বাংলাদেশ সরকারি কর্ম কমিশন স্বাগতম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতা প্রাপ্ত। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরোধ সংস্থা সমূহের মত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানবসম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে কর্মকমিশন দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি কমিশন প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান উপযুক্ত কর্মের এক শাখা থেকে অন্য শাখা পদোন্নতি দান ও বদলি করেন। এর উপর নিয়োগ দান পদ্ধতি বা বদলি করন এর জন্য প্রার্থী উপযোগিতা সম্পর্কে অনুসরণীয় নীতিমালাসমূহ অবসরভাতা অধিকাল ভাতা সহ প্রজাতন্ত্রের কর্মে শর্তাবলী কে প্রভাবিত করে এরূপ বিষয়াদি এবং প্রজাতন্ত্রের কর্মে শৃঙ্খলামূলক বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োগ প্রদান করে থাকে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ ১৯৭২। ২৬/১০/২০১৫
বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স ও যোগ্যতা সরাসরি নিয়োগ ও বিধিমালা ২০১৪ । ১৮/০৯/২০১৪
সরকারী কর্ম কমিশন পরামর্শ প্রবিধিমালা ১৯৭৯ । ২৭/১০/১৯৭৯
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন অধ্যাদেশ ১৯৭৭ । ২৮/১১/১৯৭৭
সরকারী কর্ম কমিশনের সদস্য কর্মের শর্তাবলী আইন ১৯৭৪। ১২/০২/১৯৭৪
পরীক্ষাসমূহ
বিসিএস পরীক্ষা
বিসিএস ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি- বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস কারিগরি পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস আনসার সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস নিরীক্ষা ও হিসাব সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস ও আবগারি সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস মৎস্য কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস খাদ্য সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস কারিগরি পেশাগত
- বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য কারিগরি পেশাগত কেডা
- বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য সাধারণ এবং কারিগরি পেশাগত গেল
- বাংলাদেশ সিভিল সার্ভিস পশুসম্পদ সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস পুলিশ সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস ডাক সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস জনস্বাস্থ্য প্রকৌশল কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস গণপূর্ত কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস রেলওয়ে প্রকৌশল কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস রেলওয়ে পরিবহন বাণিজ্যিক সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস সড়ক ও জনপথ কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস পরিসংখ্যান কারিগরি ও পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস কর সাধারণ ক্যাডার
- বাংলাদেশ কারিগরি শিক্ষা কারিগরি পেশাগত ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস বাণিজ্য সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার
বিসিএসের তিন স্তরবিশিষ্ট পরীক্ষা পদ্ধতি
বিসিএস যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্য সরকারি কর্ম কমিশন তিন স্তরবিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে। প্রথম স্তর ২০০ নম্বরের MCQ Type Preliminary Test,
দ্বিতীয় স্তর: প্রিলিমিনারি টেস্ট কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা
তৃতীয় স্তর: লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা
প্রথম স্তরে : ২০০ নম্বরের MCQ Type Preliminary Test
শূন্যপদে তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল সংখ্যক হয় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য বিসিএস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ এর বিধি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type Preliminary Test প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে ৩৪ তম বিসিএস পরীক্ষা ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো বিসিএস পরীক্ষা বিধিমালা ২০১৪ এর বিধান মতে ৩৫ তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘন্টা সময়ের দশটি বিষয়ের উপর MCQ Type Preliminary Test প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
প্রিলিমিনারি টেস্ট এর বিষয় ও নম্বর বন্টন
- বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
- ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫
- বাংলাদেশ বিষয়াবলী ৩০
- আন্তর্জাতিক বিষয়াবলী ২০
- ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
- সাধারণ বিজ্ঞান ১৫
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
- গাণিতিক যুক্তি ১৫
- মানসিক দক্ষতা ১৫
- নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১০
- সর্বমোট ২০০
পিলিমিনারি টেস্ট এর বিস্তারিত সিলেবাস
- নম্বরের লিখিত পরীক্ষার পাশ নম্বর ৫০%
- পিলিমিনারি টেস্টে কমিশন কর্তৃক ঘোষিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়
- নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাধারণ ক্যাডার এবং কারিগরি পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত
- সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা
- কারিগরি পেশাগত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা
- সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ে বলি নম্বর বন্টন
- বাংলা ২০০
- ইংরেজি ২০০
- বাংলাদেশ বিষয়াবলী ২০০
- আন্তর্জাতিক বিষয়াবলী ১০০
- গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
- সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
- সর্বমোট ৯০০
কারিগরি পেশাগত ক্যাডারে প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন
- বাংলা ১০০
- ইংরেজি ২০০
- বাংলাদেশ বিষয়াবলী ২০০
- আন্তর্জাতিক বিষয়াবলী ১০০
- গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
- পদ সংশ্লিষ্ট বিষয় ২০০
- মোট ৯০০
লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস
পদ সংশ্লিষ্ট job related বিষয়ে পরীক্ষা
যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রমের পরীক্ষা দেবেন তাদেরকে সাধারন ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ে নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।
তৃতীয় স্তর: টিসিএস এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা পাশ নম্বর ৫০ শতাংশ।
বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%
বিসিএস পরীক্ষার সাক্ষাৎকার বোর্ড গঠন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ততা নির্ধারণের জন্য বিসিএস পরীক্ষা বিধিমালার বিধান অনুযায়ী কমিশন নিম্নোক্তভাবে মৌখিক পরীক্ষার বোর্ড গঠন
- কমিশনের চেয়ারম্যান ও সদস্য
- সরকার কর্তৃক মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা
- কমিশন কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ
নন ক্যাডার পরীক্ষা
১০ম ১১তম ও ১৩তম গ্রেডের non-technical পদের লিখিত পরীক্ষার পাশ নম্বর সামগ্রিকভাবে 45% অনুসরণ
২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর প্রথম বিশেষ সবার সিদ্ধান্ত মোতাবেক সরকারি কর্ম কমিশনের মাধ্যমে * যোগ্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নন ক্যাডার টেকনিক্যাল প্রফেশনাল ও নন ক্যাডার টেকনিক্যাল ১০ম ১১তম ও ১৩তম গ্রেট গেজেটেড পদে নিয়োগ পরীক্ষার নীতিমালা সংশোধন ও অধিক যুগোপযোগী করার বিষয়ে কর্ম কমিশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে নন ক্যাডার টেকনিক্যাল প্রফেশনাল ও নন ক্যাডার১০ম ১১তম ও ১৩তম নিয়োগ পরীক্ষার নীতিমালা এবং বিষয়ভিত্তিক সিলেবাস ও মান বন্টন নিম্নরুপ হবে।
১।টেকনিকেল প্রফেশনাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি।
