Bangladesh Ansar and VDP Question & Ans // প্রশ্ন- ও- উত্তর- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

 


প্রশ্ন- ও- উত্তর- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 

Bangladesh Ansar and VDP

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

 প্রশ্ন ও উত্তর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনী

 সচরাচর জিজ্ঞাসা



আপনি কি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে Bangladesh Ansar and VDP চাকরি করবেন এই চিন্তা করছেন, যদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একজন গর্বিত সদস্য হতে চান, তাহলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ এ যোগ দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন বাংলাদেশ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিজেকে যোগ্য মনে করতে হলে তাহলে নিচের বিস্তারিত দেখুন।


প্রশ্ন আমি কি চাকরি করতে পারবো?

উত্তর ; হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকা সাপেক্ষে আনসার এ চাকরি করতে পারবেন।


প্রশ্ন সাধারন আনসার এর চাকরি করতে কি কি যোগ্যতা লাগে ?

 সাধারন আনসার এর চাকরি করতে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়

উত্তর ১।  বয়স; ১৮ হতে ৩০ বছর।


২। শিক্ষাগত যোগ্যতা; ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। তবে এসএসসি বা তদূর্ধ্ব ডিগ্রিধারী গনকে প্রশিক্ষণ গ্রহণের অধিকার দেওয়া হয়।


৩। উচ্চতা; সর্বনিম্ন ১৬০ সেন্টিমিটার অর্থাৎ ৫ - ৪ “পুরুষের ক্ষেত্রে এবং সর্বনিম্ন ১৫০সেন্টিমিটার অর্থাৎ ৫ -  ০“ মহিলার ক্ষেত্রে।


৪। প্রশিক্ষণ ; অবশ্যই ৭২দিনের মৌলিক প্রশিক্ষণের অংশগ্রহণ করতে উত্তীর্ণ হতে হবে।


৫। বুকের মাপ; ৭৫ সেন্টিমিটার হতে 80 সেন্টিমিটার অর্থাৎ ৩০“ - ৩২“


৬। দৃষ্টিশক্তি; ৬/৬


প্রশ্ন ৭। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে সাথে কি কি আনতে হবে ?

উত্তর; সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক নাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হয়। প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া.৫৯ -  পরিচ্ছন্ন প্রদান করা হয়।


প্রশ্ন ৮।  এই প্রশিক্ষণে কি কি ফি আছে ?

উত্তর; এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন সদস্য নিকট হতে কোন অর্থ গ্রহণ করা হয় না।


 প্রশ্ন ৯। প্রশিক্ষণ শেষ পড়ে আমি কোথায় কাজ করতে পারবো ?

উত্তর; এ প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কেপিআই/ গুরুত্বপূর্ণ সংস্থা অঙ্গীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করে থাকে। প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য/ সদস্যগণ দুর্গাপূজা, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অঙ্গীভূত হয়ে থাকেন।


 প্রশ্ন ১০। আমি কতদিন সাধারন আনসার চাকরি করতে পারবো ?

উত্তর ;চাকরি হওয়ার পর ৩ তিন বছর।


প্রশ্ন ১১। স্মার্ট কার্ড কি ?

উত্তর ;স্মার্ট কার্ড হচ্ছে এক ধরনের প্রযুক্তিগত সম্পূর্ণ কার্ড, এতে একজন আনসার এর সকল চাকুরীরত তথ্য জমা থাকে ।


বিগত ১০ বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বর্তমান সরকারের কার্যক্রম সমূহ 


মহিলা আনসার

২০১৪ সালে ৬৭২ টি মহিলা আনসার পদ সৃষ্টি করে রাজস্ব খাতে অস্থায়ী কর্মচারী হিসেবে  নিয়োগ প্রদান করা হয়


ব্যাটালিয়ন আনসারের চাকুরী স্থায়ীকরণ

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৫ বছর সন্তোষজনক চাকুরীকাল সাপেক্ষে ২০০১ সাল থেকে ব্যাটেলিয়ান আনসার স্থায়ীকরণ শুরু হয়। বর্তমানে তার উদ্যোগে স্থানীয় ১৫ বছর থেকে ৬ বছরের হ্যাশ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১-১৩  ধাপে বর্তমানে মোট ১২০২২ জন স্থায়ী ব্যাটেলিয়ান আনসার হিসেবে কর্মরত।


