কম্পিউটার সম্পর্কে সবকিছু এগুলো জানা থাকলে জীবনে আর কোনদিন কম্পিউটার নিয়ে বিপদে পড়া লাগবে না You will not need to worry if you know this thing about Computer

 



কম্পিউটার সম্পর্কে সবকিছু !! এগুলো জানা থাকলে জীবনে আর কোনদিন কম্পিউটার নিয়ে বিপদে পড়া লাগবে না। A to Z About Computer. You will not need to worry if you know this thing about Computer

কম্পিউটার যে কোন হিসাবের গণনা করে বা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায়না কম্পিউটার এবং এর জন্য যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে।


  • কম্পিউটার শব্দের অর্থ কি?
  • কম্পিউটার আবিষ্কার করেন কে?
  •  আধুনিক কম্পিউটারের ইতিহাস
  •  কম্পিউটার আবিষ্কারের ইতিহাস
  •  কম্পিউটার সিস্টেম কি?
  •  কম্পিউটার ব্যবহারের নিয়ম 
  • কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান
  •  কম্পিউটার কি কি নিয়ে গঠিত
  •  কম্পিউটার কিসের মাধ্যমে কাজ করে
  •  কম্পিউটারের বৈশিষ্ট্য
  •  কম্পিউটারের শ্রেণীবিভাগ
  •  কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়
  •  কম্পিউটার কিবোর্ড সম্পর্কে
  •  কম্পিউটার কাকে বলে কত প্রকার কি কি?

  • কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র।
  •  আধুনিক কম্পিউটারের জনক কে চার্লস ব্যাবেজ।
  • কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটারের স্মৃতি সাধারণত দুই প্রকার।


 ১। কম্পিউটার শব্দের অর্থ কি?

কম্পিউটার যে কোন হিসাবের গণনা করে আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায়না কম্পিউটার এবং এর জন্য যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ উপস্থাপন করেন।


২। কম্পিউটার আবিষ্কার করেন কে?

আধুনিক কম্পিউটারের জনক কে চার্লস ব্যাবেজ।

 

৩। আধুনিক কম্পিউটারের ইতিহাস

বিশ শতকের মধ্যভাগ থেকে আধুনিক কম্পিউটারের বিকাশ  ঘুরতে শুরু করেন ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের ফলে মাইক্রোকম্পিউটারের দ্রুত বিকাশ ঘটতে থাকে বাজারে প্রচলিত হয় বিভিন্ন প্রকৃতি ও আকারের কম মূল্যের অনেক রকম পার্সোনাল কম্পিউটার পিসি।


৪। কম্পিউটার আবিষ্কারের ইতিহাস

কম্পিউটার আবিষ্কার হয় ২৪০০ সালে বেবিলন অ্যাবাকাস ফ্রেমে সাজানোগুটির স্থান পরিবর্তন করে গণনা করার যন্ত্র খ্রিষ্টপূর্বে ৪৫০/৫০০ অব্দে মিশরে বাঁচিনে গণনা যন্ত্র হিসেবে এবাকাস তৈরি হয় ১৬১৭ সালের স্কটল্যান্ড এর গণিত বিদ জন পেরিয়ার গণনার কাজে ছাপা বাধার কাটা কাটি অথবা দন্ড ব্যবহার করেন।


 ৫। কম্পিউটার সিস্টেম কি?

কম্পিউটার সিস্টেম সিস্টেম হলো কতগুলো ইন্টিগ্রেটেড উপাদান সম্মিলিত প্রয়াস যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে কম্পিউটার সিস্টেম এর উদাহরণ গুলো নিম্নরূপ হার্ডওয়ার ও সফটওয়্যার।



৬। কম্পিউটার ব্যবহারের নিয়ম

কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। এটা নিঃসন্দেহে আমাদের অনেক জটিল কাজকে সহজ করে দিয়েছে কেউ কেউ আছেন যারা কম্পিউটার ছাড়া একদিনও চলতে পারে না আর এটাই আমাদের আধুনিক জেনারেশনের বাস্তব প্রত্যেকদিন আমাদের বিভিন্ন রকম কাজ কর্ম করতে হয় কেউ আছেন প্রফেশনাল ব্লগার কেউবা ফিনান্স আর কেউবা ওয়েবসাইট ডিজাইন এর কাজ করেন আবার কেউবা প্রফেশনাল গেম এর মানে যারা কম্পিউটার ব্যবহার করেন তারা এসব কাজকর্ম কম্পিউটার লক হয়ে যাওয়ার অনেক স্বাভাবিক ব্যাপার কিন্তু নিয়ম ফলো করে আমাদের কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি নতুন কেনা পিসির মতো। আমি যা লিখছি তা পুরোপুরি ফলো করতে পারেন তাহলে আপনার ব্যবহারকৃত কম্পিউটারের সাময়িক অসুবিধা দূর হয়ে সবকিছু হয়ে উঠবে আগের মত।


