সিলেট বিভাগের সকল তথ্য All Information about Sylhet
সিলেট বিভাগের সকল তথ্য
সিলেট বিভাগে চারটি জেলা রয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বাংলাদেশে বিভাগ ৮টি। ৮টি বিভাগের নাম হচ্ছে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা। বাংলাদেশের প্রস্তাবিত আরো ২টি বিভাগ কুমিল্লা বিভাগ ও পদ্মা বিভাগ।
এক নজরে সিলেট বিভাগ Sylhet division at a glance
সিলেট বিভাগের আয়তন কত? Area of Khulna division
সিলেট বিভাগের আয়তন সিলেট বিভাগের মোট আয়তন ১২,৫৫৮ বর্গ কিলোমিটার এর অন্তর্গত সিলেট জেলার আয়তন ৩,৪৫২ বর্গ কিলোমিটার সুনামগঞ্জ জেলার আয়তন ৩,৬৭০ বর্গ কিলোমিটার হবিগঞ্জ জেলার আয়তন ২,৬৩৭ বর্গ কিলোমিটার মৌলভীবাজার জেলার আয়তন ২,৭৮৮ বর্গ কিলোমিটার
সিলেট বিভাগের জনসংখ্যা কত? Population of Sylhet division
সিলেট বিভাগের লোক জনসংখ্যা ১,১০,৩৪,৮৬৩ জন।২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী
পুরুষ জন
মহিলা জন
সিলেট বিভাগে জেলার সংখ্যা কতটি ও কি? কি? How many districts are there in Sylhet?
সিলেট বিভাগে জেলার সংখ্যা ০৪ টি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
সিলেট বিভাগে জেলাগুলোর নামকরণ কিভাবে হয়? What is the way to name the Sylhet districts?
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ ।
সিলেট,জেলার নামকরণ কিভাবে হয়? How District Sylhet was named?
সিলেট জেলার নামকরণ যেভাবে হয় পাথরের প্রাচুর্যের কারণেই এই এলাকার নাম সিলেটG এর ধারণা পা আরেকটু হাওয়া দিয়ে বলা হয়ে থাকে সিলেট শব্দের অনুস্বর্গ সিল মানে শিলা পাথর আর উপসর্গ মানে হাট-বাজার প্রাচীনকাল থেকেই জেলার পাথর ও হাটের আর্থিক থাকায় শব্দ দুটি মিলে সিলেট নামের উৎপত্তি।
সিলেট, জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?
সিলেট জেলায় ২৭টি ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন ১৩টি উপজেলা সদর থানা ৫টি পৌরসভা ১০৬টি ইউনিয়ন ৬৯৩মৌজা ৩৪৯৮ও ৬ টি সংসদীয় আসন নিয়ে গঠিত
সুনামগঞ্জ, জেলার নামকরণ কিভাবে হয়? How District Sunamgonj was named?
কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্য গুলি থেকে অনুমান করা হয় যে সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চলের প্রাচীন নাম প্রগতি রাজ্যের অন্তর্গত ছিল মোঘল সুনাম উদ্দিন নামের সুনামগঞ্জের নামকরণ করা হয় ১৮৭৭ খ্রিস্টাব্দে সুনামগঞ্জে মহুকুমায় এবং ১৯৮৪ খ্রিস্টাব্দের জেলায় উন্নতি করা হয়।
সুনামগঞ্জ,জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?
সুনামগঞ্জ জেলায় ১২টি উপজেলা ১২টি থানা ৪টি পুরসভা ৮৮টি ইউনিয়ন ১৫৩৫টি মৌজা ২৮৮৭টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। জনসংখ্যা ২০১৩৭৩৮, পুরুষ ১০৩৬৬ ৭৮, মহিলা ৯৭৭০৬০, মুসলিম ১৭১৫০৩৩, হিন্দু ২৯৪৭৬৫, বৌদ্ধ ২৮৪৩, খ্রিষ্টান ১৩৬ এবং অন্যান্য ৯৬১।
মৌলভীবাজার জেলার নামকরণ কিভাবে হয়? How District Mulovibazar was named?
১৮৮২ খ্রিস্টাব্দে পহেলা এপ্রিল মৌলভীবাজার সৈয়দ কুদরতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটি কে কেন্দ্র করে ২৬টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রী হট্ট মহুকুমা প্রতিষ্ঠিত করা হয়। ১৯৬০ খ্রিস্টাব্দের দক্ষিণ শ্রী হট্টা বা সাউথ সিলেট নামের বদলে মহুকুমার নাম মৌলভীবাজার রাখা হয়।
মৌলভীবাজার,জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?
মৌলভীবাজার জেলা ৭টি উপজেলা৭ থানা ৫টি পৌরসভা ৬৭টি ইউনিয়ন ৮৯৯টি মৌজা ২০১৫টি গ্রাম ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত। পোষ্ট কোড নং ৩০০০।
হবিগঞ্জ জেলার নামকরণ কিভাবে হয়? How District Habigonj was named?
সুফি সাধক হরযত শাহাজালাল রহমাতুল্লাহ এর অনুসারী সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ এর পূর্ণ স্মৃতিবিজড়িত খোয়াই করাঙ্গী সুত নদী একটি ঐতিহাসিক জনপদের নাম। ঐতিহাসিক সুলতানশী হাবিব প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের পুরুষ হেদায়াতুল্লাহ এবং পুত্র সৈয়দ হুগলি নদীর তীরে একটি গঞ্জ বাজার প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয়। ইংরেজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহুকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জকে মহুকুমা করা হয়। আসাম প্রদেশ সরকারের ২৭৩ নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩ সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সার্কেল অফিস উন্নয়ন এবং অফিস স্থাপিত করা হয় এবং সর্বশেষ ১৯৮৪ সালে ০১ মার্চ উন্নতি হয়।
জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?
অবস্থান ২৩৫৭ হতে ২৪৪২ উত্তর অক্ষাংশ এবং ৯১‘ ১০ হতে ৯১‘৪০ পূর্ব দ্রাঘিমাংশ
আয়তন ২৬৩৬ .৫৮বর্গ কিলোমিটার।
সীমানা উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।
জেলার জনসংখ্যা ২০৮৯০০১ জন, পুরুষ ১০২৫৫ ৯১জন, মহিলা ১০৬৩৪১০ জন,
উপজেলা ৯ টি, যথা: হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জের শায়েস্তাগঞ্জ।
পৌরসভা ০৬টি ইউনিয়ন ৭৭টি ।