মোবাইল দিয়ে মোবাইল চালাই
একটি ফোন থেকে অনেকগুলো ফোনকে একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব ।
অনেক সময় এক ফোন থেকে অন্য কোন নিয়ন্ত্রণ প্রয়োজন হতেই পারে হয়তো বন্ধুর ফোনের সমস্যা ঠিক করার জন্য কিংবা একাধিক ফোন একসাথে ব্যবহারের জন্য কিন্তু কিভাবে সেটা তাহলে দিচ্ছে।
টিমভিউয়ার
শুধু পিসিতেই নয় ফোন থেকেও ফোনের টিমভিউয়ার দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব একসাথে কয়েকটি ফোন। যে ফোন নিয়ন্ত্রণ করা হবে সেটাতে থাকতে হবে টিম্ভিউয়ার ফর রিমোট কন্ট্রোলার নিয়ন্ত্রণকারী ফোনে থাকতে হবে টিম্ভিউয়ার কুইক সাপোর্ট বা টিম্ভিউয়ার হোয়াটসঅ্যাপ যে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে রিমোট কন্ট্রোল অ্যাপটি চালু করে আইডি দিয়ে কুইক সাপোর্ট বা পোস্ট দিতে হবে তারপর সরাসরি ফোন থেকে অন্য কোন নিয়ন্ত্রন করা যাবে। এর জন্য বাড়তি পারমিশন বা রুটের কোনো প্রয়োজন নেই এ কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস্:-
ডাউনলোড করুন লিংক
http://www.teamviewer.com/en/downlod/android
রিমোড্রয়েড
এক অ্যান্ড্রয়েড থেকে একাধিক এন্ড্রয়েডে নিয়ন্ত্রণ অ্যাপ রিমোড্রয়েড। একটি ডিভাইসকে সার্ভার বানিয়ে বাকি ডিভাইসগুলোকে ক্লায়েন্ট বানিয়ে এক নেটওয়ার্কে রাখলে সবাইকে একসঙ্গে নিয়ন্ত্রণ করা যাবে নিয়ন্ত্রণ নেওয়ার পর ডিভাইসগুলো ক্যামেরা ব্যবহার করা যাবে। সেগুলো মাইক্রোফোন থেকে অডিও রেকর্ড করা যাবে ফাইল নাড়াচাড়া করা যাবে আবার সার্ভার দিয়ে ডিভাইস থেকে সবাইকে একসঙ্গে ভিডিও চালানো যাবে। একমাত্র দুর্বলতা একই ওয়াইফাইতে সব ডিভাইস রাখতে হবে, না হলে কাজ করবে না।
ডাউনলোড করুন লিংক
http://www.teamviewer.com/en/downlod/android
ইংকওয়্যার স্ক্রিন শেয়ার অ্যাসিস্ট
সব সময় অন্য ডিভাইস সরাসরি নিয়ন্ত্রণের চেয়ে তার ব্যবহারকারীকে কি করতে হবে সেটি দেখিয়ে দেওয়া সহজ। সে কাজের জন্য আছে ইয়ুক্স দুটি ডিভাইসে অ্যাপস ইন্সটল করে এক্সেস কোড নিয়ন্ত্রণ বিভাগ থেকে নিয়ে নিয়ন্ত্রনকারী বাড়িতে প্রবেশ করালেই নিয়ন্ত্রণকারী অন্য ডিভাইসে কি হচ্ছে তা দেখতে পারবে সেখান থেকে ডিসপ্লের কোথায় স্পর্শ করতে হবে তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যাতে অন্য ব্যবহারকারী সহজে বুঝতে পারে কি তার করা উচিত। এর মধ্য থেকে চ্যাট করায় অসুবিধা আছে মূলত কাস্টমার সাপোর্ট এর জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছিল।
ডাউনলোড করুন এ লিংক http://urlzs.com/udx3c
এয়ারমিরর
যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা পিসি থেকে ফোন নিয়ন্ত্রণ করতে পারেন। সেজন্য পিসিতে লাগবে এয়ার মিরর এতে দেখা যাবে কিছু ছাড়াও এয়ার মিরর দিয়ে এক ফোন থেকে অন্য ফোনে নিয়ন্ত্রণ করা যাবে। অন্য ফোনের ক্যামেরা মাইক্রোফোন দিয়ে চারপাশের নজর রাখা যাবে এটি দিয়ে একই সঙ্গে দুটি ফোন নিয়ন্ত্রণ করা যাবে। এজন্য ফোন গুলো একই নেটওয়ার্কে থাকা প্রয়োজন নেই। পুরনো অ্যান্ড্রয়েড ফোনকে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করার জন্য এয়ার মিরর আদর্শ একটি অ্যাপ।
ডাউনলোড করুন লিংক http://urlzs.com/cydZt