২০২২ সালের আদমশুমারি অনুযায়ী কোটা, আপনার এলাকার কোটা পদ্ধতি বের করার নিয়ম ,

 


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা, আপনার এলাকার কোটা পদ্ধতি বের করার নিয়ম ,

১৫ই নভেম্বর থেকে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কটি।

২০২৩ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন কে ছাড়িয়ে যেতে পারে ভারত।

কোটা কি ?

সরকার আরোপিত  নির্ধারিত করে দেয় তাকে অনুপাতিক স্বীকৃতি অংশ বা কোটা বলা হয়।


কোটা প্রথা কি?


১৯৭১ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে কোটা চালু করা হয়েছিল।

১৯৭২ সালে প্রথম কোটা ব্যবস্থা চালু করা হয়। কিন্তু সময়ের ক্রমান্বয়ে এই কোটা ব্যবস্থা আরও বেড়ে যায়।


৬৪ জেলার জন্য কোটা ?

৬৪ জেলার জন্য কোটা আছে দেশের মানুষকে সুবিধা দেওয়ার জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল।


কত ধরনের কোটা আছে ?

 সরকারি চাকুরীতে বাংলাদেশ এখন ২৫৮  ধরনের কোটা আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর সূত্র মতে প্রথম শ্রেণীতে মোড় 5 ক্যাটাগরিতে কোটা ব্যবস্থা রয়েছে।


 সরকারি চাকুরীতে কোটা?

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রাখা হয়েছে প্রথম শ্রেণীর চাকুরীর জন্য অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিম্নোক্ত কোটার ব্যবস্থা রয়েছে।


  •  মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ
  •  জেলা কোটা ১০  শতাংশ 
  •  নারী কোটা ১০  শতাংশ
  •  উপজাতি কোটা ৫  শতাংশ
  •  প্রতিবন্ধী কোটা ১  শতাংশ

প্রথম শ্রেণীর চাকরিতে মোট ক্যাটাগরির কোঠার ব্যবস্থা রয়েছে?

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সূত্রমতে প্রথম শ্রেণীর চাকরিতে মোট পাঁচ ক্যাটাগরির ওঠার ব্যবস্থা রয়েছে , কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর সূত্র মতে যদি  কোটায় যোগ্যপ্রার্থী না পাওয়া যায় সে ক্ষেত্রে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়।


সরকারি চাকুরীতে সবার জন্য বয়স সীমা?

 সরকারি চাকুরীতে সবার জন্য বয়স সীমা (সাধারণ) ১৮ থেকে ৩২ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটার ব্যবস্থা রেখে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা


কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা নেওয়া হয় না 


বাংলাদেশের প্রচলিত কোটা ব্যবস্থা নিয়ে চাকরিপ্রার্থীদের ও বিশেষজ্ঞদের মতামত রয়েছে কোটা সংস্কার এর পক্ষে।



বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ২৫৮  ধরনের  যথা-


  • মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ
  •  জেলা কোটা ১০  শতাংশ 
  •  নারী কোটা ১০  শতাংশ
  •  উপজাতি কোটা ৫  শতাংশ
  •  প্রতিবন্ধী কোটা ১  শতাংশ

সংবিধানের দ্বিতীয় ভাগের

কিন্তু সংবিধানের দ্বিতীয় ভাগের ২৯ (১)  অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।


 অনুচ্ছেদ ২৯  এর(৩) এর (ক) তে বলা হয়েছে নাগরিকদের যেকোনো অগ্রসর প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারিবেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিভৃত করিবে না।


কোটা পদ্ধতিতে নিয়োগপ্রাপ্তরা

কোটা পদ্ধতিতে নিয়োগপ্রাপ্তরা অমেধাবী হলে তারা নিয়োগ প্রাপ্ত হতে পারবে না তাদেরকেও মেধাবী হতে হবে কোটা পদ্ধতি অনুসরণ করতে হলে ভালো ফলাফল করতে হবে কোটা পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হতে হলে শুধু কোটা আছে বলেই চলবে না অমেধাবী কোটা পদ্ধতি থাকলেও তারা অযোগ্য বলে বিবেচিত হবে।

 

কোটা (ইংরেজি Kota)

কোটা (ইংরেজি Kota) সরকারি আধা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ এর বিধান করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে 45 শতাংশ মেধা কোটায় নির্বাচনের পর অবস্থিত সৃষ্ট পদের জন্য অন্যান্য সঙ্গে 10 শতাংশ নারী কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে মেধাবৃত্তি জেলা কোটা নির্বাচনে পাশাপাশি 15  শতাংশ নারী ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক জেলা নির্বাচনের পাশাপাশি 60  শতাংশ নারী কুপুত্র রেখে নিয়োগ দেওয়া হচ্ছে।


নারীরা সংরক্ষিত কোটায় নিয়োগ লাভের সুবিধা পেয়ে থাকেন

 এতে নারীরা সরকারি চাকুরিতে প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিয়োগ লাভের পাশাপাশি সংরক্ষিত কোটায় নিয়োগ লাভের সুবিধা পেয়ে থাকেন।


জনগোষ্ঠী কিংবা প্রতিবন্ধীদের পুনর্বাসন এর জন্য কোটা

পিছিয়ে থাকা জনগোষ্ঠী কিংবা প্রতিবন্ধীদের পুনর্বাসন এর জন্য সরকারি চাকরিতে কিছু সংরক্ষিত আসন থাকে এটাকে বলা হয় কোটা প্রথা, প্রতিবন্ধী ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই চাকরিতে কোটা আরোপ করা হয় একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, সরকারি বাংলা মেয়ে দেখা হয়নি, দেশের কোটা শতকরা ৫৬ ভাগ কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ পান মাত্র ৪৪  চাকুরিপ্রার্থী ।


ভারত

প্রতিবেশী দেশ ভারতেও সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা রয়েছে, ভারতে মোট 4 ধরনের কোটা রয়েছে, উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, অন্যান্য অগ্রসর জন্য কোটা এবং বিভিন্ন রাজ্য সংখ্যালঘু কোটা, জনসংখ্যা অনুপাতে ভারতের সরকারি চাকরি যথাক্রমে ১৫ ও ৭ দশমিক ৫৫ ভাগ পদ দলিত শ্রেণীর ও আদিবাসীদের জন্য সংরক্ষিত, ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সহকারী নিয়োগের কোটার সমষ্টি কোনক্রমেই মোট শূন্যপদ ৫০  ভাগের বেশি হতে পারবে না, ভারতে এই কোটা ব্যবস্থা কোন চিরস্থায়ী পদ্ধতি ও নয়। 


পাকিস্তান

পাকিস্তান  পাকিস্তানের কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে, বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয়, পাকিস্তানের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে, পাকিস্তান সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র ৭.৫ শতাংশ চাকরি, মেধা যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে, বাকি ৯২.৫  শতাংশ চাকরি বিভিন্ন অঞ্চলের সংরক্ষিত।


পোষ্য কোটার পেক্ষাপটে

পোষ্য কোটার পেক্ষাপটে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক বছর আগে থেকে প্রতিবন্ধী উপজাতি এবং শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ভর্তি কোটা চালু করা হয়ে আসছে, ২১ শিক্ষার্থীর সংখ্যা থেকে আলাদা কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্মচারীরা তাদের সন্তানদের জন্য প্রদা চালুর আবেদন করে আঁটছে, বিভিন্ন সময়ে একাডেমিক কাউন্সিলের বিষয়টি উপস্থিত হল সবাই একমত পোষণ না করে পোষ্য কোটা চালু করা সম্ভব হয়নি, এবছরের মার্চ মাসেই শিক্ষার্থীরা ভর্তি ও কর্মচারীরা পোষ্য কোটা দাবি করেন আন্দোলনের আল্টিমেটাম দেন, শিক্ষকদের একাত্মতা প্রকাশ, তার পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতি কোটাপদ্ধতি অনুমোদন ছাত্র-ছাত্রী কোটায় ভর্তি হয়।


শিক্ষক হিসেবে আমার প্রাপ্য

 আমি শিক্ষক হিসেবে আমার প্রাপ্য সব সুযোগ-সুবিধা পারছিনা, সুযোগ সুবিধা পাচ্ছিনা বিশ্ববিদ্যালয় বাইরেও প্রশাসন কাজে যুক্ত আমরা তারপর বিশেষ ব্যবস্থা থাকবে, আমাদের কোনো সহকর্মীর জুড়ালো ও বেশি মাত্রায় সোচ্চার ছিল কোটা পদ্ধতি চালুর ব্যাপারে নিজেদের সুযোগ সুবিধা আদায়ে আমরা বেশ তৎপর ।


সরকারি চাকরিতে জেলা কোটার শতকরা হার

১৯৯১ ইংরেজি সনের আদমশুমারি অনুযায়ী জেলার জনসংখ্যার ভিত্তিতে সংশোধন করা হইল এই সংশোধনীর যুক্ত তালিকায় দেখানো হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্থাপন মন্ত্রণালয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলাওয়ারী সার্জারি করা হয়, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলায় জনসংখ্যা বৃদ্ধির নতুন সৃষ্টির কারণে জেলাওয়ারি পথ বিতরণের হার সংশোধনের প্রয়োজন।


১৯৯১ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে সংশোধন

 ১৯৯১ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে সংশোধন হইল  সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার ভিত্তিতে ৬৪  জেলার পথ বিতরণ এর শতকরা হার ক্রমিক নং জেলার জনসংখ্যা অনুসারে শতকরা ।


 আপনার এলাকার কোটা পদ্ধতি বের করার নিয়ম

আপনার এলাকার কোটা পদ্ধতি বের করার নিয়ম আপনি নিজে নিজেই আপনার এলাকার কোটা পদ্ধতি বের করতে পারেন প্রথমে দেখবেন আপনার এলাকায় জনসংখ্যা কত আছে অর্থাৎ ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী আপনার এলাকার লোকসংখ্যা অর্থাৎ জনসংখ্যা কত এটা জেনে আপনি প্রথমে সারা বাংলাদেশের জনসংখ্যার সাথে আপনি আপনার জেলার জনসংখ্যা দিয়ে ভাগ দিবেন এরপর যেটা আসবে সেটা দিয়ে ১০০ দিয়ে গুন দিবেন আপনার ফলাফল চলে আসবে এভাবে আপনি আপনার ইউনিয়ন এ কত লোক সংখ্যা আছে আপনি এই নিয়ম অনুযায়ী আপনার ইউনিয়নের গ্রামের কোটা পদ্ধতি বের করতে পারেন।


