গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিআরটিএ'র মোটরসাইকেলে বিধির অধীনে ধার্যকৃত বিভিন্ন ফিস রেজিস্ট্রেশন ও মালিকানা বদলি এর তালিকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।
গাড়ি কেনার আগে অবশ্যই সবকিছু দেখিয়ে নেওয়া বা দেখে নেওয়া উচিত তাই বিআরটিএ অফিসে অবশ্যই গাড়িটি নিয়ে যেতে হবে। বিআরটিতে ফি জমা দেওয়ার পর ১০০ নং কক্ষে কাগজপত্র দেখিয়ে একটি স্বাক্ষর নিতে হবে। এরপর এসব কাগজপত্র নিয়ে পরিদর্শক কক্ষে গিয়ে বলতে হবে আপনি গাড়ির মালিকানা পরিবর্তন করতে চান।মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই বিআরটি ১০০ নং কক্ষে গিয়ে মালিকানার কাগজ সঠিক আছে কিনা যাচাই করে নিবেন ইঞ্জিন নম্বর, চেসিস নাম্বার সঠিক আছে কিনা যাচাই করে নিবেন। মালিকের সাথে ছবির মিল করে নিবেন যাতে ভবিষ্যতে আপনার মালিকানা পরিবর্তন নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে নন জুডিশিয়াল কোট হতে এফিডেভিট ১০০ টাকার স্ট্যাম্পে মালিকানা পরিবর্তনের জন্য বিআরটিএ নির্ধারিত ফরম নিতে হবে যে মালিকের কাছ থেকে গাড়ি ক্রয় করছেন সে মালিকের ভোটার আইডি ফটোকপি এবং এক কপি ছবি মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই লাগবে অন্যথায় মালিকানা পরিবর্তন করতে আপনি ঝামেলায় পড়তে পারেন। সরকারি রুলস ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।
মোটরযান নিবন্ধন করুন, মোটরসাইকেল
ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি পর্যন্ত ৪২০০ টাকা
ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ ঊর্ধ্বে ৫৬০০ টাকা
তিন চাকা বিশিষ্ট মোটরগাড়ি অটোরিকশা ইত্যাদি
ইঞ্জিন ক্যাপাসিটি ১০০সিসি পর্যন্ত ৬৩৫টাকা
ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি ঊর্ধ্বে ১১৫০টাকা
অসম্পূর্ণ লোকের উপযোগী মোটরযান ২৫টাকা
ভাড়ায় চালিত মাইক্রোবাস মিনিবাস ইত্যাদি
আসনসংখ্যা চালকসহ ৩১ পর্যন্ত ৪৬০০টাকা
আসনসংখ্যা চালকসহ ৩১ এর অধিক কিন্তু ৫২এর অধিক নয় ১৩,৮০০টাকা
আসন সংখ্যা ৫২ এর অধিক চালকসহ ১৭,২৫০টাকা
মালবাহী মোটরযান ট্রাক ট্যাঙ্কলরি ভ্যান পিকআপ ইত্যাদি ভাড়ায় চালিত নহে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।
সর্বোচ্চ ওজন মালামালসহ ৩৫০০ কিলোগ্রাম পর্যন্ত ২৮০০টাকা
সর্বোচ্চ ওজন মালামালসহ ৩৫০০ কিলোগ্রাম এর উর্দ্ধে কিন্তু ৭৫০০ গ্রাম পর্যন্ত ৫৬,০০০টাকা
সর্বোচ্চ ওজন মালামালসহ ৭৫০০ কিলোগ্রাম এর উর্দ্ধে কিন্তু ১২,৫০০ কিলোগ্রাম পর্যন্ত ৭০,০০০টাকা
সর্বোচ্চ ওজন মালামালসহ ১২,৫০০ কিলোগ্রাম বিরুদ্ধে ৭৭,০০০টাকা
মালবাহী মোটরযান ট্রাক ট্যাংকলরি হ্যান্ড পিকআপ ইত্যাদি ভাড়ায় চালিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।
সর্বোচ্চ ওজন মালামালসহ ৩৫০০ কিলোগ্রাম পর্যন্ত ৪৬০০ টাকা
সর্বোচ্চ ওজন মালামালসহ ৩৫০০ কিলোগ্রাম এর উর্দ্ধে কিন্তু ৭৫০০ গ্রাম পর্যন্ত ১৩,৮০০টাকা
সর্বোচ্চ ওজন মালামালসহ 7500 কিলোগ্রাম এর উর্দ্ধে কিন্তু ১২৫০০ কিলোগ্রাম পর্যন্ত ১৭,২৫০টাকা
সর্বোচ্চ ওজন মালামালসহ ১২,৫০০ কিলোগ্রাম বিরুদ্ধে ২৩,০০০টাকা
