানায় প্রেরণ করতে হবে
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড
পেট্রোবাংলার একটি কোম্পানি
১০৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
কাওরান বাজার বা/এ
ঢাকা-১২১৫।
নতুন তিতাস গ্যাস সংযোগ পেতে প্রয়োজনীয় কাগজপত্র:
গৃহস্থালীর প্রয়োজনে গ্যাস সংযোগের আবেদনপত্র।
১। আবেদনকারীর নাম: *****
২। পেশা: ******
৩। পিতা-মাতা ও বয়স: ****
৪। জন্ম তারিখ ও বয়স: *****
৫। যোগাযোগের ঠিকানা: ****
৬। যে ঠিকানায় গ্যাস সংযোগের প্রয়োজন তার পূর্ণ ঠিকানা: ****
৭। বাড়ির মালিকের নাম ও তাহার বর্তমান ঠিকানা: (আবেদনকারী বাড়ির মালিক না হইলে): ****
গ্যাস সরঞ্জাম সংক্রান্ত্র তথ্যাদি
দ্বৈত চুলার ক্ষেত্রে
রান্নাঘরের সংখ্যা ও অন্যান্য লিপিবদ্ধ ফরমটি পূরণ করতে নিচে দেয়া হলো:
গৃহস্থালিতে নতুন গ্যাস সংযোগে আবেদন ও বিস্তারিত তথ্য লিংক
আবাসিক গ্রাহক ফরম:
বাণিজ্যিক গ্রাহক ফরম: