প্রশিক্ষণকালীন সময়ের জন্য প্রশিক্ষণ ভাতার হার দৈনিক

 


প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণকালীন সময়ের জন্য প্রশিক্ষণ ভাতা প্রদান করা হলে দৈনিক ভাতা প্রাপ্য হবেন না অর্থাৎ প্রশিক্ষণ শেষে একই সাথে দুটি সুবিধা দাবী করা যাবে না। প্রশিক্ষণ ভাতা না পেলে দৈনিক ভাতা পাওয়া যাবে। প্রশিক্ষণ ভাতা পেলে অবশ্যই দৈনিক ভাতা দাবী করা যাবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয়

  অধিশাখা - ২২ উন্নয়ন-৩

 নং-৩৭.০২.০০০০ .০৮৩.২০.০১৪.১৪খন্ড১-২৩৯ তারিখ ১৬ মে ২০১৬


বিষয় : ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির বাজেট অনুমোদন।


 সূত্র: মাউশি/ সে সি প/ এস পি এস ইউ/২-২৫০/ ট্রেনিং- ওয়াকসপ পাট-২/২০১৫ /৩৪৮ তারিখ ২৮ এপ্রিল ২০১৬।


উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর প্রস্তাবের আলোকে পিডিপিতে উল্লেখিত নির্দেশনা ও প্রচলিত আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ পূর্বক ব্যয় করার শর্তে উক্ত প্রোগ্রামের আওতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন মোট ৪৭২,০৭৫,০০০ সাতচল্লিশ কোটি বিশ লক্ষ পচাওর হাজার টাকা মাত্র বাজেট নিম্নোক্ত ষত্ব বিধান অনুযায়ী অনুমোদন করা হলো।


 আয়োজক ৬৪ টি জেলা শিক্ষা অফিস সমগ্র বাংলাদেশ।




 মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা ৬০০০০ হাজার।



Previous Post
Next Post
Related Posts