ট্রাক্টর অন্যান্য মোটরযান মোটর কার সিরাজী স্টেশন ওয়াগণ ইত্যাদি এবং ভাড়ায় চালিত নয় এমন মাইক্রো বাস মিনিবাস ইত্যাদি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।
ইঞ্জিন ক্যাপাসিটি ৬০০ সিসি পর্যন্ত ৭০০০টাকা
ইঞ্জিন ক্যাপাসিটি ৬০০ সিসি ঊর্ধ্বে কিন্তু ১০০০ সিসি পর্যন্ত ১৪,০০০টাকা
ইঞ্জিন ক্যাপাসিটি ১০০০ সিসি ঊর্ধ্বে কিন্তু ১৪০০ সিসি পর্যন্ত ২১,০০০টাকা
ইঞ্জিন ক্যাপাসিটি ১৪০০ সিসি ঊর্ধ্বে কিন্তু ২০০০ সিসি পর্যন্ত ৪৯,০০০টাকা
ইঞ্জিন ক্যাপাসিটি ২০০০ সিসি ঊর্ধ্বে পর্যন্ত ৫৬,০০০টাকা
ফিটনেস করবেন কিভাবে?
মালিকানা বদলি
মালিকানা বদলির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মালিকানা ব্যতীত
ক্রেতার করনীয়
১। পূরণকৃত স্বাক্ষরিত টিও ও টিটিও ফর্ম এদুটি ফর্ম সহ অন্যান্য ফর্ম এই Download forms ওয়েবসাইটে পাওয়া যাবে।
২।প্রয়োজনীয় ফি জমাদানের রশিদ।
৩। ক্রেতার TIN সার্টিফিকেটের সত্যায়িত কবি ভাড়ায় চালিত নয় এমন কার জীবনে গ্রহের ক্ষেত্রে।
৪। মূল রেজিস্ট্রেশন সনদ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে।
৫। ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা।
৬। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর করা হবে তার নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম পিতার নাম স্বামীর নাম পূর্ণ ঠিকানা তিন কপি স্ট্যাম্প আকারে রঙ্গিন ফটো সহ ফরম অন্যান্য সকল তথ্য প্রদান তবে এটা কোন প্রতিষ্ঠান হলে উপরে বর্ণিত কাগজপত্র সহ ফলকনামা ব্যতীত অফিশিয়াল চিঠি।
বিক্রেতার করণীয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।
- ফরম টিটিও এবং বিক্রয় রশিদ স্বাক্ষর।
- বিক্রেতার ছবি সহ বিক্রয় হলফনামা।
- বিক্রেতা কোম্পানি হলে কোম্পানির লেটারহেড ইন্টিমেশন বোর্ড রেজুলেশন অথোরাইজেশন পত্র প্রদান ।
- মোটরযানটি ব্যাঙ্ক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকে দায়বদ্ধ কারী প্রতিষ্ঠান ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র গ্রহণ করে তা দাখিল করা।
ওয়ারিশ সূত্রে মালিকানা বদলি ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র
১।পূরণকৃত ও স্বাক্ষরিত টি ও টি টি ওফরম এ দুটি ফরম সহ অন্যান্য ওয়েবসাইটে Download forms ওয়েবসাইটে পাওয়া যাবে।
২।কোট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ।
৩।প্রয়োজনীয় ফি জমাদানের রশিদ।
৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম অরিশের টিন সার্টিফিকেট সত্যায়িত কপি ভাড়ায় চালিত নয় এমন কাজ মাইক্র এর ক্ষেত্রে।
৫। মূল রেজিস্ট্রেশন সনদ অভয় কপি ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে।
৬। ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ওয়ারিশ সূত্রে মালিক জাতি সংক্রান্তঃ ওয়ারিশগণের কোনরূপ একাধিক থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সে ক্ষেত্রে অন্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন জুডিশিয়াল স্ট্যাম্প আরেকটি ফলকনামা।
৭। নমুনা স্বাক্ষর ফরমের নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম পিতার নাম স্বামীর নাম পূর্ণ ঠিকানা ও তিন কপি স্টাম্প আকারে রঙ্গিন ছবি ফর্মে অন্যান্য তথ্য পূরণ করতে হবে।