Forms for construction of Rajuk Bhavan by capital Development Authority !! রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভবন নির্মাণ ফরমসমূহ

 


Forms for construction of Rajuk Bhavan by capital Development Authority !! রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভবন নির্মাণ ফরমসমূহ

রাজউকের ইতিহাস

১৯৫৩ সালে প্রণীত The  Town Improvement Act ১৯৫৩ (East Bengal Act) Act No.=১৯৫৩ আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ এর উন্নয়ন ও পরিদর্শনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্বপ্রথম ধাকা ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট ডিআইটি প্রতিষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরিবর্তে ১৯৮৭ উক্ত আইন সংশোধনের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক হিসেবে পরিবর্তিত হয়। ১৯৮৭ পরিধি বিস্তৃত হয় ৫৯০ বর্গ মাইল এলাকায়  সাভার, কেরানীগঞ্জ ও অন্যান্য  এলাকায়। ১৯৫৯  সালে ঢাকায় ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট সর্বপ্রথম ঢাকা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়। এই প্লান এর আওতায় প্রাথমিকভাবে ২২০ বর্গমাইল এলাকা অন্তর্ভুক্ত ছিল যা পরবর্তীতে ৩২০  বর্গমাইলে উন্নতি করা হয়েছে। ১৯৯৫ সালে ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা DMDP এর আওতায় ৫৯০  বর্গ মাইল এলাকায় কৌশলগত পরিকল্পনা এবং ২০১০  সালে ডিটেল এরিয়া প্লান ড্যাপ প্রণয়ন করা হয় । বর্তমানে চেয়ারম্যান এবং পাঁচজন সদস্য দেশ পরিচালনায় রাজধানী ঢাকা ও এর আশপাশে শহর অঞ্চল ও পদাবলী নিয়ে গঠিত হয় ঢাকা মেট্রোপলিটন এলাকা নিয়ে ১২০ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রাজউক রাজধানী ঢাকা পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


১৯৮৭ সালে রাজউকের পরিধি বিস্তৃত হয় ৫৯০  বর্গ মাইল এলাকায়  সাভার, কেরানীগঞ্জ ও অন্যান্য এলাকা। ১৯৫৯ সালে ঢাকায় ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) কর্তৃক সর্বপ্রথম ঢাকা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়।


রাজউক এর কাজ কি?

রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিচালনা ও বাস্তবায়ন করে থাকে। এর পূর্ব নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট (ডি আই টি)।


সদর দপ্তর: রাজউক ভবন, রাজউক এভিনিউ, মতিঝিল ঢাকা।


রাজউক এর পূর্ব নাম কি ছিল? ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট ( ডি আই টি)


পরিবর্তিত সংস্থা: ঢাকা উন্নয়ন


রাজউক   গঠিত: ৩০  এপ্রিল ১৯৮৭ খ্রিস্টাব্দে তারিখে।


রাজউক কোন মন্ত্রণালয়ের অধীনে?

রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।


রাজউকের চেয়ারম্যান এর নাম কি?

জনাব মোঃ আনিছুর রহমান মিঞা ০৪ জুন ২০২২, তারিখের চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে কর্ম শুরু করেন।

রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এপিডি অনুবিভাগ পরিষদের দায়িত্ব পালন করেন।


রাজউক ওয়েবসাইট

 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক http://www.rajuk.gov.bd/


ঢাকার কোন এলাকায় কত তলা বাড়ি/ভবন নির্মাণ করার অনুমতি রয়েছে দেখুন:


রাজউকের নতুন ড্যাপ এর সুপারিশ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কুড়িল, খিলক্ষেত, নিকুঞ্জ এলাকায় ৬ তলা, উত্তরা এলাকায় ৭ তলা, গুলশান, বনানী, বারিধারা এলাকায় ৬ থেকে ৮ তলা, মিরপুর এলাকায় ৪ থেকে ৭ তলা, মোহাম্মদপুর, লালমাটিয়া এলাকায় ৫ থেকে ৮ তলা উচ্চতার ভবন নির্মাণ করা যাবে।