 পদ পরিবর্তন

বর্তমান সরকার ২০০৯ সালের ২২শে, মে থেকে বাহিনীর কর্মকর্তা/কর্মচারী এবং  ব্যাটেলিয়ান আনসারদের পূর্ণাঙ্গ পারিবারিক রেশন চালু করেন।


সদস্য -  সদস্যদের ভাতা বৃদ্ধি

বর্তমান সরকারের আমলে অঙ্গীভূত আনসার দের ভাতা বৃদ্ধি করুন করা হয়েছে।


খাকি পোশাক পরিবর্তন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহ বিডিপি দলনেত্রী ও সদস্যদের পোশাক পরিবর্তন করা হয়েছে। সাধারণ ভিডিপির খাকি পোশাকের পরিবর্তে নতুন পোশাক প্রদান করা হয়। কর্মকর্তাদের জন্য ওয়ার্কিং ড্রেস পরিবর্তন হয়েছে।


সেবা পদক চালু

২০১৩ সাল হতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সেবা পদক চালু করা হয়েছে। চলতি বছরে ৯৭ জন কে পদক দেওয়া হয়েছে।


আর্থিক অনুদান

কর্মরত অবস্থায় ওয়াইফাই ব্যাটেলিয়ান আনসার ও সাধারন আনসারদের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।


 শিক্ষাবৃত্তি

বাহিনীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যা সদস্যদের সন্তানদের শিক্ষার মনোনয়ন আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে জেএসসি-জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব ও সাফল্য অর্জন কারীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে।


জাতীয় সমাবেশ পুরস্কার 

বিগত অর্থবছরের সকল কর্মকান্ডের জন্য ব্যাটেলিয়ান আনসার আনসার ভিডিপি সদস্যদের মাঝে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।


স্মার্ট কার্ড প্রবর্তন

সাধারন আনসারদের স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে অঙ্গীভূত করণ প্রক্রিয়া দ্রুততর স্বচ্ছ করা হয়েছে।


নতুন ব্যাটেলিয়ান প্রতিষ্ঠিত

অএ বাহিনীর একটি নতুন আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।


স্থায়ী ব্যাটেলিয়ান আনসার সদস্য/ সদস্যদের দৈনিক রেশন ভাতা বৃদ্ধি করুন

স্থায়ী ব্যাটেলিয়ান আনসার সদস্য/ সদস্যদের বর্তমান প্রাপ্ত দৈনিক ভাতা ৫০.৭০ টাকা হতে বৃদ্ধি করে ৮০.০০  টাকা  পুনরায় নির্ধারণ করা হয়েছে।


অঙ্গীভূত আনসার দের মহার্ঘ ভাতা প্রদান

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োজিত আনসার সদস্যদের প্রত্যাশী সংস্থা কর্তৃক ব্যয়ভার বহনের শর্ত মাসিক সর্বনিম্ন ১৫০০ টাকা হারে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছে।


গার্ডের আনুষঙ্গিক খাতের সংগৃহীত অর্থে উন্নতিকরণ


অঙ্গীভূত সংস্থাসমূহের নিরস্ত্র  ও সশস্ত্র  গার্ডের জন্য আনুষঙ্গিক খাতের সংগৃহীত অর্থে ১০% তে ১৫% ২০ পার্সেন্ট হারে উন্নতিকরণের অনুমোদন প্রদান করা হয়েছে।


অবকাঠামো নির্মাণ

১৫টি আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর এর নির্মাণকাজ চলমান আনসার ভিডিপি একাডেমিতে সুইমিংপুল, অফিসার ও ২টি মাল্টিপারপাস প্রশিক্ষণ শেড নির্মাণ করা হয়েছে।


প্রশিক্ষণ

২০১৩-১৪ অর্থবছরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চালু করা হয়েছে।


