বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে সবচেয়ে দামি জায়গা দামি ভবন

 


বিশ্বের সবচেয়ে দামি স্থান শীর্ষস্থান মসজিদে হারাম


বিশ্বের সবচেয়ে দামি জায়গা এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে  মক্কার মসজিদে হারাম । পৃথিবীতে বহু মূল্যবান দামি প্রচুর ভবন রয়েছে । এর মধ্যে সবচেয়ে দামি ও শীর্ষ দশটি ভবনের একটি তালিকা প্রস্তুত করেছে বৃটেনের বিখ্যাত আবাসন কোম্পানি হোমস  এন্ড প্রোপারটিস ওই তালিকায় শীর্ষস্থানে রয়েছে মক্কার মসজিদে হারাম।

 

বিশ্বের সবচেয়ে দামি মসজিদ মক্কার মসজিদে হারাম


পৃথিবীতে বহু মূল্যবান প্রচুর ভবন রয়েছে এর মধ্যে সবচেয়ে দামি শীর্ষ দশটি ভবনের তালিকা প্রস্তুত করেছেন বৃটেনের বিখ্যাত আবাসন কোম্পানি অ্যান্ড প্রপার্টি। পৃথিবীতে যে সমস্ত মূল্যবান প্রচুর ভবন রয়েছে এর মধ্যে সবচেয়ে দামি দশটি ভবনের তালিকার মধ্যে শীর্ষস্থানে রয়েছে মক্কার মসজিদে হারাম।


মসজিদে হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান


সৌদি আরবের মক্কা শহরের অবস্থান পবিত্র কাবা ঘরের চারপাশে মসজিদ আল মসজিদুল হারাম। যাতে এক রাকাত নামাজের সব লক্ষ্য রাকাত নামাজের সময় আল মসজিদুল হারাম কে সংক্ষেপে মসজিদে হারাম বা হারাম শরীফ বলা হয়।

মুসলমানদের নামাজের সময় পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়ানো।

মুসলমানরা নামাজের সময় ভেতরে ও বাইরে নামাজের স্থান মিলে মসজিদের বর্তমান কাঠামো ৩ লাখ ৫৬ হাজার ৮০০বর্গ কিলোমিটার(৮৮. ২একর) এলাকাজুড়ে মসজিদ সার্বক্ষণিক খোলা থাকে হয়েছে সুইচ ৯টি মিনার।


বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে সবচেয়ে দামি জায়গা দামি ভবন মক্কার মসজিদে হারাম


মুসলিম জাহানের অন্যতম পুণ্যস্থান মসজিদ হারাম পৃথিবীর বড় মসজিদ গুলোর অন্যতম একটি হোম অ্যান্ড প্রপার্টি এর মূল্য নির্ধারণ করেছে ৭৫ মিলিয়ন ডলার।

 তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মক্কার আল রাজ আল বাইত টাওয়ার্স তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মক্কালা আলরাইট টাওয়ার্স রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন ভবনটি হারাম শরীফ থেকে ৫০ মিটার দূরে অবস্থিত মক্কার ক্লক রয়েল টাওয়ার মক্কা টাওয়ার বলা হয়। শহরের বেশিরভাগ মানুষ দেখার প্রয়োজন হলে সেই ঘড়ি দেখে সব মিলিয়ে নেন হাত ঘড়ি কিংবা মোবাইল স্ক্রিন দেখার প্রয়োজন পড়ে না ।


Previous Post
Next Post
Related Posts