ই-নামজারি জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ অনলাইনে প্রদান সংক্রান্ত

 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

ভূমি মন্ত্রণালয় 

বাংলাদেশ সচিবালয় ঢাকা


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস 


 বিষয়ে: ই-নামজারি জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ অনলাইনে প্রদান সংক্রান্ত 


ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা ১ থেকে ৩০ শে জুন ২০১৫ তারিখে জারিকৃত পরিবর্তন

৩১.০০.০০০০.০৪২.০৪.০১১.০৮.৫৯৮।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ভূমি মন্ত্রণালয় ৩০/০৬/২০১৫ তারিখে ৩১.০০.০০০০.০৪২.০৪.০১১.০৮.৫৯৮ নম্বর পরিপত্রে অনুবৃত্তিক্রমে নাগরিক করতেই নামজারী জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ কি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদান করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।



আবেদনকারী ই নামজারি আবেদনের সময় অবিসিক ভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা মোট সত্তর টাকা অনলাইনে জমা প্রদান করবেন।


 নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ ১০০০ টাকা এবং প্রতিটি নামজারি খতিয়ান সরবরাহ ১০০ টাকা মোট ১১০০ টাকা আবেদনকারী অনলাইনে জমা প্রদান করবেন।


 উক্ত ১১০০  টাকা পরিশোধ করে আবেদনকারী কিউ আর কোড যুক্ত Quick Response code অনলাইন ডিসিআর Duplicate carbon receipt সংগ্রহ করতে পারবেন এই ডিসিআর মেনুয়াল পদ্ধতি প্রদত্ত বা বিজি প্রেসে ছাপানো ডিসিআর এর সমপর্যায়ে এবং আইনগত ভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যবহারযোগ্য হবে।


মোস্তাফিজুর রহমান মিয়া ভূমি মন্ত্রণালয় 


ভূমি মন্ত্রণালয়ের আইন অধিশাখার -১ দেখতে লিংকে ক্লিক করুন


অনুলিপি  তদায় অবগতির জন্য প্রেরণ করা হলো


  1. চেয়ারম্যান ভূমি আপীল বোর্ড সেগুনবাগিচা ঢাকা
  2.  চেয়ারম্যান ভূমি সংস্কার ভূমি ভবন ৯৮ তাজউদ্দীন তেজগাঁও ঢাকা
  3.  মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাও ঢাকা
  4.  বিভাগীয় কমিশনার ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট ময়মনসিংহ
  5.  অতিরিক্ত সচিব আইন উন্নয়ন প্রশাসন মাঠ প্রশাসন অধিগ্রহণ ভূমি মন্ত্রণালয়
  6.  পরিচালক যুগ্নসচিব ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা
  7.  জেলা প্রশাসক সকল
  8.  মাননীয় মন্ত্রীর একান্ত সচিব ভূমি মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সদয় অবগতির জন্য
  9.  ঢাকা বাংলাদেশ গেজেট পরবর্তী বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়
  10.  পরিচালক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা
  11. সহকারী কমিশনার ভূমি মন্ত্রণালয়
  12.  ব্যবস্থাপনা পরিচালক বিজনেস অটমেশন কাওরান বাজার ঢাকা ই নামজারি সিস্টেম সংযোগ স্থাপনের অনুরোধ সহ

Previous Post
Next Post
Related Posts