খুলনা জেলার পাইকগাছা উপজেলা বিস্তারিত Detail of Paikgasa Upazila in Khulna

 


খুলনা জেলার পাইকগাছা উপজেলা বিস্তারিত

 Detail of Paikgasa Upazila in Khulna

খুলনা জেলা পাইকগাছা থানার বিস্তারিত


পাইকগাছা উপজেলার ইতিহাস


পাইকগাছার নামকরণ

খুলনা জেলার একটি প্রাচীন ও প্রসিদ্ধ উপজেলা পাইকগাছা। খুলনা জেলা সদর হতে পাইকগাছা উপজেলা ৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সরলের দিঘী, সরল খাঁর বাড়ি কাছারির পাশে চাল ধোয়ার পুকুর ও রাসাত্নার অপরপাশে থানার পানাপুকুর কালের সাক্ষী হিসেবে আজও বিদ্যমান। কয়েকটি গ্রাম সরল খাঁর সৈন্য বা কর্মচারীদের কাজের স্বাক্ষী। সরল খাঁ যে এলাকায় বাস করতেন তার নাম হয় সরল। গরুর রাখালদের আবাসস্থল গোপালপুর, গরু রাখার জন্য যেখানে গোশালা ছিল সে গ্রামের নাম ঘোষাল। গদাইপুর এর নিকটে যেখানে সৈন্যরা গড়কেটে ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা গড়পাড়। প্রাসাদের বান্দিদের আবাসস্থল বান্দিকাটি, প্রাসাদে বাতি জালানোর কার্যে নিয়োজিত কর্মচারীরা যে এলাকায় থাকতো সেটি বাতিখালী নামে পরিচিত। গাছে চড়ে পাইক বরকন্দাজরা পাহারা দিত বলে পাইকগাছা নামকরণ করা হয়েছে। লোক লস্কর দিয়ে যে দীঘি খনন করা হয়েছিল সে গ্রাম লস্কর গ্রাম হিসেবে আজও সরল কীর্তি বহন করছে। এভাবেই পাইকগাছা উপজেলার নামকরণ করা হয়ে ২২/০৪/১৮৭২  সালে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫  সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনের সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। খুলনা জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। পাইকগাছা পৌরসভা খ শ্রেণীভুক্ত এর মোট জনসংখ্যা ২,৪৭,৯৮৩  জন এর ভিতর মুসলিমের সংখ্যা ১,৬৬,৫৬ ৪ জন হিন্দু জনসংখ্যা ৮০,৩৩২  জন ও খ্রিস্টান জনসংখ্যা ১,০৮৭ জন এই উপজেলার মোট আয়তন ৩৮৩,৮৭  বর্গ কিলোমিটার।  চৌহদির দিক থেকে পাইকগাছা উপজেলার দক্ষিণে কয়রা পশ্চিমে আশাশুনি পূর্বে দাকোপ এবং উত্তরে তালা উপজেলা ।

 

মানচিত্র পাইকগাছা

কালের আবর্তনে মানচিত্র পাইকগাছা নদীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী পাইকগাছা উপজেলার মানচিত্র যা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান রাস্তাঘাট নদনদী ইউনিয়ন পরিষদ যাবতীয় তথ্য এক নজরে সহজে চিহ্নিত করতে সাহায্য করবে






  • পাইকগাছার পুরুষ ভোটার সংখ্যা ৫৫৯০
  • পাইকগাছার মহিলা ভোটার সংখ্যা ৫৫৫০
  •  পাইকগাছার বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার১.৩০%
  • পাইকগাছার মোট পরিবার খানা ৩৫০০
  • পাইকগাছার নির্বাচনী এলাকা  খুলনা-৬
  •  পাইকগাছার গ্রাম ৫টি
  •  পাইকগাছার মৌজা ৫টি
  •  পাইকগাছার পৌরসভা ১টি
  •  পাইকগাছার এতিমখানা সরকারি ০০
  •  পাইকগাছার এতিমখানা বেসরকারি ৫টি
  •  পাইকগাছার মসজিদ ২৫টি
  •  পাইকগাছার মন্দির ৭টি
  •  পাইকগাছার হাট-বাজার ৭টি
  •  পাইকগাছার ব্যাংক শাখা ৬টি
  •  পাইকগাছার পোস্ট অফিস /সাব পোস্ট অফিস ১টি
  • পাইকগাছার টেলিফোন এক্সচেঞ্জ ১টি
  •  পাইকগাছার ক্ষুদ্র ও কুটির শিল্প ৫০টি
  •  পাইকগাছার বৃহৎ শিল্প ০১টি


পাইকগাছা উপজেলা Paikgasa Upazila

 পাইকগাছা উপজেলার ইউনিয়ন সমূহ

১.নং  হরিঢালী ইউনিয়ন

২.নং কপিলমুনি ইউনিয়ন

৩.নং লতা  ইউনিয়ন 

৪.নং দেলুটি ইউনিয়ন

৫.নং সোলাদানা ইউনিয়ন 

৬.নং লস্কর ইউনিয়ন

৭.নং গদাইপুর ইউনিয়ন

৮.নং রাড়ুলী ইউনিয়ন 

৯.নং চাঁদখালী ইউনিয়ন

১০.নং গড়ইখালি ইউনিয়ন 



Previous Post
Next Post
Related Posts