উৎসব ভাতা প্রাপ্যতার নোটিশ



উৎসব ভাতা উৎসবের আগেই পাওয়ার অধিকার আছে সকল চাকরিজীবিদের। ইদুল ফিতর, ঈদুল আযহা, নববর্ষ, দূর্গাপূজা ধর্মভেদে সকল চাকরিজীবীগণই সরকারী সুবিধাটি পেয়ে থাকবেন। সরকারের ঘোষণা অনুযায়ী পেয়ে থাববেন। এমনকি সরকারী/আধা সরকারী/ সায়ত্বশাসিত/ রাষ্ট্রীয় মালিকানাধীন বা অন্যানা ক্ষেত্রে নবনিযুক্ত চাকরিজীবীগণ যে কোন উৎসবের আগেই এ উৎসব ভাতাটি পেয়ে থাকবেন।  অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন, এর জন্য দপ্তরে নোটিশ অনুযায়ী সকল চাকরিজীবীগণ উৎসবের আগেই এ উৎসব ভাতা পেয়ে থাকবেন। চাকরিজীবীদের উৎসব ভাতা প্রাপ্তির নোটিশ এ রয়েছে উৎসবের অল্প কিছুদিন আগে চাকরিতে যোগদান করলে ও সকল শ্রেণির চাকরিজীবীগণের উৎসব ভাতা প্রাপ্তির সুযোগ রয়েছে।

অর্থাৎ একজন নবনিযুক্ত কর্মচারী উৎসব অনুষ্ঠিত হওয়ার পূর্ববর্তী যে তারিখেই যোগদান করুন না কেন তিনি যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসাবে প্রাপ্ত হবেন। দেখুন অর্ত বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত নোটিশ।



যে কোন চাকরির সংবাদ পেতে আমাদের  সাথেই থাকুন। সরকারী, বেসরকারী, সায়ত্বশাসিত যে কোন চাকরি পেতে সব সময় পেজের সাথে থাকুন।

Previous Post
Next Post
Related Posts