জনশুমারি ও গৃহগণনা ২০২২ Population census and house enumeration 2022

 


যে সকল নিয়োগ প্রত্যাশী বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জেনে রাখা ভালো Those who will attend Job exam and those who are examinee in different job sector


জনশুমারি ও গৃহগণনা ২০২২ Population census and house enumeration 2022


জনশুমারি কাকে বলে?

 একটি দেশের জনসংখ্যা কে আনুষ্ঠানিকভাবে গণনা করার পদ্ধতিকে জনশুমারি  বলে


 জনশুমারি পূর্ব নাম কি ছিল?

 জনশুমারি পূর্বনাম ছিল আদমশুমারি


আদমশুমারির নাম কত সালে জনশুমারি করা হয়?

জাতীয় সংসদে ২০১৩ সালে পাশ হওয়া পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা নাম পরিবর্তন করে জনশুমারি করা হয় ও গৃহগণনা করা হয়।


বাংলাদেশ এ পর্যন্ত জনশুমারি হয় কতবার কত কত সালে ?


  • ১ম ১৯৭৪

  • ২য় ১৯৮১

  • ৩য় ১৯৯১

  • ৪র্থ ২০০১

  • ৫ম ২০১১

  • ৬ষ্ঠ ২০২২


সর্বশেষ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জনশুমারি হয় কত সালে?

সর্বশেষ ৬ষ্ঠ  জনসভা অনুষ্ঠিত হয় ১৫ থেকে একুশে জুন ২০২২ 


ডিজিটাল জনশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?

২০২২ সালে এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি


মোট জনসংখ্যা

১৬, ৫১,৫৮৬১৬


পুরুষ

৮,১৭১২,৮২৪


নারী

৮,৩৩ ৪৭,২০৬


হিজলা সংখ্যা

১২,৬২৯


গত ১১ বছরে জনসংখ্যা বেড়েছে

২,১,১৪, ৯১৯ জন


পুরুষ নারীর অনুপাত

৯৯ :১০০ জন


জনসংখ্যা বৃদ্ধির হার

১.২২ %জন


জনসংখ্যার ঘনত্ব ১,১১৯ জন প্রতি বর্গ কিলোমিটারে ২,৫২৮ জন প্রতি বর্গমাইলে


ধর্মভিত্তিক জনসংখ্যা 

  • মুসলিম ৯১. ০৪%
  • হিন্দু ৭.৯৫ %
  • বুদ্ধ০.৬১%
  • খ্রিষ্টান ০.৩০ %
  • অন্যান্য ০.১২%


  • সাক্ষরতার হার ৭৪.৬৬ পুরুষের ৭৬.৫৬% নারী ৭২.৮২% 
  • পাঁচ বছরের মধ্যে মুঠোফোন ব্যবহারকারী সংখ্যা ৫৫.৮ %
  • ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০.৬৮% 
  • মোট খানা সংখ্যা ৪,১০,১০,০৫১ জন
  •  খানা প্রতি গড় সদস্য ৪  জন
  • জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম ৮ম