২। নবম গ্রেডের টেকনিকেল প্রফেশনাল পদ্ধতি।
১.১.১.নবম গ্রেডের টেকনিকেল প্রফেশনাল পদের ক্ষেত্রে শূন্যপদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা(১০০০) এক হাজার বা তার কম হলে অনলাইনে রেজিস্ট্রেশন এর পর ২০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন ও সময় নিম্নরূপ।
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- বাংলা ৪০
- ইংরেজি ৪০
- সাধারণ জ্ঞান ৪০
- প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় ৮০
- সর্বমোট ২০০
১.১.২.নবম ৯ম গ্রেডের টেকনিকেল প্রফেশনাল পদের ক্ষেত্রে শূন্যপদের আবেদনকারী প্রার্থীদের সংখ্যা (১০০০০) হাজার এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে প্রথমে ১০০ নম্বরের MCQ এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।
বাছাই পরীক্ষার নম্বর ও সময় স্বরূপ।
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- বাংলা ৪০
- ইংরেজি ৪০
- সাধারণ জ্ঞান ৪০
- সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০
- প্রাসংগিক টেকনিকেল প্রফেশনাল বিষয় ৪০
- সর্বমোট ১০০
১.১. ৩. MCQ ধরনের ভাষায় পরীক্ষায় প্রার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য (১) এক নম্বর পাবেন ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
১.১.৪. পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণের কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
১.১.৫.. MCQ ধরনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুচ্ছেদ ১.১.১.অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
১.১.৬.৯ম নবম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদের প্রার্থীদের অবশ্যই প্রাসঙ্গিক টেকনিকেল প্রফেশনাল বিষয়ে লিখিত পরীক্ষায় ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে কোন প্রার্থী টেকনিকেল প্রফেশনাল বিষয়ে ৩০% এর কমন নাম্বার পেলে উক্ত প্রার্থী লিখিত পরীক্ষায় সাময়িকভাবে অকৃতকার্য বলে গণ্য হবেন তবে লিখিত পরীক্ষায় টেকনিকেল প্রফেশনাল বিষয় ব্যতীত অন্য কোন বিষয়ে ২৫% এর কম নম্বর পেলে প্রার্থী উক্ত বিষয়ে কোন নম্বর পাননি মর্মে গণ্য হবেন ।
উপউক্তি শর্তপূরণ সাপেক্ষে সামগ্রিকভাবে সকল বিষয়ে গড়ে ৪৫% নম্বর পেলে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিবেচিত হবেন
১.১.৭. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে( Applicant Copy (online Form)গ্রহণ করা হবে
১.১,৮. মৌখিক পরীক্ষার নম্বর হবে নিম্নরূপ ।
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
নবম গ্রেডের টেকনিকেল প্রফেশনাল পরীক্ষা হবে ১০০ নম্বরের পাস নম্বর হবে ৪৫।
১.১.৯. লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হবেন।
১.২. ১০ম ১১তম ও ১৩ তম গ্রেডের টেকনিকেল প্রফেশনাল পদ।
১.২.১ ১০ম ১১তম ও ১৩তমগ্রেডের টেকনিকেল প্রফেশনাল পদের ক্ষেত্রে শূন্যপদে আবেদনকারী প্রার্থী সংখ্যা এক হাজার বা তার কম হলে অনলাইনে রেজিস্ট্রেশন এর পর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন ও সময় নিম্নরূপ।
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- বাংলা ৪০
- ইংরেজি ৪০
- সাধারণ জ্ঞান ৪০
- প্রসঙ্গিক টেকনিকেল প্রফেশনাল বিষয় ৮০
- সর্বমোট ২০০
১.২.২. ১০ম ১১তম ১২তম ও ১৩তমগ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদের ক্ষেত্রে শূন্যপদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে প্রথমে ১০০ নম্বরের mcq ধরনের
বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে বাছাই পরীক্ষার নম্বর বন্টন ও সময় নিম্নরূপ
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- বাংলা ৪০
- ইংরেজি 4৪০
- সাধারণ জ্ঞান ৪০
- সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০
- প্রাসংগিক টেকনিকেল প্রফেশনাল বিষয় ৪০
- সর্বমোট ১০০