এর মধ্যে বিশেষ কথা হল আপনি যে দপ্তর/পরিদপ্তর/ মন্ত্রণালয় এর জন্য আবেদন করতে চান ওই দপ্তরে সর্বমোট পদ সংখ্যা জানতে হবে খালি পদ সংখ্যা জানতে হবে এবং কোটা পদে কতজন কর্মরত আছে সেটা জানতে হবে তারপর আপনাকে নির্ধারণ করতে হবে অর্থাৎ এখানে আর এক বিষয় আপনাকে জানা থাকতে হবে। 


মনে করি, বাংলাদেশের জনসংখ্যা ১৮,০০০,০০০ জন ও ঢাকা বিভাগের জনসংখ্যা ২,০০০,০০০ জন। তাহলে ২০০০০০০ / ১৮০০০০০০*১০০=১১.১১১১১১১১১১১১ জন।

 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা গাইবান্ধা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

গাইবান্ধা জেলার শূন্য পদের সংখ্যা  - ৭৯০ জন

গাইবান্ধা সদর এ শূন্য পদের সংখ্যা - ১৬৮ জন

গোবিন্দগঞ্জ এ শূন্য পদের সংখ্যা - ১৫০ জন

পলাশ বাড়ী এ শূন্য পদের সংখ্যা - ২০০ জন

ফুলছড়ি এ শূন্য পদের সংখ্যা - ১৫১ জন

সাদুল্যাপুর এ শূন্য পদের সংখ্যা - ১১৫ জন

সাঘাটা এ শূন্য পদের সংখ্যা - ৮৪ জন

সুন্দরগঞ্জ এ শূন্য পদের সংখ্যা - ৭৩ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ভোলা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

ভোলা জেলার মোট শূন্য পদ সংখ্যা ১০৩৯ জন

ভোলা সদর এ শূন্য পদের সংখ্যা - ১৯৯জন

বোরহানউদ্দীন এ শূন্য পদের সংখ্যা - ১৫৭ জন

দৌলতখান এ শূন্য পদের সংখ্যা - ১০৬ জন

লালমোহন এ শূন্য পদের সংখ্যা - ২১২ জন

তজিমউদ্দীন এ শূন্য পদের সংখ্যা - ১১০ জন

চরফ্যাশন এ শূন্য পদের সংখ্যা - ২১২ জন

মনপুরা এ শূন্য পদের সংখ্যা - ৪৩ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা হবিগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

হবিগঞ্জ জেলার মোট শূন্য পদ সংখ্যা ২৭৬ জন

হবিগঞ্জ সদর এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

বাহুবল এ শূন্য পদের সংখ্যা ২৬ জন

চুনারুঘাট এ শূন্য পদের সংখ্যা ৫৭ জন

মাদবপুর এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

লাখাই এ শূন্য পদের সংখ্যা ১৯ জন

নবীগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৩০ জন

আজমেরীগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১৯ জন

বালিয়াচং এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা কুমিল্লা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

কুমিল্লা জেলার মোট শূন্য পদ সংখ্যা ১১০৮ জন

আদর্শসদর এ শূন্য পদের সংখ্যা ৬১ জন

লাকসাম এ শূন্য পদের সংখ্যা ৪৫ জন

দেবিদ্বার এ শূন্য পদের সংখ্যা ৪০ জন

মুরাদনগর এ শূন্য পদের সংখ্যা ১২৪ জন

দাউদকান্দি এ শূন্য পদের সংখ্যা ১৪৪ জন

চৌদ্দগ্রাম এ শূন্য পদের সংখ্যা ১১৪ জন

ব্রাহ্মণপাড়া এ শূন্য পদের সংখ্যা ৫৮ জন

বরুড়া এ শূন্য পদের সংখ্যা ৭৭ জন

বুড়িচং এ শূন্য পদের সংখ্যা ১৪ জন

চান্দিনা এ শূন্য পদের সংখ্যা ৭০ জন

হোমনা এ শূন্য পদের সংখ্যা ৪২ জন

লাঙ্গলকোট এ শূন্য পদের সংখ্যা ১৫৭ জন

মেঘনা এ শূন্য পদের সংখ্যা ২৪ জন

মনোহরগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৯৮ জন

তিতাস এ শূন্য পদের সংখ্যা ৮৯ জন

সদরদক্ষিণ এ শূন্য পদের সংখ্যা ১১ জন

লালমাই এ শূন্য পদের সংখ্যা ৪০ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা টাঙ্গাইল জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

টাঙ্গাইল জেলার মোট শূন্য পদ সংখ্যা ৬১৭ জন

টাঙ্গাইল সদর এ শূন্য পদের সংখ্যা ৪৫ জন

ঘাটাইল এ শূন্য পদের সংখ্যা ৬৫ জন

মধুপুর এ শূন্য পদের সংখ্যা ৫১ জন

সখীপুর এ শূন্য পদের সংখ্যা ৭১ জন

গোপালপুর এ শূন্য পদের সংখ্যা ৭৯ জন

বাসাইল এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

দেলদোয়ার এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

মির্জাপুর এ শূন্য পদের সংখ্যা ৪৮ জন

কালিহাতি এ শূন্য পদের সংখ্যা ৬৪ জন

নাগরপুর এ শূন্য পদের সংখ্যা ৫৬ জন

ভূঁয়াপুর এ শূন্য পদের সংখ্যা ৪৩ জন

ধনবাড়ী এ শূন্য পদের সংখ্যা ৩৪ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা নাটোর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

