খুলনা জেলার ফুলতলা থানা বিস্তারিত সাধারণ তথ্যাবলী Details of khulna Districts at Fultola

 

খুলনা জেলার ফুলতলা থানা বিস্তারিত সাধারণ তথ্যাবলী Details of khulna Districts at Fultola

জেলা খুলনা উপজেলা ফুলতলা স্থাপনকাল ২ জুলাই ১৯৮৩ খ্রিস্টাব্দে

ফুলতলা ইতিহাস

খুলনা জেলার ফুলতলা উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ই  জুলাই প্রতিষ্ঠিত হয় ওই সালের একুশে সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ফুলতলা থানার কার্যক্রম চালু হয়।


ফুলতলা উপজেলার অবস্থান

 ফুলতলা উপজেলার অবস্থান উত্তরাংশে ২৩’ ২৯ এবং২৩‘৪২ এরমধ্যে ৯০‘০৫ দ্রাঘিমাংশের মধ্যে। উপজেলার উত্তর রে যশোর জেলার অভয়নগর উপজেলা। দক্ষিণাংশে খুলনা kcc, পশ্চিমের ডুমুরিয়া উপজেলা, পূর্বে ভৈরব নদ।


ফুলতলা উপজেলার নামকরণ

এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে সপ্তদশ শতাব্দীর শেষভাগে অভিযুক্ত খুলনা জেলার  ভাটটুরিয়ার দেবী কোর্টের  রাজ পরিবারের তান্ত্রিক কহলে বান রাজা এ অঞ্চলে এসেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বানর রাজা দেবী কোথথেকে আশায় দেবী কোর্টের নাম অনুসারে কালক্রমে দেবীকোট থেকে আসছে ফুলতলার নামকরণ করা হয়েছে।


ফুলতলা উপজেলার নামকরণ

এক্ষেত্রে বিভিন্ন কথা রয়েছে অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ ক্যাপ্টেন ডেবিট ত্রিপুরার চিকনা নামক স্থান থেকে একটি লোভনীয় গোমতী নদী পথে দেখা যাওয়ার সময় বর্তমান ফুলতলা ভিংলাবাড়ী নামক স্থানে বানররাজ অন্যদের সাথে ক্যাপ্টেন দেবীর তার সৈন্যদের নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন এ সময় এ যুদ্ধের নাম দেবী ওয়াল দেবের যুদ্ধ নামে পরিচিতি লাভ করে পরবর্তী ওই নাম অনুসারে ডেবিট ওয়ান থেকে আজকের ফুলতলা নামে পরিচিতি লাভ করেন।


ফুলতলা উপজেলার নামকরণ

তৃতীয় মত যতদূর জানা যায় এই উপজেলা সদরের বহু দেবী পূজা আর্চনা হত হদ স্মৃতিতে উপজেলার নামকরণ হয় ফুলতলা



খুলনা জেলার ফুলতলা থানার ঐতিহাসিক পটভূমি ও প্রশাসনিক ইতিহাস

 

 খুলনা জেলার নামের উৎপত্তি  ও ফুলতলার স্থান

 

খুলনা জেলার ফুলতলা নামের উৎপত্তি

 

খুলনা জেলার ফুলতলা উপজেলার ঐতিহ্য সমূহ নিম্নরূপ



খুলনা জেলার মানচিত্রে ফুলতলা উপজেলা


খুলনা জেলার ফুলতলা থানা বিস্তারিত সাধারণ তথ্যাবলী

Details of khulna Districts at Fultola

http://fultola.khulna.gov.bd/

 জেলা খুলনা

 উপজেলা ফুলতলা

  • জেলা সদর হতে দূরত্ব ২২ কিমি
  • আয়তন ৭৪.৩৩ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যা ১,৩৩,৩৭৪ জন
  • পুরুষ ৬৭,৫১৩ জন 
  • মহিলা ৬৫,৮৬১ জন
  • লোকসংখ্যার  ঘনত্ব ২,৪৯৮ প্রতি বর্গ কিলোমিটারে
  • মোট পরিবার (খানা) ৯১৩৪৬ জন
  • নির্বাচনী এলাকা ০৮
  • গ্রামের সংখ্যা ৩৮টি
  • মৌজা ৩২টি
  • ইউনিয়ন ৪টি
  • মসজিদ ২০৩টি
  • মন্দির ৪৫টি
  • নদী পথ ৩৮কিমি নদী)
  • হাট-বাজার ১৪টি
  • ব্যাংক শাখা ৮টি
  • পোস্ট অফিস  সাব পোস্ট অফিস ১৩টি
  • টেলিফোন এক্সচেঞ্জ ০১টি
  • ক্ষুদ্র ও কুটির শিল্প ৭৮টি
  • বৃহৎ শিল্প ০৩টি