২.৩. Mcq ধরনের বাছাই পরীক্ষা প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবে ভুল উত্তরের পাবেন ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তর এর জন্য 0.৫০ নম্বর কাটা যাবে।
১.২.৪ বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতজ্ঞতা নির্ধারণের কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১.২.৫ Mcq ধরনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুচ্ছেদ ১.২.১ অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
১.২. ৬ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে ( Applicant Copy (online Form)গ্রহণ করা হবে।
১.২.৭ মৌখিক পরীক্ষার নম্বর হবে নিম্নরূপ।
১০ম ১১তম ১২তম ও ১৩তম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পরীক্ষা হবে ৫০ নম্বরের পাশ নম্বর 40
২.০ নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে পদ্ধতি।
২.১ ৯ম নবম গ্রেডের non-technical পদ।
২. ১.১ নবম গ্রেডের non-technical পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা নির্বিশেষে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে ।
বাছাই পরীক্ষা নম্বর বন্টন ও সময় নিম্নরূপ
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
বাংলা ৫০
ইংরেজি ৫০
সাধারণ জ্ঞান ৫০
গণিত ও মানসিক দক্ষতা ৫০
সর্বমোট ২০
পরীক্ষার সময় ৪ ঘন্টা পাশ নম্বর ৪৫ %
২.১.২ নবম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা নির্বিশেষে আবেদনকারীর প্রার্থীর সংখ্যা 1 হাজার এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।
বাছাই পরীক্ষার নম্বর বন্টন ও সময় নিম্নরূপ
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- বাংলা ২৫
- ইংরেজি ২৫
- সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২৫
- গণিত ও দৈনিন্দন বিজ্ঞান২৫
- সর্বমোট ১০০
২.১.৩ MCQ ধরনের বাছাই পরীক্ষায় প্রার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক (১) নম্বর পাবেন ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
২.১.৪ বাসায় পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
২.১.৫ Mcq ধরনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুচ্ছেদ ২১১অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
২.১.৬ নবম গ্রেডের নন-টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষায় পাশ নম্বর গড়ে ৪৫% শতাংশ এবং মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ঘরে ৪৫% তবে লিখিত পরীক্ষায় কোন বিষয়ে ২৫% এর কম নম্বর পেলে প্রার্থী উক্ত বিষয়ে কোন নম্বর পাননি মর্ম গণ্য করা হবে।
২.১.৭ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে ( Applicant Copy (online Form)গ্রহণ করা হবে।
২.১.৮মৌখিক পরীক্ষার নম্বর হবে নিম্নরূপ।
নবম গ্রেডের non-technical ১০০ নম্বরের পরীক্ষা হবে পাশ নম্বর হবে ৪৫।
২.১.৯ ট্রাফিকের লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হবেন ।
২.২ ১০ম ১১তম ১২তম ও ১৩তম গ্রেডের নন টেকনিক্যাল পদ ।
২.২.১ ১০ম ১১তম ১২তম ও ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে 0 পদ সংখ্যা নির্বিশেষে আবেদনকারী প্রার্থী সংখ্যা(১০০০) এক হাজার বা তার কম হলে অনলাইনে রেজিস্ট্রেশন এর পর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে
লিখিত পরীক্ষার নম্বর বন্টন নিম্নরুপ
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- বাংলা ৫০
- ইংরেজি ৫০
- সাধারণ জ্ঞান ৪০
- গণিত ও মানসিক দক্ষতা ৬০
- সর্বমোট ২০০
২.২.২. ১০ম ১১তম ১২তম ও ১৩তমগ্রেডেরনন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।
বাছাই পরীক্ষার নম্বর বন্টন নিম্নরুপ
- বাংলা ২৫
- ইংরেজি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২৫
- গণিত ও বিজ্ঞান সর্বমোট ১০০
- সময় ১ ঘন্টা
২.২.৩ Mcq ধরনের বাছাই পরীক্ষার প্রার্থীগণ প্রতিটি শুধু উত্তরের জন্য এক (১) নম্বর পাবেন ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
২.২.৪ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণের কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