  •  উইন্ডোজ সেটআপ দেওয়া 
  • যে সফটওয়্যারগুলো অ্যাপের পরে ইন্সটল করা বাধ্যতামূলক
  •  ডাউনলোড হেল্পার
  •  ই বুক পিডিএফ ফাইল
  •  বাংলা টাইপিং
  •  ভিডিও কনভার্টার
  •  ফটো এডিটিং
  •  এন্টিভাইরাস ব্যবহার করা
  •  সফটওয়্যার ব্যবহার করা
  •  যেভাবে অ্যাক্টিভ করবেন ভালো করে ফলো করা






















































৭। কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান































A to Z About Computer. You will not need to worry if you know this thing about Computer

৮। কম্পিউটার কি কি নিয়ে গঠিত

কম্পিউটার মূলত চারটি অংশ নিয়ে গঠিত সেগুলো হলো ইনপুট এবং আউটপুট ইউনিট, প্রসেসর ও মেমোরি।


৯। কম্পিউটার কিসের মাধ্যমে কাজ করে

কম্পিউটার ক্র্যাশ করার প্রক্রিয়া মূলত একটাই প্রথমে ইউসার দ্বারা ইনপুট ইউনিট এর মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ বা ডাটা প্রদান করা হয় এরপর ইনপুট ইউনিট এর মাধ্যমে গ্রহণ করা ডেটা বা নির্দেশ গুলোকে প্রসেসর করে আউটপুট ইউনিট এর মাধ্যমে সমাধান প্রদান করা হয়।


১০। কম্পিউটারের বৈশিষ্ট্য

দ্রুতগতি হাই স্পিড কম্পিউটারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি অবিশ্বাস্য ভাবে দ্রুত গতিতে কাজ করে এর দ্রুত গতির কারণ এটি বৈদ্যুতিক সংকেত এর মাধ্যমে কাজ করে যার গতি আলোর গতির চাইতে কিছুটা কম। কম্পিউটারের কাজের গতিকে মিলিসেকেন্ড মাইক্রো সেকেন্ড ইত্যাদি এককে প্রকাশ করা কম্পিউটারের অন্যতম বৈশিষ্ট্য।


১১। কম্পিউটারের শ্রেণীবিভাগ

আকৃতিগত দিক থেকে কম্পিউটার কে চার ভাগে ভাগ করা হয়েছে 

সুপার কম্পিউটার

মেইনফ্রেম কম্পিউটার 

মিনি কম্পিউটার

মাইক্রো কম্পিউটার 


১২। কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়


কম্পিউটার আবিষ্কার হয় ২৪০০ সালে বেবিলন অ্যাবাকাস ফ্রেমে সাজানোগুটির স্থান পরিবর্তন করে গণনা করার যন্ত্র খ্রিষ্টপূর্বে ৪৫০/৫০০  অব্দে মিশরে বাঁচিনে গণনা যন্ত্র হিসেবে এবাকাস তৈরি হয় সালের স্কটল্যান্ড এর গণিত বিদ জন পেরিয়ার গণনার কাজে ছাপা বাধার কাটা কাটি অথবা দন্ড ব্যবহার করেন।


১৩। কম্পিউটার কিবোর্ড সম্পর্কে A to Z About Computer. You will not need to worry if you know this thing about Computer


কিবোর্ড খোলো টাইপ রাইটারের ধারণা থেকে এমন একটি ডিভাইস যাতে কিছু বাটন বিন্যাস থাকে যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রিক সুইচের মতো কাজ করে কিবোর্ড খোলো কম্পিউটারের প্রধান ইমপোর্ট কিবোর্ড এর কি কি থাকে কোন চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে অথবা চেপে ধরে রাখতে হবে সে সম্পর্কে ধারণা দেওয়া


১৪। কম্পিউটার কাকে বলে কত প্রকার কি কি A to Z About Computer. You will not need to worry if you know this thing about Computer


কম্পিউটার শব্দের অর্থ হিসাবে গণনা করা আর কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র কম্পিউটার এমন একটি ইলেকট্রিক ডিভাইস বা যন্ত্র যা অতি দ্রুত নির্ভুলতার বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌক্তিক যৌগিক সমাধান দেয় এছাড়াও কম্পিউটারের তথ্য প্রক্রিয়া সংরক্ষণ এবং পুনরায় উদ্ধার করার ক্ষমতা রয়েছে ।

 

Previous Post
Next Post
Related Posts