মৃত্যু ও স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদানের আবেদন ফরম

 


বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী 

২০১৩ এর নীতিমালায় আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন

মৃত্যু স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদানের আবেদন ফরম

স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদানের আবেদন ফরম মন্ত্রণালয় / বিভাগ ও অধীনস্থ দপ্তর/ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত সরকারি কর্মকর্তা/ কর্মচারীর অনুকূলে মৃত্যু / স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদানের আবেদন ফরম।

স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদানের আবেদন ফরম ডাউনলোড করুন

বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী 

২০১৩ এর নীতিমালায় আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন যাচাই তালিকা

  1.  নির্ধারিত আবেদন ফরম আবেদনকারীর স্বাক্ষর আবেদন প্রাপ্ত।
  2. আবেদন ফরমের খ নিয়ন্ত্রনকারী কর্মকর্তা কর্তৃক রাজস্ব খাতের পদধারী হওয়ার প্রত্যয়ন পত্র।
  3. আবেদন ফরমের গ মেডিকেল বোর্ড কর্তৃক পূরণকৃত।
  4. আবেদন ফরমের ঘ পূরণ পূর্বক বাছাই কমিটির সভাপতির কর্তৃক স্বাক্ষরিত  সিল সহ।
  5. মৃত কর্মকর্তা-কর্মচারী মৃত্যু সনদ সরকারি হাসপাতাল স্থানীয় সরকার কর্তৃপক্ষ পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক জারীকৃত।
  6. মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারী ওয়ারিশ সনদ স্থানীয় সরকার যত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক জারীকৃত।
  7. ওয়ারিশগণ কর্তিক আবেদনকারীকে ক্ষমতা অর্পণ পত্র স্থানীয় সরকার তথা পুরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক জারীকৃত।
  8.  শেষ বেতনের প্রত্যয়নপত্র এলপিসি এর ফটোকপি প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত।
  9. সার্ভিস বহি প্রযোজ্য ক্ষেত্রে প্রথম পাঁচটি স্টার ফটোকপি অফিস প্রধান কর্তৃক সত্যায়িত।
  10.  আবেদনকারী কর্মকর্তা-কর্মচারী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  11. আবেদনকারী পুনর্বিবাহের আবদ্ধ হয়নি মর্মে স্থানীয় সরকার যৌথ সভা ইউনিয়ন পরিষদ কর্তৃক জারীকৃত।
  12. বয়স অনুযায়ী ৫৯ এর বেশি নয়।
  13. মৃত্যু তারিখ ১৯ শে জুন ২০১৩ এর পূর্বে নয়।
  14. একই আবেদনকারীর আবেদন পূর্বে বিবেচিত হয়নি ।

 

Previous Post
Next Post
Related Posts