চিকিৎসা ভাতা কিভাবে গ্রহণ করা যায়,আপনার পরিবারের কোন কোন সদস্য চিকিৎসা ভাতা নিতে পারবেন

 


চিকিৎসা ভাতা কিভাবে গ্রহণ করা যায়

 চিকিৎসা ভাতা সম্পর্কে আমরা বিস্তারিত জানব PDF

 চিকিৎসা ভাতা গ্রহণ করা খুবই সহজ নিয়ম PDF

খুবই সহজ নিয়ম, এবং পরিবারের সবার জন্য সারাবছর যে অর্থ চিকিৎসা বাবদ ব্যয় করেছেন প্রতিটি খরচের ভাউচার এবং প্রেসক্রিপশন সংগ্রহ করে রাখবেন বছর শেষে একটি বিবরণী তৈরি করে সাধারণ চিকিৎসার ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চিকিৎসা  অনুদান গ্রহণ/ প্রাপ্তির আবেদনকরবেন যেভাবে।


সাধারণ চিকিৎসা অনুদান সেবা বক্স

সাধারণ চিকিৎসা অনুদান আবেদন ফরম পাওয়ার সাথে সাথেই সফট্ওয়ারে এন্ট্রির মাধ্যমে তালিকাভুক্ত করা হয় এবং BKKB  এর পক্ষ থেকে আবেদনকারীর মোবাইলে SMS  এর মাধ্যমে ডিজিটাল ডায়েরি নম্বর ও তারিখ জানিয়ে দেওয়া হয়।


প্রথমত পরিচালক ( প্রশাসন)  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ( বাছাই কমিটি)  কর্তিক আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অর্থ সুপারিশ করা হয়।

দ্বিতীয়তঃ মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ( উপ কমিটি)  কর্তিক আবেদন সমূহ পুনরায় যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


  •  যে সকল কারণে আবেদনের অনুকূলে সাহায্য মঞ্জুরি স্থগিত রাখা হয়।
  • আবেদনকারী পুরাতন ( বাতিল) ফরমে আবেদন করল।
  •  আবেদন ফরমের সকল তথ্য প্রদান না করলে অর্থাৎ আবেদনপত্র অসম্পূর্ণ হলে।
  •  আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করার কথা সেগুলো কোন একটি সংযুক্ত না করলে।
  •  আবেদন ফরমে আবেদন কারীরা কর্তৃপক্ষের স্বাক্ষর/ সিল না থাকে।
  •  এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবাকেন্দ্রের টেলিফোন করে জানতে পারেন।
  •  মোবাইল নাম্বার ০১৭২৭৮০ ৪০০৬


বিভাগীয় কার্যালয়সমূহ


  • চিকিৎসা অনুদান ঢাকা বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান রাজশাহী বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান খুলনা বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান বরিশাল বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান সিলেট বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান রংপুর বিভাগীয় কার্যালয়
  • চিকিৎসা অনুদান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়


সেবার নাম সাধারণ চিকিৎসা অনুদান


 সেবা প্রাপ্তির ক্যাটাগরি

 সরকারি ও তালিকাভুক্ত সাহিত্য শাসিত সংস্থার কর্মচারী ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টাকা ৪০,০০০ প্রদান করা হয়। কর্মকর্তা-কর্মচারী নিজে অমিত এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা-কর্মচারীর বয়স 75 বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।


 সেবার মৌলিক তথ্যবলী


সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা

২টিকমিটি কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। কমেডি ২টি  নিম্নরূপ

১।  বাছাই কমিটির  সভার সুপারিশ 

২। উপ কমিটির সভায় অনুমোদন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয় ঢাকা ৮টি  বিভাগীয় কার্যালয়

২২ কার্যদিবস 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণী

১। আবেদন সমূহ প্রাপ্তির পর প্রমনা শারে সফট্ওয়ারে এন্টি করণের মাধ্যমে তালিকা প্রণয়ন এবং SMS এর মাধ্যমে আবেদন ডিজিটাল ডায়েরি নম্বর তারিখ ও আবেদনের কোনো ত্রুটি থাকলে তা জানিয়ে দেওয়া হয়।

২। প্রত্যেক মাসে প্রাপ্ত আবেদন সমূহ পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে বাছাই কমিটির সভায় পরীক্ষা-নিরীক্ষা মতে অর্থমন্ত্রী সুপারিশ প্রদান এবং 15 তারিখের মধ্যে উপ কমিটির সভায় চূড়ান্ত অর্থমন্ত্রী প্রদান করা হয়।

৩। আবেদনকারীর নামে মঞ্জুরীকৃত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে EFT  এর মাধ্যমে সরাসরি প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে মঞ্জুরীকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেওয়া হয়।

৪। এ সংক্রান্ত সকল তথ্য বোর্ডের ওয়েবসাইট www. bkkb.gov.bdথেকে জানা যায়G 




সেবা প্রাপ্তির শর্তাবলী

১। সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ ৪০,০০০ টাকা প্রদান করা হয়। ১  জুলাই,২০১৯ এরপূর্বে চিকিৎসার জন্য সর্বোচ্চ ২০,০০০  টাকা এবং পহেলা জুলাই ২০১৯  এর পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৪০,০০০  টাকা প্রদান করা হয়



প্রয়োজনীয় কাগজপত্র

১/ ডাক্তারি ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি অফিস প্রধান/ সংশ্লিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক।

২/ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ করা এর মূল ভাউচার।

৩/ ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালে মূল ছাড়পত্র

৪/  ভাই/ বোন বা পিতা/ মাথার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যায়ন পত্র।

৫/ খরচের হিসাব বিবরণী ( কর্মচারী স্বাক্ষরসহ)

৬/  জাতীয় বেতন স্কেল 2015 এর বেতন নির্ধারিত ফরমে ভেরিভিশন।



প্রয়োজনীয়  ফি 

এই জন্য কোন ফি প্রয়োজন হয় না








সংশ্লিষ্ট আইন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ( তহবিল সংগ্রহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী।



নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারই ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রধান কার্যালয় পরিচালক ( প্রশাসন) / মহাপরিচালক বিভাগীয় কার্যালয় উপ-পরিচালক/ পরিচয়। 













Previous Post
Next Post
Related Posts