খুলনা জেলার কয়রা উপজেলা বিস্তারিত
Detail of Koyra Upazila in Khulna
খুলনা জেলা কয়রা থানার বিস্তারিত
কয়রা উপজেলার ইতিহাস
কয়রা একনজরে কয়রা
১ । ভৌগলিক পরিচিতি উত্তর দক্ষিণ ও পূর্বের সুন্দরবন ও দাকোপ উপজেলা পশ্চিমে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা।
২। কয়রা উপজেলার পটভূমি ১৯/১১/১৯৭৯ খ্রিস্টাব্দ তারিখে প্রথমেই উপজেলাটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় অতঃপর ০৭/১১/১৯৮৩ খ্রিস্টাব্দ তারিখে থানা থেকে উপজেলায় উন্নতি করা হয়।
৩। মানচিত্রে কয়রা বাংলাদেশ ৬৪টি জেলার মধ্য খুলনা বিভাগে অন্তর্গত খুলনা জেলার সর্বদক্ষিণে সুন্দরবন ঘোষিত ২৬৩.১২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ৭টি ইউনিয়ন।
৪। ইউনিয়নের নাম ১. আমাদি ২. বাঙালি ৩. মহেশ্বরীপুর ৪. মহারাজপুর ৫. কয়রা ৬. উত্তর বেদকাশী ৭.দক্ষিণ বেদকাশী
৫। ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায় মুসলিম বাংলা ইংরেজি আরবি হিন্দু বাংলা ইংরেজি খ্রিষ্টান আদিবাসী মাহাতো অত্র উপজেলার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আদিবাসী সম্প্রদায় ও মাহাতো ৩২২টি পরিবার বসবাস করে।
৬। ঐতিহাসিক/ দর্শনীয় স্থান ক/ উত্তরকাশী রাজা প্রজা পার্টির এর বাড়ি খ/ মসজিদ পুরের মসজিদ গ/ খালেদ খার ৩৮ দীঘা দীঘা ঘ/ আমাদি ব্যুরো খা ফতে ক্ষার দিঘী।
৭। খেলাধুলা ও বিনোদন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলার পাশাপাশি গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত এবং বিনোদন হিসেবে বিভিন্ন ধরনের নাটক, নিত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে উপজেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
৮। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষিত আছে।
৯। প্রকৃতিক সম্পদ উল্লেখযোগ্য কিছু নেই।
১০। নদ-নদী কপোতাক্ষ, শাড়ি, কয়রা উপজেলা বেষ্টিত।
১১। ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ চিংড়ি উৎপাদন ও রপ্তানি কাজে নিয়োজিত রয়েছে।
১২। হাট-বাজার ২১টি।
১৩। হোটেল ও আবাসন ০৩টি
১৪। জনপ্রতিনিধি এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা, ইউনিয়ন পরিষদের, ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্য বিন্দু, সংরক্ষিত মহিলা সদস্য বিন্দু, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সাংবাদিক বৃন্দ।
১৫। পত্রপত্রিকা নাই।
১৬। প্রখ্যাত ব্যক্তি মরহুম খান সাহেব কোমর উদ্দিন ঢালী ব্রিটিশ সরকার কর্তৃক খান সাহেবের উপাধি প্রাপ্ত ও পাকিস্তান সরকার কর্তৃক সমাজসেবক উপাধি প্রাপ্ত, গ্রাম জায়গীরমহল, ইউনিয়ন আমাদি ।
,মরহুম কবি এবাদুল্লাহ শেখ তার পরিচিত কাব্যগ্রন্থ মালঞ্চ, ঝরা ফুল, ইত্যাদি।
কয়রা উপজেলার নামকরণ Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার কৃষি সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার শিক্ষা সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার ভূমি ও রাজস্ব সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার যোগাযোগ সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার পরিবার পরিকল্পনা সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার মৎস্য সংক্রান্তর Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার প্রাণী সম্পদ Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার সমাজ সেবা সংক্রান্ত তথ্যাবলী Detail of Koyra Upazila in Khulna
কয়রা উপজেলার মানচিত্র উপরে দেওয়া হলো আপনি এক নজরে কয়রা উপজেলা দেখতে মানচিত্র ব্যবহার করতে পারেন।Detail of Koyra Upazila in Khulna
শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক কর্ম -৩
শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ টি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫টি
শিক্ষা প্রতিষ্ঠান
৫টি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য
উপজেলা শিক্ষা অফিস কয়রা খুলনা Detail of Koyra Upazila in Khulna
একটি উন্নত, দক্ষ সচেতন জাতি গঠনের যে সুশিক্ষা ও সুনাগরিক তৈরি করা দরকার তার মূল ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা। শিক্ষা কর্মকর্তাগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ এর মাধ্যমে শিক্ষকদের সকল প্রকার কাজ যথাযথ তদারকি করে আসছে। চালুকৃত উপবৃত্তি কর্মসূচি, বিদ্যালয় সুপারভিশন, স্কুল ফিডিং কর্মসূচি, শিক্ষক নিয়োগসহ অন্যান্য কাজকর্ম সুস্থ ভাবে চলছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ যথা সময়ে সম্পন্ন হয়েছে। কার্যক্রম এস এম সি গঠন ও প্রধানকে বিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান কার্যক্রম যথাযথভাবে সম্পাদিত করছে। অত্র উপজেলায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এবং কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০% উন্নতি হয়েছে ।