বীর মুক্তিযোদ্বাদের সম্মানী ভাতা
বীর মুক্তিযোদ্বাদের সম্মানী ভাতা প্রদান করা হয় এপ্রিল ২০২২ ইং তারিখ মাসের জন্য,২০০৭৫৬ জন ভাতা ভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্বাদের এ সম্মানী ভাতা ৩৫৫২৮৫৯৬৯৪ টাকা প্রদানের আর্থিক মঞ্জরি প্রজ্ঞাপন (স্বারক নং ২৫৩ তারিখ ১৯-০৪-২০২২)
উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলতি ২০২১-২২ অর্থ বছরে বাজেটে প্রাতিষ্ঠানিক কোড ১৫৭০১ এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে ১২০০০১৮০৫ কোডে মুক্তিযোদ্ধা সম্মানী ভাত কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্ধকৃত ৪৬৫৩৩৫ (চার হাজার ছয়শত তিপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ভিত্তির পদ্ধতিতে প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত ২০০৭৫৬ জন ভাতা ভোগীর অনূকুলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে এপ্রিল ২০২২ মাসের জন্য ৩৫৫২৮৫৯৬৯৪ (তিনশ পঞ্চাশ কোটি আটাশ লক্ষ ঊনষাট হাজার ছয়শত চুরানব্বই টাকা আর্থিক মুঞ্জরি প্রজ্ঞাপন করা হলো।
সম্মানী ও উৎসব ভাতা পরিশোধে বণ্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান নিয়মাচার অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোন অনিয়ম হলে উক্ত এমআইএস এর তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকিবেন।
উক্ত ব্যয় ২০২১-২২ অর্থ বছরে বাজেটের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম এর আওতায় নগদ ও সামাজিক সহায়তা সুবিধাদির কল্যাণ অনুদান খাত ১৫৭০১১২০০০১৮০৫৩৭২২১১০২ হতে বহন করা হবে।
মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রণালয় http://www.molwa.gov.bd/
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট http://www.bffwt.gov.bd/
২০২০ এর আদেশ এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্ধকৃত মাসিক ২০,০০০ টাকা অনুপাতিক অংশপ্রাপ্য হবে।
১। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত সাময়িক সনদের ছায়ালিপি (যদি থাকে)
২। মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদপত্রের ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৩। জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি
৪। (ক) ০৩/০৬/২০০৬ তারিখের পূর্বে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে জন্মনিবন্ধন সনদপত্রের ছায়ালিপি ইউপি/ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরে সংরক্ষিত জন্মনিবন্ধন রেজিষ্ট্রার অনুযায়ী নির্ধারিত ফরমেটে অথবা এসএসসি অথবা দাখিল সনদের ছায়ালিপি,
(খ) ০৩/০৬/২০০৬ তারিখের পরে মৃতু/বর্তমানে জীবিত মুক্তিযুদ্ধাদের ক্ষেত্রে অনলাইনে জন্মনিবন্ধন সনদপত্রের ছায়ালিপি।
৫। (ক) ০৩/০৬/২০০৬ তারিখের পূর্বে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ইউপি ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরের মৃত্যুর তারিখের নির্ধারিত ফরমেটে মৃত্যুর সনদপত্রের ছায়ালিপি।
(খ) ০৩/০৬/২০০৬ তারিখের পরে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অনলাইন সনদপত্রের ছায়ালিপি।
৬। মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ওয়ারিশসনদপত্রের ছায়ালিপি।
৭। তিনশো টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুকূলে হলফনামা।
৮। আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারীর জাতীয় পরিচয়ত্রের সত্যায়িত ছায়ালিপি।
৯। আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারীর পাসপোর্টের এক কপি ছবি নির্ধারিত স্থানে দিতে হবে।
তথ্য সংশোধনের ফরম:
মুক্তিযোদ্ধার সন্তানদের ভাতা ২০২০
মুক্তিযোদ্ধা ভাতা সংক্রান্ত তথ্য
মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ
মুক্তিযোদ্ধা গেজেট সংশোধন অনলাইনে
মুক্তিযোদ্ধা ভাতার কারা উত্তরাধিকার লিংকে দেখুন ২০১৮ ২৬৮/২০২১ আরও নং আইন
বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ২০২১। এসআরও নং ২৬৮ আইন/২০২১ তারিখ ০৮/০৮/২০২১। বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা আইন ২০২০। এসআরও নং ২০০ আইন/২০২০। বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য বিবেচ্য প্রমাণক এবং মহানগর ব্যক্তিগণের সম্মানী ভাতা স্থগিত করণ, স্বারক ১০০ তারিখ ২৪/০৩/২০১৯।