ইমারত নির্মাণ বিধিমালা

রাজউকের এই অধ্যাদেশের পর ১৯৫২ সালে ইমারত নির্মাণ আইন করা হয়, যা ১৯৫৩ সালে কার্যকর করা হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর এই আইন সংশোধন করা হয়। ইমারত নির্মাণ ও জলধার খনন নিবারণের জন্য বিধান কর্তৃক এই আইন প্রণয়ন করা হয়। 


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ফরমসমূহ জন্য আবেদন করুন  অনলাইনে 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এর ফরমসমূহ


পাইল এবং বেজমেন্ট তৈরির জন্য আবেদন PDF Form


গভীর ভিত্তি, পাইলিং ও বেজমেন্টের জন্য

যেহেতু সম্পাদনকারী রাজউক বরাবরে উল্লেখিত জমিতে গভীর ভিত্তি পাইলিং অনুমোদনের জন্য প্ল্যান দাখিল করেছেন।

যেহেতু রাজউক পূর্ব বর্ণিত গভীর ভিত্তি/ পাইলিং/ বেজমেন্ট নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনুমোদনের জন্য  সম্মত হয়েছে,

সেহেতু মালিক স্বত্তাধিকারি উক্তরূপে গভীর  ভিত্তি / পাইলিং/ নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনুমোদনের জন্য

নির্মাণ সংলগ্ন ভূমির কোনো ক্ষয়ক্ষতি হইলে সেই সম্পর্কে রাজউকে দায়মুক্তি প্রদানের নিমিত্তে এই বন প্রদান করিয়াছে।যেহেতু সম্প্রদানকারি এই মর্মে ইনডেমনিটি সম্প্রদান করিতে সম্মত হয়েছেন যে গভীর ভিত্তি/ পাইলিং/ নির্মাণের অনুমোদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সকল শর্ত আরোপ করিবে তাহার প্রদানকারী মানিয়া চলিতে

এক্ষুনি উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিম্নলিখিত শর্ত উল্লেখ অঙ্গীকারনামা সম্প্রদান করা হইল।

গভীর ভিত্তি/ পাইলিং/ বেজমেন্ট নির্মাণের জন্য ভূমির স্বত্বাধিকারী নকশা অনুমোদনের বিবেচনা সম্প্রদান কারী এইভাবে দায়িত্বভার পালন করিবেন যে সকল সময়ের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ এবং যেকোনো ধরনের ক্ষতি সাধন কিংবা দায়বদ্ধতা হইতে মুক্তি রাখি ব্যবহারভিত্তিক খননের সময় হোক বা নির্মাণকালে অথবা উক্ত নির্মাণের পরেই হোক না কেন


পাইল এবং বেজমেন্ট তৈরির জন্য আবেদন




সম্পূর্ণতা রিপোর্ট এবং ভোগ দখল সার্টিফিকেটের জন্য আবেদন PDF Form


সম্পূর্ণতা রিপোর্ট এবং ভোগ দখল সার্টিফিকেটের জন্য আবেদন

সমাপ্তি অবহিত করণ পত্র ও বসবাস বা ব্যবহার সনদ অকুপেন্সি  সার্টিফিকেট এর জন্য আবেদন


প্রতি

 অথরাইজড অফিসার

 ও

 সদস্য সচিব, ইমারত নির্মাণ কমিটি……

 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা


 আমি/ আমরা আপনার দপ্তরকে এই মর্মে অবহিত করিতেছি যে ……….  তারিখে রাজু কর্তৃক অনুমোদিত ইমারত নির্মান অনুমোদন পত্র মোতাবেক ইমারত/ প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছেG  এই ব্যাপারে সংশ্লিষ্ট কারিগরি/ পেশাজীবী ব্যক্তিবর্গের প্রতিবেদন, তাহাদের স্বাক্ষরিত মূল নকশা অনুলিপি, প্রতিবেদন, সমাপ্ত ভবনের নকশা  সংযুক্ত করা হলো


