মাত্র ২ মিনিটে দাদার/নানার নামের জমি কোথায় কতটুকু আছে দেখুন মোবাইল দিয়ে ২০২২ Know about the Total amount of Land of your Father / Grandparents in 2 minutes in 2022



দাদার নামের জমি কোথায় কতটুকু আছে দেখুন মোবাইল দিয়ে Check in Mobile that How much amount of land is yours grandparents name

আপনি বাড়ি ঘরে থাকেন না, আপনি বাড়িঘরে যান না, আপনি জানেন না, আপনাদের কত জমি আছে, আপনাদের জমি অন্য মানুষের ভোগ দখল করে খাচ্ছে ,আপনার দেশের বাড়ি খুলনাতে, আপনার জন্ম ঢাকা তে, বড় হয়েছেন ঢাকাতে,পড়ালেখা করেছেন ঢাকাতে,তাই জমির খোঁজ খবর আপনি জানেন না, না জানলেও এখন আর কোন সমস্যা নেই ,আপনি ঘরে বসেই বলে দিতে পারবেন আপনার কোন মৌজায় কতটুকু জমি আছে ,মাত্র দু মিনিটে একবার ট্রাই করে দেখুন আপনার বাবার নামে আপনার দাদার নামে আপনার নানান নামের আপনার নানীর নামে, কোন মৌজায় কতটুকু জমি আছে মাত্র ২ মিনিটে বের করে ফেলতে পারবেন জমিজমার ঝামেলা মিটানোর জন্য এই উদ্যোগ হাতে নিয়েছেন সরকার।

 দাদার নামের জমি কোথায় কতটুকু আছে দেখুন মোবাইল দিয়ে। Check in Mobile that How much amount of land is yours grandparents name

আপনারা জেনে আনন্দিত হবেন ,আশ্চর্য হবেন এটাও বাংলাদেশের সম্ভব ঘরে বসে দুই মিনিটে আপনার দাদা নানা বাবার জমির সন্ধান করা, আর দেরি না করে একবার যাচাই করে দিন আমাদের সত্য কিনা, বর্তমান সরকার কত সুন্দর ধরনের সিস্টেম চালু করেছে, 

 বাবা- দাদার নামে জমি কোথায় কতটুকু আছে দেখুন মোবাইল,কম্পিউটার, ল্যাপটপ দিয়ে ঘরে বসে মাত্র দুই থেকে পাঁচ মিনিটে আপনার পৈতৃক জমির তথ্য এই ব্যাপারটি আপনার মিথ্যা বানোয়াট মনে হতে পারে আপনি মনে করতে পারেন এটি ভূয়া কিন্তু বাংলাদেশ সরকার একটা প্রজেক্ট হাতে নিয়েছে যেটার মাধ্যমে আপনার পূর্ব পুরুষের নাম দিয়ে  সার্চ দিয়ে বের করতে পারবেন কার নামে কতটুকু জমি আছে এখন আর আপনার ভূমি অফিসে যেতে হচ্ছে না আপনি ইচ্ছে করলে সার্টিফাইড কপি ঘরে বসে আবেদন করে পেয়ে যেতে পারেন তাই চলুন এখন আমরা আরো বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনার দাদার নামে জমি কতটুকু আছে আপনার বাবার নামে জমি কতটুকু আছে বের করবেন।


প্রথমে আমি গুগোল এ প্রবেশ করব প্রবেশ করে আমি লিখব e-porcha লিখে সার্চ বাটনে ক্লিক করে ক্লিক করার পর আসবে www.eporcha.gov.bd তারপর আমরা এই লিংকটিতে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখতে পারবেন আপনার সামনে লেখা আসবে খতিয়ান অনুসন্ধান নাগরিক লগইন অফিস লগইন সাপোর্ট ক্রিকেট চার টা অপশন আসবে আমরা খতিয়ান অনুসন্ধান এ ক্লিক করব খতিয়ান অনুসন্ধান এ ক্লিক করার পরে আমরা যেটা করবো এখানে আসবে বিভাগ এরপর আমরা বিভাগটি লিখব যার যে রকম যার যেখানে আপনি সেখানে নাম উল্লেখ করবেন আমরা এখানে খুলনার নাম উল্লেখ করতেছি বিভাগ খুলনা, এরপর আমরা জেলা   নির্ধারণ করব জেলা খুলনা, এরপর অপশন আসবে বি এস, আর এস, এসএ, সি এস, আপনার যে পর্চা টি প্রয়োজন আপনি ঠিক সে পর্চাটি সিলেক্ট করবেন, যদি আপনার সকল পর্চা গুলো প্রয়োজন হয়, প্রত্যেক বারে আপনাকে এভাবে একটা একটা করে সিলেক্ট করে যেতে হবে, আপনি একসাথে সবগুলো সিলেক্ট করতে পারবেন না। পর্চা সিলেক্ট করার পর আপনার চলে আসবে উপজেলার নাম, আপনি উপজেলা সিলেক্ট করবেন আমি এখানে উপজেলা দিয়ে দিলাম তেরখাদা এরপর উপজেলা দেওয়া হলে চলে আসবে আপনার মৌজার নাম, আপনি এখানে মৌজার নাম সিলেক্ট করতে হবে, আমরা এখানে মৌজা দিলাম গাজীপুর মৌজা, এখন আপনি কিভাবে খুজবে খতিয়ান নাম্বার দিতে পারেন দাগ নাম্বার দিতে পারেন অথবা মালিকের নাম ধরে খুঁজতে পারেন । আপনার দাদার নাম আপনার বাবার নাম অথবা দাদার বাবার নাম দিয়ে আপনি বুঝতে পারেন এরপর আপনি স্বামীর নাম দিয়ে খুঁজতে পারেন ভাইয়ের নাম দিয়ে খুঁজতে পারেন ।


যখন আপনার মামা, চাচা, খালু এদের নাম দিয়ে জমি খুঁজতে যাবেন এরপর একটা অপশন আসবে সেখানে লেখা থাকবে ক্যাপচা কোড এখানে আপনাকে অবশ্যই অবশ্যই বাংলায় লিখতে হবে ক্যাপচা কোড মানে আপনারা হয়তো বা বুঝবেন না যে ক্যাপচা কোড টা কি এখানে অটোমেটিকলি আপনার মোবাইলে ভেসে উঠবে ক্যাপচা কোড তখন পাশে যে ক্যাপচা কোড লেখা থাকবে বামে লেখা থাকবে আপনি ডান পাশে বসিইয়ে দিলেন ক্যাপচা কোড বসানোর পর এখানে অটোমেটিক চলে আসবে অনুসন্ধান এরপর আপনি অনুসন্ধান বাটনে ক্লিক করবেন এরপর দেখবেন আপনি যেটা খুঁজছিলেন যাকে খুজচ্ছিলেন অটোমেটিকলি চলে এসেছে।

Previous Post
Next Post
Related Posts