খুলনা জেলাদিন ফুলতলা উপজেলায় মোট কয়টি ইউনিয়ন আছে সেগুলো হলোর চেয়ারম্যানের নাম সহ বিস্তারিত দেওয়া হল।

Details of khulna Districts at Fultala

ফুলতলা উপজেলায়  ইউনিয়ন রয়েছে 

ফুলতলা উপজেলার ইউনিয়ন গুলোর নাম


জনপ্রতিনিধিদের তালিকা ও

ফুলতলা উপজেলার এমপি গুলোর নাম ও মোবাইল নাম্বার


জনাব
সংসদীয় আসন ১০৩, খুলনা-৫ ডুমুরিয়া ফুলতলা বর্তমান এমপি জনাব নারায়ন চন্দ্র চন্দ।

জনপ্রতিনিধিদের নামের তালিকা উপজেলা চেয়ারম্যান

  1. জনপ্রতিনিধিদের নামের তালিকা উপজেলা চেয়ারম্যান জনাব শেখ আকরাম হোসেন
  2. জনপ্রতিনিধিদের নামের তালিকা উপজেলা ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন।
  3. জনপ্রতিনিধিদের নামের তালিকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস।


ফুলতলা উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও তার উদ্যোক্তা সমূহের নামের তালিকা।

Details of khulna Districts at Fultola

 ফুলতলা উপজেলার সকল কৃষি সংক্রান্ত

Details of khulna Districts Fultola

  • মোট জমির পরিমাণ ৮,৬৫৫ হেক্টর
  • নীট ফসলী জমি ৫,৮০৫ হেক্টর
  • মোট ফসলী জমি ৯,৪৬০ হেক্টর
  • এক ফসলী জমি ২,৩৮০ হেক্টর
  • দুই ফসলী জমি ৩,১৯৫ হেক্টর
  • তিন ফসলী জমি ২৩০ হেক্টর
  • গভীর নলকূপ ০০টি
  • অ- গভীর নলকূপ ১,২৭৭টি 
  • শক্তি চালিত পাম্প ১,০০০টি
  • বস্নক সংখ্যা ৪৪টি
  •  বাৎসরিক খাদ্য চাহিদা ৮৮,২৬৭ মেট্রিক টন
  •  নলকূপের সংখ্যা ২,১৮৯টি


ফুলতলা উপজেলার সকল শিক্ষা সংক্রান্ত

Details of khulna Districts at Fultola

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩টি
  • মাধ্যমিক বিদ্যালয় ৩টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১টি
  •  উচ্চ বিদ্যালয় সহ শিক্ষা ৬৫%
  • উচ্চ বিদ্যালয় বালিকা ৩টি
  • দাখিল মাদ্রাসা ০১টি
  • ফাজিল মাদ্রাসা --
  • কামিল মাদ্রাসা ---
  • কলেজ সহপাঠ –৩
  • শিক্ষার হার  ৫৫.৬৪%


ফুলতলা উপজেলার প্রাথমিক সরকারি স্কুল গুলোর নাম 

ফুলতলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল তথ্য সমূহ নিম্নে দেওয়া হল ।


ইউনিয়ন পরিষদের মোট কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় প্রত্যেকটি ওয়ার্ড এর ২টি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এছাড়াও এখানকার জনগণ বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন।


ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নিচে দেওয়া হল


১। আদর্শ প্রাথমিক বিদ্যালয় ফুলতলা খুলনা

২। থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলতলা খুলনা

৩। সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলতলা খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ভিত্তিক তথ্য নিচে দেওয়া হল


 ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামোগত তথ্য

  • স্কুল ভবন পাকা
  •  শ্রেণি ৩টি
  •  খাবার পানির ব্যবস্থা গভীর নলকূপ ১টি
  •  ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
  • ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ১টি
  • ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা  অপর্যাপ্ত
  •  অন্যান্য উপকরণ  ফিলিপ চার্ট
  • মোট শিক্ষক ৪ জন
  • মোট ছাত্র ছাত্রী ১০৭ জন 
  • ঝরে পড়ার হার ০০%



মানচিত্রে ফুলতলা উপজেলা

খুলনা জেলার নয়টি উপজেলা এর মধ্যে ফুলতলা একটি আদর্শ উপজেলা খুলনা যশোর মহাসড়কের পাশে অবস্থিত এর পশ্চিম দিকে অভয়নগর উপজেলা অবস্থিত এর দক্ষিণ দিকে ডুমুরিয়া উপজেলা অবস্থিত এবং পূর্ব দিকে খুলনা সিটি কর্পোরেশন অবস্থিত মানচিত্র ফুলতলা উপজেলা খুলনা 