জমি/প্লট এর অবস্থান ও পরিমাণ


 সিটি কর্পোরেশন/ পৌরসভা/ গ্রাম/ মহল্লা

 মৌজা  ও  থানার নাম

সিট নং

 সেক্টর নং

 বাহুর মাপ সহ জমি/প্লট এর পরিমাণ

 সিএস/ আর এস দাগ নম্বর

  ব্লগ  নং

 ওয়ার্ড নং

 জমি/ প্লোট এ বিদ্যামান বাড়ি/ কাঠামোর বিবরণ


আমি/ আমরা প্রত্যয়ন করিতেছি যে নিম্নে প্রদত্ত তথ্যবলি ইমারত নির্মাণ বিধিমালার বিবিধ শর্তাবলী পূরণ করে ব্যবহারযোগ্য তার জন্য নির্মিত ইমারত  


সম্পূর্ণতা রিপোর্ট এবং ভোগ দখল সার্টিফিকেটের জন্য আবেদন ফরম





বিশেষ প্রকল্প আবেদন 

বিশেষ প্রকল্প আবেদন PDF Form

বৃহদায়তন বা বিশেষ ধরনের প্রকল্পের জন্য বিশেষ প্রকল্প ছাড়পত্রের আবেদন

একটি অঙ্গীকারনামা দিতে হবে আমি/ আমরা প্রত্যয়ন করিতেছি যে, উপরের উল্লেখিত তথ্যসমূহ ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ বিধিমালা 2008  এফ বি তে বর্ণিত উপযুক্ততা পূরণ করে এবং আমার/ আমাদের জ্ঞান অনুযায়ী প্রদত্ত তথ্যগুলো সঠিকG অনুমোদিত হওয়ার পর যেকোন ভুল তথ্য বা অসামঞ্জস্যতার কারণে অথবা সরকারের যেকোন প্রয়োজনের ভবিষ্যতে কর্তৃপক্ষ এই বিশেষ প্রকল্প ছাড়পত্র বাতিল করিতে পারিবেন তাছাড়া এই বিধিমালার আওতায় অন্য যেকোন তথ্য বলিবা দলিলাদি প্রদানের বাধ্য থাকিব


বিশেষ প্রকল্প আবেদন

বৃহদায়তন বা বিশেষ ধরনের প্রকল্পের জন্য বিশেষ প্রকল্প ছাড়পত্রের আবেদন






কারিগরি ব্যক্তি কর্তৃক প্রত্যয়ন পত্র PDF Form

কারিগরি ব্যক্তি কর্তৃক প্রত্যয়ন পত্র

কারিগরি ব্যক্তি কর্তৃক প্রত্যায়ন পত্র নির্মাণ কাজে নিয়োজিত অন্যান্য কারিগরি ব্যক্তিবর্গের তালিকা সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা রাজউক ভবন ঢাকা বরাবর কারিগরি ব্যক্তি কর্তৃক প্রত্যায়ন পত্র জন্য আবেদন করতে হবে সেখানে জমি এর অবস্থান ও পরিমাণ উল্লেখ করতে হবে


কারিগরি ব্যক্তি কর্তৃক প্রত্যয়ন পত্র




নির্মাণ অনুমোদনের জন্য আবেদন PDF Form

নির্মাণ অনুমোদনের জন্য আবেদন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা নির্মাণ অনুমোদনের জন্য আবেদন পত্র নির্মাণ অনুমোদনের জন্য আবেদনকারীর নাম বর্তমান ঠিকানা প্রস্তাবিত ইমারতের ব্যবহারের ধরন প্রস্তাবিত জমি এর অবস্থান ও পরিমাণ প্রস্তাবিত উন্নয়নের কাজের বিস্তারিত তথ্য দিন নির্মিত ইমারত বা প্রকল্পের বিবরণ নির্মাণ অনুমোদনের জন্য পেশ কি দলিলাদি ও নকশার তালিকা


 আমি প্রত্যয়ন করিতেছি যে উপরে উল্লেখিত তথ্যসমূহ ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ বিধিমালা 2008 এর ভিত্তিতে বর্ণিত বিষয়াদি উপযুক্ততা পূরণ করে এবং আমার জ্ঞান অনুযায়ী প্রদত্ত সকল তথ্যাবলী সঠিক