নাটোর জেলার মোট শূন্য পদ সংখ্যা ৭৭০ জন

গুরুদাসপুর এ শূন্য পদের সংখ্যা ৯০ জন

নাটোরসদর এ শূন্য পদের সংখ্যা ১০৫ জন

সিংড়া এ শূন্য পদের সংখ্যা ২১১ জন

বড়াইগ্রাম এ শূন্য পদের সংখ্যা ৯৬ জন

বাগাতিপাড়া এ শূন্য পদের সংখ্যা ৫৬ জন

লালপুর এ শূন্য পদের সংখ্যা ১১৩ জন

নলডাঙ্গা এ শূন্য পদের সংখ্যা ৯৯ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ঝালকাঠি জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

ঝালকাঠি জেলার মোট শূন্য পদ সংখ্যা ১৬৫ জন

ঝালকাঠি এ শূন্য পদের সংখ্যা ৬১ জন

নলসিটি এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

রাজাপুর এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

কাঠালিয়া এ শূন্য পদের সংখ্যা ৪৩ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ময়মনসিংহ জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

ময়মনসিংহ জেলার মোট শূন্য পদ সংখ্যা ৯০১ জন

ময়মনসিংহ সদর এ শূন্য পদের সংখ্যা ৪৪ জন

ফুলবাড়িয়া এ শূন্য পদের সংখ্যা ৯৩ জন

ত্রিশাল এ শূন্য পদের সংখ্যা ৫৬ জন

মুক্তাগাছা এ শূন্য পদের সংখ্যা ৫৮ জন

নান্দাইল এ শূন্য পদের সংখ্যা ৬১ জন

গফূরগাঁও এ শূন্য পদের সংখ্যা ৭২ জন

গৌরিপুর এ শূন্য পদের সংখ্যা ৮৪ জন

ঈশ্বরগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

হালুয়াঘাট এ শূন্য পদের সংখ্যা ৯৪ জন

ফুলপুর এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

ধুবাউড়া এ শূন্য পদের সংখ্যা ৪৩ জন

ভালূকা এ শূন্য পদের সংখ্যা ৬৫ জন

তারাকান্দা এ শূন্য পদের সংখ্যা ৭২ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা মুন্সিগঞ্জ জেলার থানাসমূহের শূণ্য পদের নিয়োগের হিসাবঃ

মুন্সিগঞ্জ জেলার মোট শূণ্য পদ সংখ্যা ৪০৪ জন

গজারিয়া এ শূণ্য পদের সংখ্যা ৫৬ জন

সিরাজদিখান এ শূণ্য পদের সংখ্যা ৭৫ জন

টঙ্গীবাড়ী এ শূণ্য পদের সংখ্যা ৮৫ জন

লৌহজং এ শূণ্য পদের সংখ্যা ৯৮ জন

শ্রীনগর এ শূণ্য পদের সংখ্যা ৫০ জন

মুন্সিগঞ্জ সদর এ শূণ্য পদের সংখ্যা ৪০ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা পিরোজপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

পিরোজপুর জেলার মোট শূন্য পদ সংখ্যা ৩৬২ জন

পিরোজপুর সদর এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

কাউখালি এ শূন্য পদের সংখ্যা ১১ জন

নাজিরপুর এ শূন্য পদের সংখ্যা ৮১ জন

ভান্ডারিয়া এ শূন্য পদের সংখ্যা ৬৬ জন

নেছারাবাদ এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

জিয়ানগর এ শূন্য পদের সংখ্যা ৩০ জন

মঠবাড়ীয়া এ শূন্য পদের সংখ্যা ৮৯ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ফরিদপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

ফরিদপুর জেলার মোট শূন্য পদ সংখ্যা ২৯৯ জন

ফরিদপুর সদর এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

নগরকান্দা এ শূন্য পদের সংখ্যা ২৬ জন

বোয়ালমারি এ শূন্য পদের সংখ্যা ৩২ জন

ভাঙ্গা এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

মধুখালী এ শূন্য পদের সংখ্যা ৩২ জন

চরভদ্রসন এ শূন্য পদের সংখ্যা ১৮ জন

আলফাডাঙ্গা এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

সদরপুর এ শূন্য পদের সংখ্যা ৫৫ জন

সালথা এ শূন্য পদের সংখ্যা ৩০ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা চাঁপাইনবাবগঞ্জ জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট শূন্য পদ সংখ্যা ৩২৭ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর এ শূন্য পদের সংখ্যা ৭৯ জন

শিবগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১১৬ জন

গোমস্তাপুর এ শূন্য পদের সংখ্যা ৬২ জন

নাচোল এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

ভোলাহাট এ শূন্য পদের সংখ্যা ২১ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা বরিশাল জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