 স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ব্যাটেলিয়ান সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞদের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ২২ জন ব্যাটেলিয়ান আনসার সদস্য লিপিড প্রোফাইল সহ নানাবিদ প্যাথলজি পরীক্ষা প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।


 যৌথবীমা

সংস্থায় কর্মরত অঙ্গীভূত সাধারন আনসার সদস্যদের যৌথবীমা ও সঞ্চয়ী আমানত এর ব্যবস্থা করা হয়েছে।


ক্রিয়া প্রশিক্ষণ

একাডেমিতে ক্রিয়া অবকাঠামোগত উন্নতি করা হয়েছে। বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে।


সুবিধা গণনা

উপজেলা/ থানা প্রশিক্ষণার্থীদের ৫০ পার্সেন্ট সরকারি চাকরির পেনশন সুবিধা গণনা করা হয়েছে।


 প্রক্রিয়াধীন কার্যক্রম


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন ১৯৯৫

আনসার বাহিনী গঠন প্রণীতকল্পে আইন

Bangladesh Ansar and VDP

আনসার বাহিনী আইন-১৯৯৫

আনসার বাহিনী আইন, ১৯৯৫
আনসার বাহিনী গঠনকল্পে প্রণীত আইন৷
 যেহেতু আনসার বাহিনী গঠন এবং তত্সম্পর্কিত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-      
             
       
সংক্ষিপ্ত শিরোনামা           
১৷ এই আইন আনসার বাহিনী আইন, ১৯৯৫ নামে অভিহিত হইবে৷
       
 সংজ্ঞাঃ   
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-

(ক) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(খ) “বাহিনী” অর্থ এই আইনের অধীন গঠিত আনসার বাহিনী;

(গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(ঘ) “মহাপরিচালক” অর্থ ধারা ৪ এর অধীন নিযুক্ত মহাপরিচালক৷
            
 আনসার বাহিনী গঠন           
৩৷ (১) এই আইনের বিধান অনুযায়ী আনসার বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হইবে৷

(২) বাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২ এ প্রদত্ত “শৃংখলা বাহিনী” সংজ্ঞার অর্থে একটি শৃংখলা বাহিনী হইবে৷     
                  
তত্ত্বাবধান ও পরিচালনা           
৪৷ বাহিনী সরকারের সার্বিক তত্ত্বাবধান থাকিবে, এবং এই আইন ও বিধি এবং উহাদের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত আদেশ ও নির্দেশ অনুযায়ী সরকার কর্তৃক নিযুক্ত একজন মহাপরিচালকের পরিচালনাধীন থাকিবে৷    
 
                 
       
কর্মকর্তা, কর্মচারী ইত্যাদি           
৫৷ আনসার অধিদপ্তরের জন্য সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে যে সকল কর্মকর্তা ও কর্মচারী থাকিবেন তাহারা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন৷
       
                  
       
বাহিনীর শ্রেণীবিভাগ, ইত্যাদি           
৬৷ (১) বাহিনীর দুই শ্রেণীর আনসার থাকিবে, যথা:-

(ক) সাধারণ আনসার; ও

(খ) অংগীভূত আনসার৷

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত উভয় শ্রেণীর আনসার প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যথাক্রমে তালিকাভুক্ত ও অংগীভূত হইবেন এবং তাহাদের ভাতা, পোশাক, প্রশিক্ষণ, ইত্যাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷

(৩) সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসাবে থাকিবেন এবং জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে, প্রয়োজন হইলে, মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা তাহাদিগকে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান করিতে পারিবেন৷

(৪) অংগীভূত আনসার কোন সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে মহাপরিচালক এতদুদ্দেশ্যে তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার নির্দেশে যে কোন নিরাপত্তামূলক ও আইন-শৃংখলার দায়িত্ব পালন করিবার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত হইবেন৷             
       
বাহিনীর পদ           
৭৷ আনসার বাহিনীর বর্ণিত সকল বা যে কোন পদ থাকিবে, যথা:-

(ক) থানা কোম্পানী কমান্ডার;

(খ) সহকারী থানা কোম্পানী কমান্ডার;

(গ) প্লাটুন কমান্ডার;

