খুলনা জেলার রুপসা থানা বিস্তারিত সাধারণ তথ্যাবলী Details of khulna Districts at Rupsha
ঐতিহাসিক পটভূমি ও প্রশাসনিক ইতিহাস
বাংলা দক্ষিণাঞ্চলে গাঙ্গেয় উপদ্বীপ বলে পরিচিত একাধিক নদী পুরো স্থলভূমি কে অসংখ্য দ্বীপ উপদ্বীপে পরিণত করেছে নানা প্রকৃতি উথান পতন ও জোয়ার ভাটার নদী ভেঙেছে চর পড়েছে প্লাবিত হয়েছে জমির জেগে উঠেছে নতুন নতুন স্থলভূমি।
এ সময় দক্ষিণ অঞ্চলের নাম ছিল নানা ভাগে বিভক্ত ছিল এ অঞ্চল চন্দ্রদ্বীপের পূর্বদিক বাগেরহাট অধিকাংশ অঞ্চল রাঙ্গ দ্বীপ রাঙ্গুনিয়া ও রাঙ্গুদিয়া ও মধুদ্বীপ মধুদিয়া পর্যন্ত বিস্তৃত ছিল বর্তমান রূপসা উপজেলা ছিল উপদ্বীপের সাথে সংযুক্ত পুরো অঞ্চল ছিল সুন্দরবনের অংশ।
খুলনা নামের উৎপত্তি ও রূপসার স্থান
অতীতকাল থেকে এ অঞ্চলের মানুষ সুন্দর বন থেকে কাঠ সংগ্রহ করত প্রয়োজন হতো তা আসতো সুন্দর বন থেকে কাঠ সংগ্রহ কারী ভাওয়ালী গুষ্টির ছাড়াও মধু আহরণ করতে ক্ষুদ্র একটি জড়িত ছিল প্রচুর মাছ ছিল সুন্দরবনের তবে সেখান থেকে ব্যবসায়িক ভিত্তিতে মাছ আহরণের চিন্তা অতীতে ছিল তবে সুন্দরবনের শেষ সীমা নয়াবাদ নামে এক জায়গা তারা স্থানীয় বসতি গড়ে তোলা নতুন ছিল এটা ভৈরব নদী সেনেরবাজার কে উত্তরে ফেলে পূর্ব মোড় নিয়েছে সেখানে একটা ছিল জায়গা সেখান থেকে সুন্দরবনের প্রবেশের জন্য অপেক্ষা করতো নৌবহর রাতে কেউ নৌকা খুলতে চাইলে বনদেবী ধারণ করত বলত খুলনা খুলনার নামের উৎপত্তি থেকেই বলে অনেকের ধারণা তবে খুলনা নামের সূচনা নিয়ে আরো একটি গ্রহণযোগ্য কিংবদন্তি আছে তাহলে অতীতে ধনপতি নামে 110 বাস করতেন এ অঞ্চলে তার দুই স্ত্রী খুলনা সন্তান হবে ঈর্ষা পরায়ন ছিলেন রাজ্যের গেলে খুলনাকে কষ্ট দিতেন অন্যদিকে অপর সুন্দরী ছিলেন এজন্য দুঃখের সীমা ছিল না তার অবশ্য ধনপতি প্রচন্ড ভালোবাসতেন ফুল্ল নাকি তার নামে ভৈরবের পারে খুলনা শরি মন্দির গড়ে তোলে এখন থেকে প্রায় 200 বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে যায় তারপর থেকেই ওই গ্রামের নাম হয় খুলনা পরবর্তীতে কিসমত খুলনা দেখা যাচ্ছে খুলনা নামের উৎপত্তি নিয়ে দুটো কিংবদন্তি বর্তমান উপজেলা অঞ্চলে প্রচলিত রয়েছে।
রুপসা নামের উৎপত্তি
রুপসা উপজেলা ইতিহাস এতে জড়িত বস্তত ব্যবসা কেন্দ্র হিসেবে খুলনার যাত্রা ভৈরব কে কেন্দ্র করে ভৈরব দক্ষিণ অঞ্চলের সবচেয়ে দীর্ঘ নদী এসময় ভয়ঙ্কর মূর্তি ছিল এই নদীর এবং সেই তান্ডব রুপসা আর নেই ভৈরবের উৎপত্তি এই রূপসায় মালদহের মধ্য দিয়ে শ্রুতকীর্তি সেখানে পদ্মায় পড়েছে তার উল্টো দিক থেকে ভৈরব শুরু কিছু দূরে এসে জঙ্গলি নদীর সাথে মিশে পরে আবার মুক্ত হয়ে মেহেরপুর দর্শনা কোটচাঁদপুর ও যশোর হয়ে এসেছে খুলনায় শেয়ারবাজারকে বাইরে ফেলে ঘুরে গেছে পূর্বের দিকে দক্ষিণের নদী খুলনার পূর্বদিকে বিল পর্যন্ত বিস্তৃত পশ্চিমে বিল পাবনা থেকে উল্লেখিত একটা খাল দক্ষিণের নদী নিয়ার মিশে।
রূপসা উপজেলার ঐতিহ্য সমূহ নিম্নরূপ
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লার সমাধি অবস্থান রুপসা ঘাট সংলগ্ন এলাকার ৩নং নৈহাটি ইউনিয়ন রুপসা খুলনা বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত।
কবিগুরু রবীন্দ্রনাথ এর পুরুষেরা গ্রাম পিঠাভোগ ৫নং ঘাটভোগ ইউনিয়ন রুপসা খুলনা বিশ্বকবি উপাধি ভূষিত কবিগুরুর নোবেল বিজয়ী।
রূপসা নদীর উপর অবস্থিত খানজাহান আলী সেতু গ্রাম জাবুসা ৩নং নৈহাটি ইউনিয়ন রুপসা খুলনা রূপসা উপজেলা সর্ববৃহৎ সেতু জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম।
ভৈরব নদী ৪নং টি এস বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ রুপসা খুলনা যা পূর্বে বাংলাদেশের সর্ববৃহৎ নদী গুলোর মধ্যে একটি।
বিপুল সংখ্যক সী ফুডস মাছ কোম্পানি রুপসা ঘাট সংলগ্ন এলাকা ৩নং নৈহাটি ইউনিয়ন রুপসা খুলনা বিশ্বের বিভিন্ন দেশে মৎস্য রপ্তানি করে বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা আয় করে থাকে যা অর্থনীতিতে অন্যতম উৎস।
মানচিত্রে রুপসা উপজেলা
রুপসা উপজেলা
রূপসা উপজেলার মানচিত্র
রূপসা উপজেলার তথা খুলনার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত ব্যবসা কেন্দ্র হিসেবে খুলনার যাত্রা ভৈরব কেন্দ্র করেই ভৈরব দক্ষিণ অঞ্চলের সবচেয়ে দীর্ঘ নদী একসময় ভয়ঙ্কর মূর্তি ছিল এই নদীর এবং সেই তান্ডব রুপসা আর নেই ভৈরব এর উৎপত্তি মালদহের মধ্য দিয়ে শুধু কীর্তি যেখানে পদ্মায় পড়েছে তার উল্টো দিক থেকে ভৈরবের শুরু কিন্তু দূর থেকে এসে জঙ্গলি নদীর সাথে মিশে পরে আবার মুক্ত হয়ে মেহেরপুর দর্শনা কোটচাঁদপুর ও যশোর হয়ে এসেছে খুলনায় সেনেরবাজার কে বাহিরে ঘুরে গেছে পূর্বদিকে দক্ষিনে পরশু নদীর খুলনার পূর্বদিকে বিল পর্যন্ত বিস্তৃত পশ্চিমবাংলা থেকে উল্লেখিত একটা খাল দক্ষিনে ময়ূর নদীতে মিশে কালের আবর্তনে ভৈরব 18 রূপসা নদীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী রূপসা উপজেলার মানচিত্র রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান রাস্তাঘাট নদনদী ইউনিয়ন পরিষদ সহ যাবতীয় তথ্য সহজে চিহ্নিত করতে সাহায্য করবে ।
খুলনা জেলার রুপসা থানা বিস্তারিত সাধারণ তথ্যাবলী
Details of khulna Districts at Rupsha
জেলা খুলনা
উপজেলা রুপসা
- জেলা সদর হতে দূরত্ব ০৮কিমি
- আয়তন ১২০.১৫ বর্গ কিলোমিটার
- জনসংখ্যা ১,৬৭,৬০৪ জন
- পুরুষ ৮৬,১৭৬ জন
- মহিলা ৮১,৮২৮ জন
- লোকসংখ্যার ঘনত্ব ৫৪৪ প্রতি বর্গ কিলোমিটারে
- মোট পরিবার (খানা) ৩৪,৩৫৯ জন
- নির্বাচনী এলাকা ১০৪ খুলনা তেরখাদা
- গ্রামের সংখ্যা ৭৮টি
- মৌজা ৬৪টি
- ইউনিয়ন ৫টি
- মসজিদ ১৭৫টি
- মন্দির ৫৬টি
- নদী পথ ৪১ কিমি নদী)
- হাট-বাজার ১১টি
- ব্যাংক শাখা ১১টি
- পোস্ট অফিস সাব পোস্ট অফিস ৩৩টি
- টেলিফোন এক্সচেঞ্জ ০১টি
- ক্ষুদ্র ও কুটির শিল্প ৮৮২টি
- বৃহৎ শিল্প ০৫টি
খুলনা জেলাদিন রুপসা উপজেলায় মোট কয়টি ইউনিয়ন আছে সেগুলো হলোর চেয়ারম্যানের নাম সহ বিস্তারিত দেওয়া হল।
Details of khulna Districts at Rupsha
রুপসা উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে
রূপসা উপজেলার ইউনিয়ন গুলোর নাম