বরিশাল জেলার মোট শূন্য পদ সংখ্যা ৫৯৩ জন

আগৈলঝাড়া এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

উজিরপুর এ শূন্য পদের সংখ্যা ৭৩ জন

গৌরনদী এ শূন্য পদের সংখ্যা ৩৪ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৬৭ জন

বাকেরগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১১৭ জন

বানারীপাড়া এ শূন্য পদের সংখ্যা ৪৪ জন

বাবুগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৬৩ জন

মুলাদী এ শূণ্য পদের সংখ্যা ৫৮ জন

মেহেন্দীগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৮০ জন

হিজলা এ শূন্য পদের সংখ্যা ২৮ জন

হাকিমপুর এ শূন্য পদের সংখ্যা ৪৭ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা লালমনিরহাট জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

লালমনিরহাট জেলার মোট শূন্য পদ সংখ্যা ৪২৭ জন

লালমনিরহাট সদর এ শূন্য পদের সংখ্যা ৬৮ জন

আতিদমারি এশূন্য পদের সংখ্যা ৭৮ জন

কালিগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১০২ জন

হাতিবান্ধা এ শূন্য পদের সংখ্যা ১১২ জন

পাটগ্রাম এ শূন্য পদের সংখ্যা ৬৭ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা রাজশাহী জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

রাজশাহী জেলার মোট শূন্য পদ সংখ্যা ৫৯৩ জন

পুটিয়া এ শূন্য পদের সংখ্যা ৩৯ জন

গুদাগাড়ি এ শূন্য পদের সংখ্যা ৮৬ জন

চারঘাট এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

তানোর এ শূন্য পদের সংখ্যা ৭৮ জন

দূর্গাপুর এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

পূর্বা এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

বীরামপুর এ শূন্য পদের সংখ্যা ১১৭ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা সুনামগঞ্জ জেলার থানাসমূহের শূন্যপদের নিয়োগের হিসাবঃ

সুনামগঞ্জ জেলার মোট শূন্য পদ সংখ্যা ৫৬৬ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৪০ জন

দোয়ারাবাজার এ শূন্য পদের সংখ্যা ৪০ জন

বিশ্বসম্ভপুর এ শূন্য পদের সংখ্যা ৩১ জন

ছাতক এ শূন্য পদের সংখ্যা ৫৭ জন

তাহিরপুর এ শূন্য পদের সংখ্যা ৭৩ জন

জামালগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৬০ জন

ধর্মপাশা এ শূন্য পদের সংখ্যা ৯০ জন

সাল্লা এ শূন্য পদের সংখ্যা ৫৪ জন

দিরাই এ শূন্য পদের সংখ্যা ৬১ জন

জগন্নাথপুর এ শূন্য পদের সংখ্যা ৩৫ জন

দক্ষিণসুনামগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ২৫ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা দিনাজপুর জেলার থানাসমূহের শূন্যপদের নিয়োগের হিসাবঃ

দিনাজপুর জেলার মোট শূন্য পদ সংখ্যা ১৮৮৪ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ১৮৮ জন

কাহারৌল এ শূন্য পদের সংখ্যা ১২২ জন

বোচাগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১৩৩ জন

পার্বতীপুর এ শূন্য পদের সংখ্যা ২০৯ জন

খানসামা এ শূন্য পদের সংখ্যা ১৪৪ জন

ঘোড়াঘাট এ শূন্য পদের সংখ্যা ৬৮ জন

চিরিরবন্দর এ শূন্য পদের সংখ্যা ১৯৮ জন

নবাবগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১৪৯ জন

ফূলবাড়ী এ শূন্য পদের সংখ্যা ১১০ জন

বিরল এ শূন্য পদের সংখ্যা ১৬৮ জন

বিরামপুর এ শূন্য পদের সংখ্যা ১১৭ জন

বীরগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ২৩১ জন

হাকিমপুর এ শূন্য পদের সংখ্যা ৪৭ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা যশোর জেলার থানাসমূহের শূন্যপদের নিয়োগের হিসাবঃ

যশোর জেলার মোট শূন্য পদ সংখ্যা ৬০৫ জন

যশোর সদর এ শূন্য পদের সংখ্যা ১১০ জন

অভয়নগর  এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

কেশবপুর  এ শূন্য পদের সংখ্যা ৮৩ জন

চৌগাছা  এ শূন্য পদের সংখ্যা ৭৪ জন

বাঘারপাড়া  এ শূন্য পদের সংখ্যা ৩৭ জন

ঝিকোরগাছা  এ শূন্য পদের সংখ্যা ৫৪ জন

মণিরামপুর  এ শূন্য পদের সংখ্যা ১৪৭ জন

শার্শা  এ শূন্য পদের সংখ্যা ৫১ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা গোপালগঞ্জ জেলার থানাসমূহের শূন্যপদের নিয়োগের হিসাবঃ

গোপালগঞ্জ জেলার মোট শূন্য পদ সংখ্যা ২৫৩ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ১১৬ জন

কোটালিপাড়া এ শূন্য পদের সংখ্যা ১৩ জন

কাশিয়ানি এ শূন্য পদের সংখ্যা ৩৫ জন

টুঙ্গিপাড়া এ শূন্য পদের সংখ্যা ০৪ জন

মুকসুদপুর এ শূন্য পদের সংখ্যা ৮৫ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা সিরাজগঞ্জ জেলার থানাসমূহের শূন্যপদের নিয়োগের হিসাবঃ