(ঘ) সহকারী প্লাটুন কমান্ডার;

(ঙ) হাবিলদার;

(চ) নায়েক;

(ছ) ল্যান্স নায়েক;

(জ) আনসার৷
            
আনসার ইউনিট গঠন           
৮৷ মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রত্যেক জেলায় বাহিনীর এক বা একাধিক আনসার ইউনিট গঠন করিতে পারিবে এবং উহাদের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷

ব্যাখ্যা৷- এই ধারায় ইউনিট অর্থে সেকশন, প্লাটুন, কোম্পানী ও ব্যাটালিয়নকে বুঝাইবে৷           
       
বাহিনীর দায়িত্ব, ইত্যাদি           
৯৷ (১) বাহিনীর প্রধান দায়িত্ব হইবে-

(ক) জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের অধীন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান এবং অন্য কোন নিরাপত্তামূলক কাজে অংশগ্রহণ করা;

(খ) দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোন জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা৷

(২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত বিধানের সামগ্রীকতাকে ক্ষুণ্ন না করিয়া, বাহিনী, সরকারের নির্দেশে, িনুবর্ণিত বাহিনীসমূহকে সহায়তা ও সাহায্য প্রদান করিবে, যথা:-

(ক) স্থল বাহিনী;

(খ) নৌ-বাহিনী;

(গ) বিমান বাহিনী;

(ঘ) বাংলাদেশ রাইফেলস্‌;

(ঙ) পুলিশ বাহিনী;

(চ) ব্যাটালিয়ান আনসার৷
       
 অস্ত্র ও গোলাবারুদ বহন           
১০৷ সরকার কর্তৃক প্রণীত নীতিমালা এবং তত্কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশ ও আরোপিত শর্ত সাপেক্ষে, বাহিনীর সদস্যগণ অস্ত্র ও গোলাবারুদ বহন ও ব্যবহার করিতে পারিবেন৷
            
আদেশ পালনে বাধ্যবাধকতা           
১১৷ (১) বাহিনীর সকল সদস্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাহাদিগকে প্রদত্ত আইনানুগ আদেশ পালন করিতে বাধ্য থাকিবেন৷

(২) অংগীভূত আনসারদের ক্ষেত্রে Police Act, 1861 (Act V of 1861) এর এবং উহার অধীন প্রণীত শৃংখলাজনিত বিধান প্রযোজ্য হইবে৷
           
ক্ষমতা অর্পণ           
১২৷ মহাপরিচালক এই আইনের অধীন তাহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব প্রয়োজনবোধে, লিখিত আদেশ দ্বারা, তাহার অধীনস্থ যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন৷
           
বিধি প্রণয়নের ক্ষমতা           
১৩৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন৷
            
প্রবিধান প্রণয়নের ক্ষমতা           
১৪৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন৷     
রহিতকরণ ও হেফাজত           
১৫৷ (১) Ansars act, 1948 (E.P. Act VII of 1948) অতঃপর উক্ত এ্যাক্ট বলিয়া উল্লেখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

(২) উক্ত এ্যাক্ট এর অধীন গঠিত আনসার বাহিনীর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ এই আইন প্রবর্তনের সংগে সংগে উহার অধীন গঠিত বাহিনীর সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ হইবে৷

(৩) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে উক্ত এ্যাক্ট এর অধীন আনসার বাহিনীতে নিযুক্ত বা কর্মরত সকল তালিকাভুক্ত বা অংগীভূত আনসার এই আইনের অধীন তালিকাভুক্ত বা অংগীভূত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন৷

(৪) উক্ত এ্যাক্টের অধীন প্রণীত এবং এই আইন প্রবর্তনের তারিখে বলবত্ সকল বিধি ও প্রবিধান, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে৷

(৫) সরকার বা উক্ত এ্যাক্টের অধীন নিযুক্ত মহাপরিচালক কর্তৃক উক্ত এ্যাক্ট এর অধীন গঠিত আনসার বাহিনী সম্পর্কে প্রদত্ত সকল আদেশ বা নির্দেশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধন না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে৷


Previous Post
Next Post
Related Posts