বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিক অনুদান প্রদান
বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিক অনুদান প্রদান বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০(সংশোধিত) এর আবেদন ফরম চেক লিস্ট যাচাই তালিকা।
স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদানের আবেদন ফরম ডাউনলোড করুন
জনপ্রশাসন মন্ত্রণালয় কল্যাণ শাখা
উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ এবং পুরাতন আহত হয়েই স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ সংশোধিত অনুযায়ী আবেদন নির্ধারিত ফরমে তথ্য ও প্রমান করা হয় না বিধায় আবেদন নিষ্পত্তির অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় তাই নীতিমালার ১০.১ অনুচ্ছেদ অনুযায়ী সকল আবেদন মৃত কর্মচারীর সর্বশেষ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে চাহিত তথ্য ও প্রমান সহ 3গ অনুযায়ী সত্যিকারি কর্তৃপক্ষ বরাবর নির্ধারিত ফরম চেক লিস্ট তালিকা অনুযায়ী গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
আবেদনপত্রের সঙ্গে নিম্নরূপ কাগজপত্র সংযুক্ত করতে হবে
- আবেদন ফরম নির্ধারিত এক কপি।
- আবেদনকারীর ছবি ১ কপি সত্যায়িত।
- মৃত কর্মচারীর উত্তরাধিকার সনদ ও আবেদনকারীর নন-ম্যারিজ সার্টিফিকেট ১ কপি ।
- অভিভাবক মনোনয়ন প্রযোজ্য ক্ষেত্রে এবং কল্যাণ অনুদানের টাকা উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ সনদ ১ কপি।
- শেষ বেতনের প্রত্যয়ন পত্র LPC চাকরিকালীন যেকোনো সময়ের/ কর্মস্থলের LPC এলপিজি অবশ্যই সংশ্লিষ্ট কর্মস্থলের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার/ হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে ১ কপি।
- জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইন পে ফিক্সেশন ১ কপি।
- আবেদনে উল্লেখিত ব্যাংক হিসেবে এমআইসিআর MIRC চেক বই এর প্রথম পাতার ফটোকপি।
- স্থানীয় সরকার প্রধান প্রদত্ত মৃত্যু সনদ ইউনিয়ন পরিষদের / সিটি কর্পোরেশন ১ কপি।
- নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক গেজেটেড কর্মকর্তার এর ক্ষেত্রে চাকরির বিবরণী ১ কপি।
- পেনশন মঞ্জুরি আদেশ অক্ষমতাজনিত পেনশন এর জন্য।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র ১ কপি।
- মৃত কর্মচারীর জাতীয় পরিচয় পত্র ১ কপি।
আবেদনকারী স্ত্রী হলে এবং বয়স 50 এর অধিক হলে নন-ম্যারিজ সার্টিফিকেট এর প্রয়োজন নেই