সিরাজগঞ্জ জেলার মোট শূন্য পদ সংখ্যা ৪৬১ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ২২ জন

কামারখান্দ এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

কাজিপুর এ শূন্য পদের সংখ্যা ৪৭ জন

রায়গঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১৭ জন

টারাস এ শূন্য পদের সংখ্যা ২২ জন

উল্লাপাড়া এ শূন্য পদের সংখ্যা ৫১ জন

শাহাদাতপুর এ শূন্য পদের সংখ্যা ৮৯ জন

বেলকুচি এ শূন্য পদের সংখ্যা ৫৭ জন

চাউহালি এ শূন্য পদের সংখ্যা ৮৭ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার থানাসমূহের শূন্যপদের নিয়োগের হিসাবঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট শূন্য পদ সংখ্যা ৩৭৬ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৩৩ জন

সড়াইল এ শূন্য পদের সংখ্যা ৪৮ জন

নাছিরনগর এ শূন্য পদের সংখ্যা ৪৫ জন

বিজয়নগর এ শূন্য পদের সংখ্যা ৩৪ জন

কসবা এ শূন্য পদের সংখ্যা ৭৫ জন

বাঞ্ছারামপুর এ শূন্য পদের সংখ্যা ৩৮ জন

নবীনগর এ শূন্য পদের সংখ্যা ৭৪ জন

আশুগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১২ জন

আখাউড়া এ শূন্য পদের সংখ্যা ১৭ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা চট্টগ্রাম জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

চট্টগ্রাম জেলার শূন্য পদের সংখ্যা  - ৫৭৩ জন

বাঁশখালি এ শূন্য পদের সংখ্যা ৪৪ জন

রাউজান এ শূন্য পদের সংখ্যা ২৪ জন

সন্দ্বীপ এ শূন্য পদের সংখ্যা ৪৫ জন

ফটিকছড়ি এ শূন্য পদের সংখ্যা ৮০ জন

পটিয়া এ শূন্য পদের সংখ্যা ৩৩ জন

আনেয়ারা এ শূন্য পদের সংখ্যা ২২জন

বোয়ালখালি এ শূন্য পদের সংখ্যা ১৯ জন

লোখাগাড়া এ শূন্য পদের সংখ্যা ৩৮ জন

ডবলমোড়িং এ শূন্য পদের সংখ্যা ০৭ জন

চন্দনাইশ এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

হাটহাজারি এ শূন্য পদের সংখ্যা ৩১ জন

রাঙ্গুনিয়া এ শূন্য পদের সংখ্যা ৫৩ জন

মিরসরাই এ শূন্য পদের সংখ্যা ৪২ জন

শিতাকুন্ড এ শূন্য পদের সংখ্যা ২৩ জন

পাহাড়তলী এ শূন্য পদের সংখ্যা ১৪ জন

বন্দর এ শূন্য পদের সংখ্যা ০৯ জন

পাঁচলাইশ এ শূন্য পদের সংখ্যা ১২ জন

চান্দগাঁও এ শূন্য পদের সংখ্যা ১২ জন

কোতোয়ালি এ শূন্য পদের সংখ্যা ০০ জন

সাতকানিয়া এ শূন্য পদের সংখ্যা ৪০ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা বরগুনা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

বরগুনা জেলার শূন্য পদের সংখ্যা  - ৩৯৬ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ১১৫ জন

বেতাগি এ শূন্য পদের সংখ্যা ৫৪ জন

আমতলী এ শূন্য পদের সংখ্যা ৭৯ জন

তালতলী এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

বামনা এ শূন্য পদের সংখ্যা ১৯ জন

পাথরঘাটা এ শূন্য পদের সংখ্যা ৮৩ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা জয়পুরহাট জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

জয়পুরহাট জেলার শূন্য পদের সংখ্যা  - ১১৬ জন

আক্কেলপুর এ শূন্য পদের সংখ্যা ১৬ জন

কালাই এ শূন্য পদের সংখ্যা ১২ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

পাঁচবিবি এ শূন্য পদের সংখ্যা ৩৭ জন

ক্ষেতলাল এ শূন্য পদের সংখ্যা ১০ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা বগুড়া জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

বগুড়া জেলার শূন্য পদের সংখ্যা  - ৬৩৫ জন

আদমদিঘী এ শূন্য পদের সংখ্যা ৩৮ জন

কাহালু এ শূন্য পদের সংখ্যা ৪০ জন

গাবতলী এ শূন্য পদের সংখ্যা ৭১ জন

দুপচাচীয়া এ শূন্য পদের সংখ্যা ২০ জন

ধুনট এ শূন্য পদের সংখ্যা ১০৫ জন

নন্দীগ্রাম এ শূন্য পদের সংখ্যা ৪৩ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ২২ জন

শীবগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৫৮ জন

শেরপুর এ শূন্য পদের সংখ্যা ৫৮ জন

শারিয়াকান্ধি এ শূন্য পদের সংখ্যা ৮২ জন

সোনাতলা এ শূন্য পদের সংখ্যা ৬২ জন

শাহজাহানপুর এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ঢাকা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