  1. পল্লী অঞ্চলে বসবাসকারী মোট সংখ্যা ১১,৩০,৬৩,৫৮৭ জন
  2. শহর অঞ্চলে বসবাসকারী মোট সংখ্যা ৫,২০,০৯,০৭২ জন
  3. বরিশাল সিটিতে বসবাসকারী মোট সংখ্যা ৪১৯৩৫১ জন
  4. চট্টগ্রাম সিটি তে বসবাসকারী মোট সংখ্যা ৩২২৭২৪৬ জন
  5. কুমিল্লা সিটি তে বসবাসকারী মোট সংখ্যা ৪৩৯৪১৪ জন
  6. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বসবাসকারী মোট জনসংখ্যা ৫৯৬৯৫৩৭ জন
  7. ঢাকা দক্ষিণ সিটি তে বসবাসকারী মোট জনসংখ্যা ৪২৯৯৩৪৫ জন
  8. গাজীপুর সিটিতে বসবাসকারী মোট জনসংখ্যা ২৬৭৪৬৯৭ জন
  9. খুলনা সিটিতে বসবাসকারী মোট জনসংখ্যা ৭১৮৭৩৫ জন
  10. মাটিতে বসবাসকারী মোট জনসংখ্যা ৫৭৬৭২২ জন
  11. নারায়নঞ্জ বসবাসকারী মোট জনসংখ্যা ৯৬৭৭২৪ জন
  12. রাজশাহীতে বসবাসকারী মোট জনসংখ্যা ৫৫২৭৯১ জন
  13. রংপুর সিটিতে বসবাসকারী মোট জনসংখ্যা ৭০৮৩৮৪ জন
  14. সিলেট সিটিতে বসবাসকারী মোট জনসংখ্যা ৫৩২৪২৬
  15. শিশু ও মহিলা অনুপাত ৩৩২:১০০০ জন
  16. কর্মক্ষম নির্ভরশীল জনসংখ্যার অনুপাত ১০০:৫২.৬৪ জন
  17. অবিবাহিত মোট জনসংখ্যার ২৮.৬৫%
  18. বর্তমান বিবাহিতদের মোট জনসংখ্যার ৬৫.২৬%
  19. বিধবা মোট জনসংখ্যার ৫.৩১%
  20. তালাকপ্রাপ্ত মোট জনসংখ্যার ০.৪২%
  21. দাম্পত্য বিচ্ছিন্ন মোট জনসংখ্যার ০.৩৭%
  22. ট্যাপ/ পাইপ/ সাপ্লাই ব্যবহারকারী মোট জনসংখ্যার ১১.৭৪%
  23. টিউবওয়েল/ গভীর ও অগভীর ব্যবহারকারী মোট জনসংখ্যার ৮৫.৬৬%
  24. বোতলজাত পানি/ পানির জার ব্যবহারকারী মোট জনসংখ্যার ০.৫৯%
  25. কুপ/ কুয়া ব্যবহারকারী মোট জনসংখ্যার ০.৩৫%
  26. কুকুর/ নদী/ খাল/ ব্যবহারকারী মোট জনসংখ্যার ০.৮৯%
  27. ঝরনা/ ছড়া ব্যবহারকারীর মোট জনসংখ্যার ০.১২%
  28. বৃষ্টির পানি ব্যবহারকারী মোট জনসংখ্যার ০.৪২%
  29. অন্যান্য পানির ব্যবহারকারী মোট জনসংখ্যার ০.২৪%



 বাংলাদেশের মোট জনসংখ্যা

 ১৬ কোটি ৫১লাখ ৫৮ হাজার ৬১৬ জন


 নারীর সংখ্যা

৮কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন


 পুরুষের সংখ্যা

 ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন


 জনসংখ্যার ঘনত্ব

 ২০১১ সাল থেকে ২০২২ বরিসাল


 ২০১১ সাল = ৯৭৬

২০২২সাল =১.১১৯

সাক্ষরতার হার


২০২২ সাল =৭৪.৬৬

২০১১ সাল = ৫১.৭৭

বার্ষিক গড় বৃদ্ধির হার


২০২২ সাল =১.২২

২০১১ সাল =১.৩৭

সূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো Source Bangladesh Statistics bureau



 

জনশুমারি ২০২২ তথ্য অনুযায়ীPopulation census as per info 2022

  •  সবথেকে কম ঘনবসতিপূর্ণ বরিশাল
  •  কম জনসংখ্যা বরিশাল
  •  সাক্ষরতার হার সর্বোচ্চ বরিশাল
  •  শিক্ষিত অশিক্ষিত লোকের অনুপাতে শিক্ষিতের হার বেশি বরিশাল
  •  ডিভোর্সের হার কম বরিশালে
  •  নারী শিক্ষার অগ্রগতি শতাংশ বেশি বরিশালে
  •  শিশু শিশুশ্রমিক কম বরিশাল
  •  প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শতকরা হার বেশি বরিশালে
  •  অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি বরিশালে
  •  মাছ উৎপাদন বেশি বরিশালে

 এছাড়া গলবাল ইন্ডেক্স এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের সবথেকে দূষিত বাতাস বরিশালে পরিবেশ দূষণের হার সবচেয়ে কম বরিশালে সবথেকে বসবাস উপযোগী শহরের মধ্যে বরিশাল যৌথভাবে খুলনা সাথে প্রথম


১৫ই নভেম্বর থেকে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি।

২০২৩ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন কে ছাড়িয়ে যেতে পারে ভারত।


Previous Post
Next Post
Related Posts