সরকারি মটরগাড়ি চালক গন/৪র্থ শ্রেণীর কর্মচারীগণ যারা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন অনেকেই জানেন না কীভাবে আপনি সাজ পোশাকের জন্য আবেদন করবেন অনেকেই জানেন না মটরগাড়ি চালক ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগণ সরকারি দপ্তর হতে পোশাক পেয়ে থাকেন তাই আমরা এখন জানাবো আপনি কিভাবে এই পোশাকের জন্য দপ্তর প্রধানের নিকট আবেদন করবেন আবেদনের নমুনা আমরা নিচে দিয়ে দিলাম।
বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
শেরে বাংলা নগর
আগারগাঁও ঢাকা ১২০৭
বিষয়: সাজ-পোশাকের জন্য আবেদন।
মহোদয়
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী গত মে /২০১৪/ ইং মাসে বাংলাদেশ বেতার এ মটরগাড়ি চালক/অফিস সহায়ক/ এমএলএসএস গার্ড পদে যোগদান করি জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিবহন অধিশাখার আদেশে সাজ-পোশাকের প্রাপ্যতার পুনর্নির্ধারণ অনুযায়ী প্রতি দুই বছর পর পর পোশাক প্রাপ্য আমার দুই বছর পূর্ণ হয়েছে আমি এযাবত সাজ পোশাক পাইনি।
এমত অবস্থায় প্রথম যোগদানের পর থেকে আজ পর্যন্ত কোনসাজ পোশাকে আমাকে প্রদান করা হয় নাই ।
অতএব বিনীত প্রার্থনা যে আমাকে সাজ পোশাক প্রদানের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
মটরগাড়ি চালক
বাংলাদেশ বেতার
আগারগাঁও ঢাকা