সমাজসেবা অধিদপ্তর এ লিখিত পরীক্ষার ফলাফল এর তথ্য ২০২২ Exam Result,Information,
সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service - DSS) - এ ২১/১০/২০২২ তারিখে নিয়োগ পরীক্ষার হয়েছিল। সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service - DSS) এর রাজস্ব কাঠামোভুক্ত ৩য় শ্রেণির পরীক্ষার হয়েছে আগেই। এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফলাফল আসছে। সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী (ইউনিয়ন) পদে পরীক্ষার ফলাফল এর নতুন নোটিশ প্রকাশ হবে, ২০২২ তারিখে। এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করবে সমাজসেবা অধিদপ্তর । খুব শীঘ্রই বুয়েটের কারিগরি সহায়তায় ফলাফল দেখা যাবে, এ তথ্য নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর। www.dss.gov.bd
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ৪৬৩ পদের প্রিলি পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৬২,২৭০ জন। যেসকল পরীক্ষার্থীগণ ভালো পরীক্ষা দিয়েছেন সে সকল পরীক্ষার্থীদের জন্য সু-খবর। আবার যে সকল পরীক্ষার্থী চিন্তা করছেন লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করলে স্থায়ী ঠিকানা মৌখিক পরীক্ষা হলে ভালো হবে সে সকল পরীক্ষার্থীরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনার নিজ জেলায় অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেখানে আছে সে জেলাতে আপনার পরীক্ষা হবে না আপনার পরীক্ষা হবে ঢাকায় ।
সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service - DSS) এর রাজস্ব কাঠামোভুক্ত ৩য় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন)পদের লিখিত পরীক্ষার ফলাফল পত্রিকা, ক্ষুদে বার্তায় বা ওয়েবসাইটে জানানো হয়েছে। পরীক্ষাথীদের মধ্যে যারা যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন, তাদের প্রত্যেককে নিজ নিজ পরীক্ষার তারিখ ও কেন্দ্র জানতে সরকারী দপ্তরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.dss.gov.bd
সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service - DSS) - এ সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়োগের জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুন। পাশাপাশি বিজ্ঞপ্তি টি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।