২.২.৫ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুচ্ছেদ ২২১ অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
২.২.৬ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে ( Applicant Copy (online Form) গ্রহণ করা হবে।
২.২.৭ মৌখিক পরীক্ষার নম্বর হবে নিম্নরূপ
১০ম ১১তম ১২তম ও ১৩তম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পরীক্ষা হবে ৫০ নম্বরের পাশ নম্বর ৪০
৩.০ ১০ম ১১তম ১২তম ও ১৩তম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল ও নন টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস নম্বর বন্টন
৩.১ ৯ম ১০তম ও ১৩তম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনালপদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বন্টন ।
বাংলা পূর্ণমান ৪০
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
- রচনা ১৫
- সারাংশ সারমর্ম৫
- পত্র লিখন ব্যক্তিগত পত্র আবেদন পত্র পত্রিকায় প্রকাশের নথিপত্র ব্যবসা সংক্রান্ত প্রত্যয়ন পত্র স্মারক লিপি ৫
- বঙ্গানুবাদ ৫
- ব্যাকরণ ভাষার সংজ্ঞা ভাষার রূপ সাধু ভাষা ও চলিত রীতি যুগ দেশি ও বিদেশি শব্দ ণত্ব বিধান ও ষত্ব বিধানের সংজ্ঞা ও নিয়মাবলী দ্বিরুক্ত শব্দ পদ ধাতু উপসর্গ অনুসর্গ প্রকৃতি ও প্রত্যয় যতি বিরাম চিহ্ন শুদ্ধ ও অশুদ্ধ বাগধারা বাক্য সংকোচন প্রতিশব্দ সমার্থক শব্দ প্রায় সমোচ্চারিত শব্দ একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ ১০।
ইংরেজি
Essay (With hints)15
Letter: Official Demi-Official/Memorandum/ Business Type.05
Comprehension 10
Grammar: Use of Verb , Preposition, Voice, Narration, Correction of errors in composition, use of words having similar pronunciation but conveying different meaning use of idioms and phrases.10
সাধারণ জ্ঞান
- বাংলাদেশের বিষয়াবলী ১৫
- বাংলাদেশ সংবিধান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জনসংখ্যা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস শিল্প ও সাহিত্য প্রকৃতি ও খনিজসম্পদ জলবায়ু পরিবেশ বাংলাদেশের উন্নয়নে কৃষি শিল্প বাণিজ্য অবদান উন্নয়ন পরিকল্পনা
- আন্তর্জাতিক বিষয়াবলী ১৫
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জাতিসংঘের অঙ্গ সংগঠন মূলক বিশ্বের বিখ্যাত ব্যক্তি প্রতিষ্ঠা ও স্থানসমূহ
- বিজ্ঞান ও প্রযুক্তি১০
- বিজ্ঞান বায়ু বিদ্যুৎ আলো চুম্বক খাদ্যের উপাদান একজন কম্পিউটার
- নন ক্যাডার নবম-দশম থেকে 13 তম গ্রেডের non-technical পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক ওমান বন্টন নিম্নরূপ
- বাংলা পূর্ণমান ৫০
- রচনা ১৫
- সারাংশ সারমর্ম ৫
- পত্র লিখন ও ব্যক্তিগত পত্র আবেদন পত্র পত্রিকার প্রকাশক কে পত্র ব্যবসাসংক্রান্ত পত্র স্মারক লিপি 10
- বাংলা অনুবাদ ৫
- ব্যাকরণ ভাষার সংজ্ঞা ভাষার রূপ সাধু ভাষা ও চলিত ভাষারীতি রূপান্তর দেশি ও বিদেশি শব্দ ণত্ব বিধান ও ষত্ব বিধানের সংজ্ঞা ও নিয়মাবলী দ্বিরুক্ত শব্দ উপসর্গ অনুসর্গ প্রকৃতি ও প্রত্যয় যদিবা বিরাম চিহ্ন শুদ্ধ ও অশুদ্ধ বাগধারা বাক্য সংকোচন প্রতিশব্দ সমার্থক শব্দ সমোচ্চারিত শব্দ একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ ১৫
ইংরেজি
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
Essay (With hints)15
Letter: Official Demi-Official/Memorandum/ Business Type.05
Comprehension 10
Grammar: Use of Verb , Preposition, Voice, Narration, Correction of errors in composition, use of words having similar pronunciation but conveying different meaning use of idioms and phrases.10
সাধারণ জ্ঞান পূর্ণমান 40
- বাংলাদেশ বিষয়াবলী
- বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ভৌগলিক অবস্থান জনসংখ্যা মুক্তিযুদ্ধ ইতিহাস শিল্প-সাহিত্য ও প্রকৃতি ও খনিজ সম্পদ পরিবেশ বাংলাদেশ উন্নয়ন কৃষি শিল্প বাণিজ্য অবদান উন্নয়ন পরিকল্পনা