মানচিত্রে ফুলতলা উপজেলা

কালের আবর্তনে আঠারোবাকি ও চিত্রা নদীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ফুলতলাউপজেলার মানচিত্র। ফুলতলাউপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, রাস্তাঘাট, নদনদী, ইউনিয়ন পরিষদসহ যাবতীয় তথ্য এক নজরে সহজে চিহ্নিত করতে সাহায্য করবে।





ফুলতলা উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত

  •  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১টি 
  •  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কেন্দ্র ৪টি
  • বেডের সংখ্যা ৫০টি
  •  ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ৩টি
  •  কর্মরত ডাক্তারের সংখ্যা ৩৪টি
  •  সিনিয়র নার্স এর সংখ্যা ১৩ জন কর্মরত আছে পদ আছে ১৫টি
  •  সরকারি নার্স ০১ টি



ফুলতলা উপজেলা ভূমি ও রাজস্ব সংক্রান্ত Details of khulna Districts at Fultola

  •  মৌজা ৪০টি 
  •  ইউনিয়ন ভূমি অফিস ৩টি
  •  পৌর ভূমি অফিস ০১টি
  •  খাস জমি ১২৯০.৬১ একর 
  •  কৃষি ১৬৭.৩৯
  •  অকৃষি ১৫২৩.২২
  • বন্দোবস্তযোগ্য কৃষি ১৪.৭১
  •  বাৎসরিক ভূমি উন্নয়ন কর দাবি সাধারণ ২৭.৩১২ /সংস্থা ১.৮৮.০৪ .৭৪৭
  • বাৎসরিক ভূমি উন্নয়ন কর আদায় ২৭,৩১২ মাসে আদায়
  •  হাট বাজারের সংখ্যা ৩৪টি


ফুলতলা উপজেলা যোগাযোগ সংক্রান্ত

  1.  পাকা রাস্তা ৮৪ কিলোমিটার
  2.  অর্ধ পাকা রাস্তা ৩৯কিলোমিটার
  3. কাঁচা রাস্তা ১৪৭ কিলোমিটার
  4.  ব্রিজ কালভার্ট এর সংখ্যা ৪৬ টি
  5.   নদীর সংখ্যা ০৪টি


ফুলতলা উপজেলা পরিবার পরিকল্পনা

  1.  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৪টি
  2.  পরিবার পরিকল্পনা ক্লিনিক --টি
  3.  এমসিএইচ এম সি এইচ ইউনিট  --টি
  4.   সক্ষম দম্পতির সংখ্যা ৩৪,১৯৫ জন


ফুলতলা উপজেলা মৎস্য সংক্রান্ত

  1. পুকুরের সংখ্যা ১৬৩১টি
  2.  মৎস্য বীজ উৎপাদন খামার সরকারি ১২টি
  3. মৎস্য বীজ উৎপাদন খামার বেসরকারি ৬টি
  4. বাৎসরিক মৎস্য চাহিদা ৩,১৪৭.৪৯ টন
  5.  বাৎসরিক মৎস্য উৎপাদন  ২,৮৯৩.৭৫ টন


ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ

  1.  উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র ১টি
  2.  পশু ডাক্তারের সংখ্যা ২জন
  3.  পয়েন্ট সংখ্যা ০৫ টি
  4.  উন্নত মুরগির খামারের সংখ্যা ৬৩ টি
  5. লেয়ার ৮০০ মুরগির ঊর্ধ্বে ১০ থেকে ৪৯ টি মুরগি আছে এরূপ খামার ১,১৮২টি
  6.  গবাদি পশুর খামার ১৫৮+১৪+৪২+২=১৬টি
  7.  বয়লার মুরগির খামার ৯৬


ফুলতলা উপজেলা সমবায় সংক্রান্ত

  1. কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ৩টি
  2.  মুক্তিযুদ্ধ সমবায় সমিতি লিঃ ২টি
  3.  ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ৭টি
  4.  বহুমুখী সমবায় সমিতি লিঃ ৩৭টি
  5.  মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ০৩টি
  6.  যুব সমবায় সমিতি লিঃ ১টি
  7. / আবাসন বহুমুখী সমবায় সমিতি
  8.  কৃষক সমবায় সমিতি লিঃ ৭টি
  9.  পুরুষত্বহীন সমবায় সমিতি লিঃ ৪০টি
  10.  মহিলা সমবায় সমিতি লিঃ ৫৫ টি
  11.  ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ১৪টি
  12.  সমবায় সমিতি লিঃ
  13.  সমবায় সমিতি
Previous Post
Next Post
Related Posts