বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি

 


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

 বিসিএস পরীক্ষা
 বিসিএস ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি

 বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রণীত বিসিএস যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষাবিধি  ২০১৪ অনুযায়ী উপযুক্ত প্রার্থী নিয়োগ এর উদ্দেশ্য কমিশন কর্তিক৩ স্তরবিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়।

 বিসিএস এর ২৬ ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে

  1. বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন সাধারণ ক্যাডার
  2.  বাংলাদেশ সিভিল সার্ভিস কি কারিগরি পেশাগত ক্যাডার
  3.  বাংলাদেশ সিভিল সার্ভিস আনসার সাধারণ ক্যাডার
  4.  বাংলাদেশ সিভিল সার্ভিস নিরীক্ষা ও হিসাব সাধারণ ক্যাডার
  5.  বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ ক্যাডার
  6.  বাংলাদেশ সিভিল সার্ভিস ও আবগারি সাধারণ ক্যাডার
  7.  বাংলাদেশ সিভিল সার্ভিস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার
  8.  বাংলাদেশ সিভিল সার্ভিস মৎস্য কারিগরি ও পেশাগত ক্যাডার
  9.  বাংলাদেশ সিভিল সার্ভিস খাদ্য সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
  10.  বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ ক্যাডার
  11.  বাংলাদেশ সিভিল সার্ভিস কারিগরি পেশাগত
  12.  বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা কারিগরি ও পেশাগত ক্যাডার
  13.  বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য কারিগরি পেশাগত কেডা
  14.  বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য সাধারণ এবং কারিগরি পেশাগত গেল
  15.  বাংলাদেশ সিভিল সার্ভিস পশুসম্পদ সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
  16.  বাংলাদেশ সিভিল সার্ভিস পুলিশ সাধারণ ক্যাডার
  17.  বাংলাদেশ সিভিল সার্ভিস ডাক সাধারণ ক্যাডার
  18.  বাংলাদেশ সিভিল সার্ভিস জনস্বাস্থ্য প্রকৌশল কারিগরি ও পেশাগত ক্যাডার
  19.  বাংলাদেশ সিভিল সার্ভিস গণপূর্ত কারিগরি ও পেশাগত ক্যাডার
  20. বাংলাদেশ সিভিল সার্ভিস  রেলওয়ে প্রকৌশল কারিগরি ও পেশাগত ক্যাডার
  21.  বাংলাদেশ সিভিল সার্ভিস রেলওয়ে পরিবহন বাণিজ্যিক সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
  22.  বাংলাদেশ সিভিল সার্ভিস সড়ক ও জনপথ কারিগরি ও পেশাগত ক্যাডার
  23.  বাংলাদেশ সিভিল সার্ভিস পরিসংখ্যান কারিগরি ও পেশাগত ক্যাডার
  24.  বাংলাদেশ সিভিল সার্ভিস কর সাধারণ ক্যাডার
  25.  বাংলাদেশ কারিগরি শিক্ষা কারিগরি পেশাগত ক্যাডার
  26.  বাংলাদেশ সিভিল সার্ভিস বাণিজ্য সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার

 বিসিএসের তিন স্তরবিশিষ্ট পরীক্ষা পদ্ধতি


বিসিএস যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্য সরকারি কর্ম কমিশন তিন স্তরবিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে। প্রথম স্তর ২০০ নম্বরের MCQ Type Preliminary Test,


দ্বিতীয় স্তর: প্রিলিমিনারি টেস্ট কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা


তৃতীয় স্তর: লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা


প্রথম স্তরে : ২০০ নম্বরের MCQ Type Preliminary Test

শূন্যপদে তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল সংখ্যক হয় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য বিসিএস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ এর বিধি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type Preliminary Test প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে ৩৪ তম বিসিএস পরীক্ষা ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো বিসিএস পরীক্ষা বিধিমালা ২০১৪ এর বিধান মতে ৩৫ তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘন্টা সময়ের দশটি বিষয়ের উপর MCQ Type Preliminary Test প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।


প্রিলিমিনারি টেস্ট এর বিষয় ও নম্বর বন্টন

  •  বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
  •  ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫
  •  বাংলাদেশ বিষয়াবলী ৩০
  •  আন্তর্জাতিক বিষয়াবলী ২০
  •  ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
  •  সাধারণ বিজ্ঞান ১৫
  •  কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
  •  গাণিতিক যুক্তি ১৫
  •  মানসিক দক্ষতা ১৫
  • নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১০
  •  সর্বমোট ২০০

 পিলিমিনারি টেস্ট এর বিস্তারিত সিলেবাস

  •  নম্বরের লিখিত পরীক্ষার পাশ নম্বর ৫০%
  •  পিলিমিনারি টেস্টে কমিশন কর্তৃক ঘোষিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়
  • নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাধারণ ক্যাডার এবং কারিগরি পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত

  • সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা
  •  কারিগরি পেশাগত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা

  • সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ে বলি নম্বর বন্টন

  • বাংলা ২০০
  •  ইংরেজি ২০০
  •  বাংলাদেশ বিষয়াবলী ২০০
  •  আন্তর্জাতিক বিষয়াবলী ১০০
  •  গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
  •  সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
  • সর্বমোট ৯০০

কারিগরি পেশাগত ক্যাডারে প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন

  •  বাংলা ১০০
  •  ইংরেজি ২০০
  •  বাংলাদেশ বিষয়াবলী ২০০
  •  আন্তর্জাতিক বিষয়াবলী ১০০
  •  গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
  •  পদ সংশ্লিষ্ট বিষয় ২০০
  •  মোট ৯০০

লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস

পদ সংশ্লিষ্ট job related বিষয়ে পরীক্ষা


যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রমের পরীক্ষা দেবেন তাদেরকে সাধারন ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ে নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।


তৃতীয় স্তর: টিসিএস এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা পাশ নম্বর ৫০ শতাংশ।


বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%


 বিসিএস পরীক্ষার সাক্ষাৎকার বোর্ড গঠন


 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ততা নির্ধারণের জন্য বিসিএস পরীক্ষা বিধিমালার বিধান অনুযায়ী কমিশন নিম্নোক্তভাবে মৌখিক পরীক্ষার বোর্ড গঠন

  • কমিশনের চেয়ারম্যান ও সদস্য
  •  সরকার কর্তৃক মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা
  •  কমিশন কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ 


Previous Post
Next Post
Related Posts