- আন্তর্জাতিক বিষয়াবলী
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জাতীয় সংঘ ও এর অঙ্গসংগঠন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ গ্লোবালাইজেশন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা বিশ্ব বিখ্যাত ব্যক্তি প্রতিষ্ঠান স্থানসমূহ
গণিত ও মানসিক দক্ষতাপূর্ণমান ৬০
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
পাটিগণিত সেট ও সংখ্যা সরল কর লাভ ক্ষতি শতকরা সুদকষা ক্ষেত্রফল অনুপাত সমানুপাত
বীজগণিত বর্গ ও ঘন এর সূত্র এবং এর ব্যবহার লসাগু গসাগু উৎপাদকে বিশ্লেষণ সমাধান মান নির্ণয় ইত্যাদি
জ্যামিতি প্রাথমিক ধারণা ও সংজ্ঞা রেখা বিন্দু কোন ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কিত বিষয়াদি ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত বিষয়াদি ত্রিকোণমিতি ইত্যাদি
মানসিক দক্ষতা।
যে সকল পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা সুনিদৃষ্ট পরীক্ষা পদ্ধতি উল্লেখ রয়েছে সে সকল পদের ক্ষেত্রে উক্ত পরীক্ষা পদ্ধতি অনুসরণ পূর্বক নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে তবে প্রার্থীর সংখ্যা 1 হাজার এর বেশী হলে অনলাইনে রেজিস্ট্রেশন এর পর টেকনিক্যাল পদের জন্য অনুচ্ছেদ১২ /১২ অনুযায়ী এবং নন টেকনিক্যাল পদের জন্য অনুচ্ছেদ ২১২/২২২ অনুযায়ী বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।
জাতীয় পদের সংখ্যা নির্বিশেষে এবং জরুরি প্রয়োজনে কমিশনের তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ পূর্বক কমিশন কর্তৃক ১৫ নির্ধারণের পদ্ধতি তে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবে।
উচ্চ পদে পদে নিয়োগের ক্ষেত্রে ২০০৯ তারিখে বাস ককস নন ক্যাডার ৩/২০০৭/১১/৫০ নম্বর অফিস আদেশ অপরিবর্তিত থাকবে।
টেকনিকেল প্রফেশনাল পদের ব্যাখ্যা
কোন পদের অনুমতি নিয়োগবিধি তে পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত নির্দিষ্ট বিষয়ের উল্লেখ থাকলে সে সকল পথ টেকনিকেল প্রবেশ পথ হিসেবে গণ্য হইবে।
তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাক্তন সংস্থার মন্ত্রণালয়প্রাক্তন সংস্থাপন মন্ত্রণালয় ০১.০৪.২০০১ তারিখে সম এমপি ৮৬ / ২০০০-১২৫ নম্বর অফিস আদেশ উল্লেখিত বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের পদ সমূহ টেকনিকেল প্রফেশনাল হিসেবে গণ্য হইবে।
নীতিমালা
এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে এ নীতিমালা কার্যকর হওয়ার তারিখ হইতে কমিশন সচিবালয় ৬ জুলাই ২০১১ তারিখে ৮০.৪০৬.০১৮.০০.০০. ০২০.২০১০-১৮২ নম্বর অফিস আদেশ ৮ এপ্রিল ২০১২ তারিখে ৮০.৪০৬.০১৮.০০.০০. ০২০.২০১০-২৫০নম্বর অফিস আদেশ এবং ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে ৮০.০০.০০০০.৪ ০৬.১৮.০০৫.৩৪(১০০)নম্বর অফিস আদেশ বাতিল বলে গণ্য হবে ।
Departmental Examination
There is 26 different Cadres of the Bangladesh civil section. Every officer of the entry level posts of cadre service must qualify in a departmental exaimination conducted by the public Service Commission. The BPSC also conducts departmental examinations for certain categories of non cadre services. The examination is held twice a year, preferably in June and December.
Senior scaie examination
There are 26 different cadres of the Bangladesh civil service every officer after being confirmed to the cadre post has to qualify in a senior scale examination for promotion to a senior post. This examination is also conducted by the public service combination . The examination is held twice a year. in February & August.
অনলাইনে রেজিস্ট্রেশন/ ফলাফল
পরীক্ষাসমূহের নোটিশ ও ফলাফল
বিজ্ঞপ্তি
নীতিমালা ও প্রকাশনা
ফরমসমূহ
প্রাক চাকুরী বৃত্তান্ত যাচাই ফরম
তথ্য অধিকার ও অন্যান্য সেবা
তথ্য অধিকার সংক্রান্ত অন্যান্য তথ্য
জাতীয় শুদ্ধাচার কৌশল