ঢাকা জেলার শূন্য পদের সংখ্যা  - ১৬৮ জন

মিরপুর এ শূন্য পদের সংখ্যা ১৩ জন

মোহাম্মদপুর এ শূন্য পদের সংখ্যা ০৬ জন

ধানমন্ডি এ শূন্য পদের সংখ্যা ০২ জন

লালবাগ এ শূন্য পদের সংখ্যা ০৫ জন

কোতোয়ালি এ শূন্য পদের সংখ্যা ০১ জন

সূত্রাপুর এ শূন্য পদের সংখ্যা ০১ জন

ক্যান্টনমেন্ট এ শূন্য পদের সংখ্যা ০১ জন

মতিঝিল এ শূন্য পদের সংখ্যা ০০ জন

তেঁজগাও এ শূন্য পদের সংখ্যা ০০ জন

রমনা এ শূন্য পদের সংখ্যা ০০ জন

গুলশান এ শূন্য পদের সংখ্যা ০৭ জন

ডেমরা এ শূন্য পদের সংখ্যা ১০ জন

কেরানিগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ২৬ জন

দোহার এ শূন্য পদের সংখ্যা ০০ জন

ধামরাই এ শূন্য পদের সংখ্যা ৩০ জন

নবাবগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

সাভার এ শূন্য পদের সংখ্যা ৩০ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা পাবনা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

পাবনা জেলার শূন্য পদের সংখ্যা  - ৪৬১ জন

সোজানগর এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

ভাঙ্গুরা এ শূন্য পদের সংখ্যা ৫৬ জন

আটঘটিয়া এ শূন্য পদের সংখ্যা ৩২ জন

ফরিদপুর এ শূন্য পদের সংখ্যা ৩৫ জন

বেড়া এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

ঈশ্বরদী এ শূন্য পদের সংখ্যা ৩২ জন

সাথিয়া এ শূন্য পদের সংখ্যা ৮৮ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৫৯ জন

চাটমোহর এ শূন্য পদের সংখ্যা ৬৪ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা বাগেরহাট জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

বাগেরহাট জেলার শূন্য পদের সংখ্যা  - ৫৪৪ জন

কচুয়া এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

চিতলমারি এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

মোল্লারহাট এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

ফকিরহাট এ শূন্য পদের সংখ্যা ২২ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

মোংলা এ শূন্য পদের সংখ্যা ৩৭ জন

মোড়লগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১৬৯ জন

রামপাল এ শূন্য পদের সংখ্যা ৫৯ জন

শরণখোলা এ শূন্য পদের সংখ্যা ৭৮ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা শেরপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

শেরপুর জেলার শূন্য পদের সংখ্যা  - ৪১৩ জন

ঝিনাইগাতি এ শূন্য পদের সংখ্যা ৫৫ জন

নালিতাবাড়ি এ শূন্য পদের সংখ্যা ৫৮ জন

শ্রীবরদী এ শূন্য পদের সংখ্যা ১১৬ জন

নকলা এ শূন্য পদের সংখ্যা ৬২ জন

শেরপুর সদর এ শূন্য পদের সংখ্যা ১২২ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা মেহেরপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

মেহেরপুর জেলার শূন্য পদের সংখ্যা  - ১৪২ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৪৬ জন

গাংনী এ শূন্য পদের সংখ্যা ৮২ জন

মুজিবনগর এ শূন্য পদের সংখ্যা ১৪ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা চুয়াডাঙ্গা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

চুয়াডাঙ্গা জেলার শূন্য পদের সংখ্যা  - ১৬১ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৫৫ জন

আলমডাঙ্গা এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

জীবননগর এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

হামুড়হুদা এ শূন্য পদের সংখ্যা ২৮ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা সাতক্ষীরা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

সাতক্ষীরা জেলার শূন্য পদের সংখ্যা  - ৪৯০ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৬১ জন

শ্যামনগর এ শূন্য পদের সংখ্যা ৮৯ জন

দেবহাটা এ শূন্য পদের সংখ্যা ২২ জন

তালা এ শূন্য পদের সংখ্যা ৯৬ জন

কালীগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৮৪ জন

কলারোয়া এ শূন্য পদের সংখ্যা ৬৫ জন

আশাশুনী এ শূন্য পদের সংখ্যা ৭৩ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা কুষ্টিয়া জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

কুষ্টিয়া জেলার শূন্য পদের সংখ্যা  - ৩৬৩ জন

কুমারখালী এ শূন্য পদের সংখ্যা ৬৭ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৪৭ জন

খোকসা এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

দৌলতপুর এ শূন্য পদের সংখ্যা ১১১ জন

ভেড়ামারা এ শূন্য পদের সংখ্যা ২৩ জন

মিরপুর এ শূন্য পদের সংখ্যা ৭৯ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা কক্সবাজার জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

কক্সবাজার জেলার শূন্য পদের সংখ্যা  - ২৩৩ জন

রামু এ শূন্য পদের সংখ্যা ২২ জন

উখিয়া এ শূন্য পদের সংখ্যা ৩৮ জন

মহেশখালী এ শূন্য পদের সংখ্যা ১৭ জন

কুতুবদিয়া এ শূন্য পদের সংখ্যা ২৩ জন

চকরিয়া এ শূন্য পদের সংখ্যা ৫৯ জন

টেকনাফ এ শূন্য পদের সংখ্যা ২৪ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৩৪ জন

