আলমডাঙ্গা উপজেলার পটভূমি History of Alamdanga upazilla
উপজেলা, আলমডাঙ্গা উপজেলার নামকরণ নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায় না, স্থানীয় প্রবীণ ও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতায় উপজেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, তবে কথিত আছে যে একজা আলম ফকির নামে একজন কামেল সাধক ইতিহাস প্রসিদ্ধ কোন নদীর তীরে উঠে আলমডাঙ্গার উপকণ্ঠে তার আস্তানা গড়ে তোলে, সেই থেকে ওই সাধকের নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় আলমডাঙ্গা, বিভিন্ন সময় আলমডাঙ্গা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়, কালের পরিক্রমায় এটি থানা এবং পর্যায়ক্রমে উপজেলা হিসেবে ঘোষিত হয়।
উপজেলার ভৌগলিক অবস্থান অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আলমডাঙ্গা উপজেলা ২৩ ৩৭ ডিগ্রী সেলসিয়াস উত্তরাংশ থেকে ২৩.৫০ ডিগ্রি এবং ৮৮.৪৭ ডিগ্রী পূর্ব দাগিমা থেকে ৮৯.০০ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
১৮৬২ সালে কলকাতার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলে রেলপথের পূর্ববঙ্গের সঙ্গে আলমডাঙ্গা যোগাযোগ সুবিধাজনক টাকায় ব্যবসা- বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠে, বর্তমানে এখানে প্রায়৪১ হাট-বাজার রয়েছে এসকল হাটে বিভিন্ন ধরনের পশু পাখি কৃষিপণ্য প্রভৃতি আমদানি ঘটে থাকে।
আলমডাঙ্গা উপজেলা
আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন সমূহ
আলমডাঙ্গা উপজেলায় বর্তমানে ১৫টি ইউনিয়ন রয়েছে
- ১নং ভাংবাড়ী ইউনিয়ন পরিষদ
- ২নং হারদি ইউনিয়ন পরিষদ
- ৩নং কুমারী ইউনিয়ন পরিষদ
- ৪নং বাড়াদি ইউনিয়ন পরিষদ
- ৫নং গাংলি ইউনিয়ন পরিষদ
- ৬নং খাদিমপুর ইউনিয়ন পরিষদ
- ৭নং জেহালা ইউনিয়ন পরিষদ
- ৮নং বেলগাছি ইউনিয়ন পরিষদ
- ৯নং ডাউকি ইউনিয়ন পরিষদ
- ১০নং জামজামি ইউনিয়ন পরিষদ
- ১১নং নাগদাহ ইউনিয়ন পরিষদ
- ১২নং খাসকইরা ইউনিয়ন পরিষদ
- ১৩নং কালিদাসপুর ইউনিয়ন পরিষদ
- ১৪নং চিৎলা ইউনিয়ন পরিষদ
- ১৫নংআইলহাশ ইউনিয়ন পরিষদ
একনজরে আলমডাঙ্গা
একনজরে আলমডাঙ্গা উপজেলা
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
- আলমডাঙ্গা উপজেলার ইতিহাস History of Alamdanga upazilla
- আলমডাঙ্গা উপজেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নাম Renowned people of Alamdanga upazilla
- আলমডাঙ্গা উপজেলার নামকরণের ইতিহাস Naming History of Alamdanga upazill
- আলমডাঙ্গা উপজেলার গ্রামের সংখ্যা village of Alamdanga upazilla
- আলমডাঙ্গা উপজেলার জনসংখ্যা population of Alamdanga upazilla
- আলমডাঙ্গা উপজেলার উপজেলা upazila of Alamdanga upazilla
- খুলনা বিভাগের মানচিত্র map of khulna division
- আলমডাঙ্গা উপজেলার মানচিত্র map of Alamdanga upazilla
- কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান Institution of kustia district
- আলমডাঙ্গা উপজেলার পৌরসভা কয়টি
- আলমডাঙ্গা উপজেলার গুলোর নাম Thana name of Alamdanga upazilla
আলমডাঙ্গা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর নাম
আলমডাঙ্গা উপজেলার মানচিত্র