- ১নং আইচগাতী ইউনিয়ন
- ২নং শ্রীফলতলা ইউনিয়ন
- ৩নং নৈহাটি ইউনিয়ন
- ৪নং টি এস বাহিরদিয়া
৫নং ঘাটভোগ ইউনিয়ন
জনপ্রতিনিধিদের তালিকা ও
রূপসা উপজেলার চেয়ারম্যান গুলোর নাম ও মোবাইল নাম্বার
- জনাব আব্দুস সালাম মুর্শিদী সংসদ সদস্য খুলনা ৪
- জনাব মোঃ কামাল উদ্দিন চেয়ারম্যান উপজেলা পরিষদ রুপসা ০১৯২৫৫৩১ ৭৫২
- জনাব মোঃ আব্দুল্লাহ জুবায়ের ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রুপসা
- জনাব ফারহানা আফরোজ ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রুপসা
- জনাব আশরাফুজ্জামান বাবুল চেয়ারম্যান ১নং আইচগাতী ইউনিয়ন
- জনাব ইসহাক সরদার চেয়ারম্যান২নং শ্রীফলতলা ইউনিয়ন
- জনাব কামাল হোসেন বুলবুল চেয়ারম্যান ৩নং নৈহাটি ইউনিয়ন
- জনাব জাহাঙ্গীর শেখ চেয়ারম্যান ৪নং টিএসবি ইউনিয়ন
- জনাব সাধন অধিকারী চেয়ারম্যান ৫নং ঘাটভোগ ইউনিয়ন
রুপসা উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও তার উদ্যোক্তা সমূহের নামের তালিকা।
- ১নং আইচগাতী ইউনিয়ন
- ২নং শ্রীফলতলা ইউনিয়ন
- ৩নং নৈহাটি ইউনিয়ন
- ৪নং টি এস বাহিরদিয়া
৫নং ঘাটভোগ ইউনিয়ন
রুপসা উপজেলার সকল কৃষি সংক্রান্ত
Details of khulna Districts at Rupsha
- মোট জমির পরিমাণ ২২,৮৩৩ হেক্টর
- নীট ফসলী জমি ১৭,৫৪০ হেক্টর
- মোট ফসলী জমি ৩০,১৪৩
- এক ফসলী জমি ৩১,০০০
- দুই ফসলী জমি ৫,২৬৬
- তিন ফসলী জমি ৮,১২৮
- গভীর নলকূপ ১৩৮টি
- অ- গভীর নলকূপ ২,৭২৩টি
- শক্তি চালিত পাম্প ৫৮৮টি
- বস্নক সংখ্যা ৪৪টি
- বাৎসরিক খাদ্য চাহিদা ৮৮,২৬৭ মেট্রিক টন
- নলকূপের সংখ্যা ৫,২৭৬টি
রুপসা উপজেলার সকল শিক্ষা সংক্রান্ত
Details of khulna Districts at Rupsha
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৬টি
- মাধ্যমিক বিদ্যালয় ১৬টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০২টি
- উচ্চ বিদ্যালয় সহ শিক্ষা ৬৫%
- উচ্চ বিদ্যালয় বালিকা ৫৩টি
- দাখিল মাদ্রাসা ০৬টি
- ফাজিল মাদ্রাসা -- 3
- কামিল মাদ্রাসা ০২টি
- কলেজ সহপাঠ –
- শিক্ষার হার ৬৫%
রুপসা উপজেলার প্রাথমিক সরকারি স্কুল গুলোর নাম
রুপসা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য সমূহ নিম্নে দেওয়া হল ।
ইউনিয়ন পরিষদের মোট কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় প্রত্যেকটি ওয়ার্ড এর ২টি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এছাড়াও এখানকার জনগণ বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেন।
রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নিচে দেওয়া হল
১। আদর্শ প্রাথমিক বিদ্যালয় রুপসা খুলনা
২। থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় রুপসা খুলনা
৩। সরকারি প্রাথমিক বিদ্যালয় রুপসা খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ভিত্তিক তথ্য নিচে দেওয়া হল
দুর্জ্জনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৩টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪ জন
- মোট ছাত্র ছাত্রী ১০৭ জন
- ঝরে পড়ার হার ০০%
শোলপুর যুগিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নিম্নে দেওয়া হল
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৩টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১১০ জন
- ঝরে পড়ার হার ৫৬%
বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নিম্নে দেওয়া হল
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৪টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৩ জন
- মোট ছাত্র ছাত্রী ১১০ জন
- ঝরে পড়ার হার ০০%
দেয়াড়া রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নেওয়া হলো
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৪টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১১০ জন
- ঝরে পড়ার হার ৮%
রাজাপুর রেজি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নিম্নে দেওয়া হল
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৬টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১৪০ জন
- ঝরে পড়ার হার ৫৬%
সিংহের চর রেজি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নির্মিত হলে
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৬টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১৬০ জন
- ঝরে পড়ার হার ৫৬%
সবুরুন্নেছা রেজি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নির্মিত হলো
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৭টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ৪০৮ জন
- ঝরে পড়ার হার ৫%
দেয়াড়া আদর্শ রেজি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নিম্নে দেওয়া হল
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৩টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১১০ জন
- ঝরে পড়ার হার ৫%
বাহাদুর রেজি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নিম্নে দেওয়া হল
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৩টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪ জন
- মোট ছাত্র ছাত্রী ১০৪ জন
- ঝরে পড়ার হার ৫৬%
জে বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নির্মিত হলো
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৩টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১১৯ জন
- ঝরে পড়ার হার ৪%
ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য নিম্নে দেওয়া হল
অবকাঠামোগত তথ্য
- স্কুল ভবন পাকা
- শ্রেণি ৩টি
- খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
- ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
- ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা অপর্যাপ্ত
- অন্যান্য উপকরণ ফিলিপ চার্ট
- মোট শিক্ষক ৪জন
- মোট ছাত্র ছাত্রী ১৪০ জন
- ঝরে পড়ার হার ০০%
মানচিত্রে রুপসা উপজেলা