পেকুয়া এ শূন্য পদের সংখ্যা ১৬ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা সিলেট জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

সিলেট জেলার শূন্য পদের সংখ্যা  - ৩৩১ জন

সিলেট এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

কানাইঘাট এ শূন্য পদের সংখ্যা ৩৫ জন

বিশ্বনাথ এ শূন্য পদের সংখ্যা ২৮ জন

কোম্পানিগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৩৪ জন

ফেঞ্চুগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ০৮ জন

জৈন্তাপুর এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

গোয়াইনঘাট এ শূন্য পদের সংখ্যা ৩৩ জন

গোপালগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৩৪ জন

জকীগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

বিরানীবাজার এ শূন্য পদের সংখ্যা ৩২ জন

দক্ষিনসুরমা এ শূন্য পদের সংখ্যা ২৯ জন

ওসমানীনগর এ শূন্য পদের সংখ্যা ২৩ জন


 ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা ফেনী জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

ফেনী জেলার শূন্য পদের সংখ্যা  - ৫৬১ জন

ফেনী সদর এ শূন্য পদের সংখ্যা ১৫৩ জন

সোনাগাজী এ শূন্য পদের সংখ্যা ১১০ জন

দাগনভূঞা এ শূন্য পদের সংখ্যা ১০২ জন

ছাগলনাইয়া এ শূন্য পদের সংখ্যা ৭৮ জন

ফুলগাজী এ শূন্য পদের সংখ্যা ৬৭ জন

পরশুরাম এ শূন্য পদের সংখ্যা ৫১ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা নওগাঁ জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

নওগাঁ জেলার শূন্য পদের সংখ্যা  - ৮৩৩ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৬৪ জন

আত্রাই এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

ধামুরহাট এ শূন্য পদের সংখ্যা ৭৮ জন

নিয়ামতপুর এ শূন্য পদের সংখ্যা ৯০ জন

পত্নীতলা এ শূন্য পদের সংখ্যা ৯৭ জন

বদলগাছী এ শূন্য পদের সংখ্যা ৮৭ জন

মহাদেবপুর এ শূন্য পদের সংখ্যা ৯১ জন

মান্দাই এ শূন্য পদের সংখ্যা ৩৯ জন

রানীনগর এ শূন্য পদের সংখ্যা ৭৬ জন

সাপাহার এ শূন্য পদের সংখ্যা ৭৩ জন

পৌরসায় এ শূন্য পদের সংখ্যা ৯৭ জন


২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা জামালপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

জামালপুর জেলার শূন্য পদের সংখ্যা  - ২২৯ জন

সরিষাবাড়ী এ শূন্য পদের সংখ্যা ৩৩ জন

মেলান্দহ এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

দেওয়ানগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ১৭ জন

বকশিগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৩০ জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

ইসলামপুর এ শূন্য পদের সংখ্যা ৬১ জন

মাদারগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৬৬ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা খুলনা জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

খুলনা জেলার শূন্য পদের সংখ্যা  - জন

তেরখাদা এ শূন্য পদের সংখ্যা ৪৯ জন

ফুলতলা এ শূন্য পদের সংখ্যা ৬৩ জন

পাইকগাছা এ শূন্য পদের সংখ্যা ৩৭ জন

রুপসা এ শূন্য পদের সংখ্যা ৭৭ জন

ডুমুরিয়া এ শূন্য পদের সংখ্যা ৭৩ জন

কয়রা এ শূন্য পদের সংখ্যা ৮৯ জন

দাকোপ এ শূন্য পদের সংখ্যা ৪১ জন

দিঘলিয়া এ শূন্য পদের সংখ্যা ৫২ জন

বঠিয়াঘাটা এ শূন্য পদের সংখ্যা ৬৬ জন


  ২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা চাঁদপুর জেলার থানাসমূহের শূন্য পদের নিয়োগের হিসাবঃ

চাঁদপুর জেলার শূন্য পদের সংখ্যা  - জন

সদর এ শূন্য পদের সংখ্যা ৭৮ জন

হাজীগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ৩৬ জন

কচুয়া এ শূন্য পদের সংখ্যা ৫৩ জন

ফরিদগঞ্জ এ শূন্য পদের সংখ্যা ২৫ জন

মতলব এ শূন্য পদের সংখ্যা ৪৪ জন

হাইমচর এ শূন্য পদের সংখ্যা ৬২ জন

সাহরাস্তী এ শূন্য পদের সংখ্যা ৫১ জন

২০২২  সালের আদমশুমারি অনুযায়ী কোটা এছাড়া সরকারী শূন্যপদ সহ মোট শূন্যপদসমূহ আরো বৃদ্ধি পাবে।

 বিভিন্ন দপ্তরে সরকারি বেসরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান নতুন পদ তৈরি হচ্ছে তাই শূন্যপদের কোটা  কমবেশি হতে পারে আবার অনেক জেলা এখানে উল্লেখ নেই আমরা সঠিক তথ্য পাই নি বিধায় অনেক জেলা উল্লেখ করতে পারিনি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের জেলাগুলোর নাম আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের সঠিক উত্তর জানানোর চেষ্টা করি।


Previous Post
Next Post
Related Posts