অনলাইনে জন্ম নিবন্ধন হওয়ার উপায় ও যাচাই করার উপায়
Online website https://bdris.gov.bd/br/search অনলাইন ওয়েবসাইট এ প্রবেশ করতে লিংকে ক্লিক করুন তাহলে নিচের মত পেজ আসবে একনো চিহ্নিত ঘরে যার জন্ম নিবন্ধন যাচাই করবেন তার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করান এরপর ২ দুই নং চিহ্নিত ঘরে ওই ব্যক্তির জন্ম তারিখ প্রবেশ করান
অনলাইনে জন্ম নিবন্ধন করতে এই লিঙ্কে প্রবেশ করুন
জন্ম নিবন্ধন কি
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন২০০৪ ২০০৪সালের২৯ নং আইন এর আওতায় একজন মানুষের নাম লিঙ্গ জন্মের তারিখ স্থান বাবা মায়ের নাম তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধন রেজিস্টার এর লেখা বা কম্পিউটারে এন্টিক প্রদান এবং জন্মসনদ করা।
জন্ম নিবন্ধন কি কাজে লাগে
ব্যক্তিগত ক্ষেত্রে তাঁর পরিচিতি গো বয়স নির্ধারণের জন্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন জরুরী ব্যক্তির চিকিৎসা সেবা গ্রহণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বিবাহ প্রকৃত বয়স জানা অপরিহার্য জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন করুন ৩১শে ডিসেম্বর ২০০৮ এর পর থেকে নিম্নোক্ত সেবাসমূহ পেতে হলে একজন নাগরিক তার জন্ম সনদ দেখানো আইনগত বাধ্যকতা আছে
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন মূলে
পাসপোর্ট ইস্যু, বিবাহ বন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারী বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগ দান, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশন,, জন্ম ও মৃত্যু নিবন্ধন
বিধিমালা সমূহ , ব্যাংক হিসাব খোলা ,আমদানি ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তির, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ,আইডেন্টিফিকেশন নম্বর ,টিআইএন প্রাপ্তি, ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি, বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি, গাড়ি রেজিস্ট্রেশন প্রাপ্তি, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, জাতীয় পরিচয় পত্র প্রাপ্তি।
১।শিশুর পিতা বা মাতা বা অভিভাবক শিশুজন্মের 45 দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ী থাকিবেন।
২। এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য গ্রহণ করতে পারবেন।
৩।ইউনিয়ন পরিষদের সদস্য এবং সচিব।
৪। গ্রাম পুলিশ।
৫।সিটি কর্পোরেশন বা পৌরসভা কাউন্সিল।
৬।ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণ কেন্দ্র।
৭।কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল ক্লিনিক মাতৃ সনদ বা অন্য কোনো প্রতিষ্ঠান জন্ম গ্রহণের ক্ষেত্রে ওহাট দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা।
৮।নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী ।
৯। জেলখানায় জন্মের ক্ষেত্রে যেসব জেলার বা ততোধিক ক্ষমতাপ্রাপ্ত ।