কালের আবর্তনে আঠারোবাকি ও চিত্রা নদীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী রুপসাউপজেলার মানচিত্র যা রুপস উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান রাস্তাঘাট নদনদী ইউনিয়ন পরিষদ যাবতীয় তথ্য এক নজরে সহজে চিহ্নিত করতে সাহায্য করবে
রুপসা উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১টি
- উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৪টি
- বেডের সংখ্যা ৫০টি
- ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ৩৭টি
- কর্মরত ডাক্তারের সংখ্যা ৩৪টি
- সিনিয়র নার্স এর সংখ্যা ১৩ জন কর্মরত আছে পদ আছে ১৫টি
- সরকারি নার্স ০১ টি
রুপসা উপজেলা ভূমি ও রাজস্ব সংক্রান্ত Details of khulna Districts at Rupsha
সহকারী কমিশনার ভূমি উপজেলা ভূমি অফিস রুপসা খুলনা কার্যালয়ের ১৯৯৫- ৯৮সুমনের নিরীক্ষায় পরিলক্ষিত একটি গুরুত্ব আর্থিক অনিয়ম সংক্রান্ত অনুচ্ছেদ ১৫.১১- ০৭-২০১৭ সহকারী কমিশনার ভূমি উপজেলা অফিস রুপসা খুলনা কার্যালয় ১৯৯৫-৯৮ সনের নিরীক্ষায় পরিলক্ষিত একটি গুরুত্ব আর্থিক অনিয়ম সংক্রান্ত অগ্রিম অনুচ্ছেদ ১৫.১১- ০৭-২০১৭
- মৌজা ৬৪টি
- ইউনিয়ন ভূমি অফিস ১৫টি
- পৌর ভূমি অফিস ০১টি
- খাস জমি ১২৯০.৬১ একর
- কৃষি ১৬৭.৩৯
- অকৃষি ১৫২৩.২২
- বন্দোবস্তযোগ্য কৃষি ১৪.৭১
- বাৎসরিক ভূমি উন্নয়ন কর দাবি সাধারণ ২৭.৩১২ /সংস্থা ১.৮৮.০৪ .৭৪৭
- বাৎসরিক ভূমি উন্নয়ন কর আদায় ২৭,৩১২ মাসে আদায়
- হাট বাজারের সংখ্যা ৩৪টি
রুপসা উপজেলা যোগাযোগ সংক্রান্ত
- পাকা রাস্তা ১৪৭ .০০ কিলোমিটার
- অর্ধ পাকা রাস্তা ৮.০০কিলোমিটার
- কাঁচা রাস্তা ৩৪৪কিলোমিটার
- ব্রিজ কালভার্ট এর সংখ্যা ৪৬৬ টি
- নদীর সংখ্যা ০২টি
রুপসা উপজেলা পরিবার পরিকল্পনা
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১১টি
- পরিবার পরিকল্পনা ক্লিনিক ০১টি
- এমসিএইচ এম সি এইচ ইউনিট ০১টি
- সক্ষম দম্পতির সংখ্যা ৮৪,৮৩৩ জন
রুপসা উপজেলা মৎস্য সংক্রান্ত
- পুকুরের সংখ্যা ৭,৪৫৪টি
- মৎস্য বীজ উৎপাদন খামার সরকারি০১টি
- মৎস্য বীজ উৎপাদন খামার বেসরকারি ০৬টি
- বাৎসরিক মৎস্য চাহিদা ৬,১৮০ টন
- বাৎসরিক মৎস্য উৎপাদন ৫,৫১৩ টন
রুপসা উপজেলা প্রাণিসম্পদ
- উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র
- পশু ডাক্তারের সংখ্যা
- পয়েন্ট সংখ্যা
- উন্নত মুরগির খামারের সংখ্যা
- লেয়ার৮০০ মুরগির ঊর্ধ্বে 10 থেকে 49 টি মুরগি আছে এরূপ খামার
- গবাদি পশুর খামার
- বয়লার মুরগির খামার
রুপসা উপজেলা সমবায় সংক্রান্ত
- কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ
- মুক্তিযুদ্ধ সমবায় সমিতি লিঃ
- ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ
- বহুমুখী সমবায় সমিতি লিঃ
- মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ
- যুব সমবায় সমিতি লিঃ
- / আবাসন বহুমুখী সমবায় সমিতি
- কৃষক সমবায় সমিতি লিঃ
- পুরুষত্বহীন সমবায় সমিতি লিঃ
- মহিলা সমবায় সমিতি লিঃ
- ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
- সমবায় সমিতি লিঃ
- সমবায় সমিতি