নির্মাণ অনুমোদনের জন্য আবেদন




অনুমোদন আবেদন প্রত্যাখ্যান এর জন্য আপিল PDF Form

অনুমোদন আবেদন প্রত্যাখ্যান এর জন্য আপিল

নির্মান অনুমোদন আবেদন প্রত্যাখ্যান এর প্রেক্ষিতে আপিল আবেদন 

আমি/ আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিম্নোক্ত জমি প্লট নির্মান অনুমোদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করিতেছি, আমার/ আমাদের আপিল নিম্নবর্ণিত কারণসমূহের প্রেক্ষিতে পুনরায় সমীক্ষা যোগ্য, অনুগ্রহ করিয়া উল্লেখিত কারণসমূহের আলোকে আমাকে/ আমাদের কে নির্মান অনুমোদন প্রদানের জন্য কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ করার অনুরোধ জানাইতেছি


অনুমোদন আবেদন প্রত্যাখ্যান এর জন্য আপিল

নির্মান অনুমোদন আবেদন প্রত্যাখ্যান এর প্রেক্ষিতে আপিল আবেদন 




রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এর ফরমসমূহ জন্য আবেদন করুন  অনলাইনে 

প্লিস্থ লেভেল পর্যন্ত কাজ সম্পর্কে টেকনিকেল ব্যক্তির আবেদন PDF Form

প্লিস্থ লেভেল পর্যন্ত কাজ সম্পর্কে টেকনিকেল ব্যক্তিবর্গের প্রতিবেদন


প্লিস্থ লেভেল পর্যন্ত কাজ সম্পর্কে টেকনিকেল ব্যক্তিবর্গের প্রতিবেদন




বিশেষ প্রকল্প ছাড়পত্র প্রত্যাখ্যান এর বিরুদ্ধে আপিল আবেদন রাজউক

বিশেষ প্রকল্প ছাড়পত্র প্রত্যাখ্যান এর বিরুদ্ধে আপিল আবেদন রাজউক


প্রতি

 সভাপতি

 নগর উন্নয়ন কমিটি

 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা


 জনাব

 নিম্নে উল্লেখিত জমিতে প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিশেষ প্রকল্প ছাড়পত্রের জন্য আবেদন পত্র কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান হওয়ার প্রেক্ষিতে আমি/ আমরা গুহার বিরুদ্ধে আপিল করিতেছিG




জনশক্তি পরিবর্তনের জন্য আবেদন PDF Form

জনশক্তি পরিবর্তনের জন্য আবেদন

প্রতি

 অথরাইজড অফিসার ও সদস্য সচিব, ইমারত নির্মাণ কমিটি

 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা

 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ……  তারিখে নির্মান অনুমোদন পত্র মোতাবেক নিম্নোক্ত জমিতে ইমারত নির্মাণের জন্য কাজ চলিতেছে জমি/ প্লটের অবস্থান ও পরিমাণ

 নিম্নে উল্লেখিত কারিগরি ব্যক্তি যাহার সম্মতি নিম্নে প্রদত্ত ইতিপূর্বে নিয়োজিত ব্যক্তি কে প্রতিস্থাপন করিয়া বর্ণিত দায়িত্ব পালন করিবেন


জনশক্তি পরিবর্তনের জন্য আবেদন




নির্মাণকাজ শুরু এবং কারিগরি ব্যক্তিত্ব অনুমোদনের জন্য আবেদন PDF Form


নির্মাণকাজ শুরু এবং কারিগরি ব্যক্তিত্ব অনুমোদনের জন্য আবেদন 


নির্মাণ কাজ শুরু অবহিত করণ ও কারিগরি ব্যক্তিবর্গের প্রত্যায়ন বা সম্মতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা


 প্রতি

 অথরাইজড অফিসার

 ও সদস্য সচিব ইমারত নির্মাণ কমিটি

 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা

 আমি/ আমরা এই মর্মে জানাচ্ছি যে, নিম্নবর্ণিত জমি/ ইমারত নির্মাণ/ অপসারণ উপকরণ পরিবর্তনের জন্য স্মারক নং………… তারিখ……… এর মাধ্যমে প্রাপ্ত অনুমোদন অনুযায়ী আগামী………. তারিখে কাজ আরম্ভ করিতে হইবে


 জমির /প্লট  এর অবস্থান ও পরিমাণ


নির্মাণকাজ শুরু এবং কারিগরি ব্যক্তিত্ব অনুমোদনের জন্য আবেদন 




Previous Post
Next Post
Related Posts