সমাজসেবা অধিদপ্তর Department of Social services এর ইতিহাস
১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকায় বস্তি সমস্যা উদ্ভূত হয়, এ সমস্যা সমাধানে ১৯৫৫ সালে জাতিসংঘের পরামর্শে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় সমাজ কল্যাণ পরিদপ্তর। পরবর্তীতে কার্যক্রমের পরিধি বৃদ্ধির কারণে ১৯৭৮ সালে এই পরিদপ্তরকে সরকারের একটি স্থায়ী জাতিগঠনমূলক বিভাগ হিসেবে উন্নতি করা হয় এবং ১৯৮৪ একে সমাজসেবা অধিদপ্তর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১২ সালের ৪ জুন বাংলাদেশ সরকার ২রা জানুয়ারি কে সমাজসেবা দিবস হিসেবে ঘোষণা দেয়।
সমাজসেবা অধিদপ্তর গঠিত হয় ;- ১৯৬১
সমাজসেবা অধিদপ্তর এর ধরন ;- সরকারি
সমাজসেবা অধিদপ্তরে আইনি অবস্থা ;- সংক্রিয়
সমাজ কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠিত হয় ;- ১৯৬১ সালে
সমাজসেবা অধিদপ্তর হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ;- ১৯৮৪ সালে
সমাজসেবা অধিদপ্তর স্থায়ী জাতিগঠনমূলক বিভাগ হিসেবে উন্নতি করা হয় ;- ১৯৭৮ সালে
সমাজসেবা অধিদপ্তর অফিস সদর দপ্তর ; ঢাকা, বাংলাদেশ
সমাজসেবা অধিদপ্তর যে অঞ্চলে কাজ করে ; বাংলাদেশ
সমাজসেবা অধিদপ্তর দাপ্তরিক ভাষা ; বাংলা
সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক ; ডাক্তার আবুছালে মুস্তাফা কামাল
সমাজসেবা অধিদপ্তর প্রধান অঙ্গ ; সমাজকল্যাণ মন্ত্রণালয়
সমাজসেবা দিবস ; ২রা জানুয়ারি
সমাজসেবা দিবস হিসেবে ঘোষণা দেয় কত সালে ;২০১২ সালের ৪ জুন
ওয়েবসাইট ; সমাজসেবা অধিদপ্তর
বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী
হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন
বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ও বয়স্ক ভাতা পাওয়ার সহজ উপায় ২০২২
সমাজসেবা অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা হতে প্রদেয় সেবা সমূহের বিবরণ
Department of Social services সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম
সমাজসেবা অধিদপ্তরে বর্তমানে ১০৩২ টি কার্যালয়ের মাধ্যমে ৫৪টি কার্যক্রম পরিচালনা করছে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে।
- দারিদ্র নিরসন কার্যক্রম
- সামাজিক নিরাপত্তা কর্মসূচি
- প্রতিবন্ধকতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি
- শিশু সুরক্ষা মূলক কার্যক্রম
- প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি
- বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম
- প্রতিবন্ধকতা সামগ্রী উৎপাদন কেন্দ্র
- সেবামূলক কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম
- পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম
কর্মসূচিসমূহ
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা
- চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন
- অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
- হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
- প্রতিবন্ধকতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি
- ভিক্ষাবৃত্তিতে নিয়ে জনগোষ্ঠীর পূর্ণবর্গ বিকল্প কর্মসংস্থান
- বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
সমাজসেবা অধিদপ্তর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।১৯৫৫ সালে দেশের সমাজ কল্যাণ কার্যক্রম শুরু হলে ও ১৯৬১ সালে সমাজসেবা অধিদপ্তরের সৃষ্টি হয়। ষাটের দশকে সৃষ্টি পরিদপ্তর সমাজসেবা অধিদপ্তরের উন্নতি হয়েছে।
এ অধিদপ্তরের কার্যক্রম প্রথমদিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে অধিদপ্তর কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর, দেশের দুস্থ, অবহেলিত পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রস মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৯৪৭ সালের দেশ বিভক্তির পর তৎকালীন প্রদেশের রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ নানা সামাজিক সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা নিরসনে জাতিসংঘের বিশেষজ্ঞদের পরামর্শ Urban Community Development Board Dhaka এর আওতায় ১৯৫৫ সালে শহর সমাজসেবা কার্যালয় এবং সমাজ কল্যাণ পরিষদের আওতায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম গ্রহণ করা হয়, ১৯৪৫ সালে বঙ্গীয় ভবঘুরে আইন ১৯৪৪ সালে এতিম ও বিধবা সনদ আইনের আওতায় পরিচালিত সরকারি আশ্রয় কেন্দ্র এতিমখানা সরকারি শিশু পরিবার পরিচালনা দায়িত্বও ১৯৬১ সালে গ্রহণ করে সৃষ্টি হয় সমাজ কল্যাণ পরিদপ্তর, পরবর্তী সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণ বিস্তার কারণে ১৯৭৮ সালের সরকারের একটি স্থায়ী জাতিগঠন বিভাগ হিসেবে উন্নত ১৯৮৪ সালে সমাজসেবা অধিদপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদের আলোকে দেশের বিভিন্ন অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারের অভিপ্রায় বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে অধিদপ্তর পথিকৃৎ হিসেবে স্বীকৃতি, বয়স্ক ভাতা বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা, দুস্থ মহিলা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাকৃতিক ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় কর্মসূচি ইত্যাদি প্রবর্তন এর ক্ষেত্রে অধিদপ্তরের ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক হারে সমাদৃত।
বিভিন্ন কর্মসূচিকে প্রতিষ্ঠানিক টেকসই মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলা আয়নের জন্য কোন ১৯৬০ সালে The Probation of offenders ordinance ১৯৬১ সালে Registration and control ordinance, ২০১১ সালে ভবঘুরে হৃদয় ব্যক্তি পূর্ণবাসন আইন ২০১৩ সালের শিশু আইন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০০৬ সালে কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইনসহ উল্লেখযোগ্য সংখ্যক আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে।
এ অধিদপ্তর জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদ শিশু অধিকার সনদ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ইত্যাদি বাস্তবায়ন সক্রিয় ভূমিকা পালন করছে। প্রথমদিকে কল্যাণকামী দৃষ্টিভঙ্গি Welfare Approach নিয়ে কাজ করলেও বর্তমানে এ অধিদপ্তর অধিকার ও ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি Right Based and Empowerment Approach নিয়ে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করেছেন।
এ অধিদপ্তরের উল্লেখযোগ্য সংখ্যক উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য সেবারহাট সম্প্রতি সম্প্রসারিত করেছে এবং স্থাপন করেছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বেসরকারি উদ্যোগে গৃহীত প্রকল্পের সীমিত আকারে সরকারি সহায়তা। অনুপম দৃষ্টান্ত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা অধিদপ্তরে রয়েছে সার্থক প্রয়াস।
সমাজ দর্শন এবং উন্নয়ন কৌশল এর পরিপ্রেক্ষিতে এ বিশাল কর্মযোগ্যে নিয়োজিত সমাজকর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে সমাজসেবা ভবন উদ্বোধনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ২রা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস হিসেবে ঘোষণা করেন। ৪ জুন ২০১২ তারিখে মন্ত্রিসভা বৈঠকে জানুয়ারি মাসের ২ তারিখে জাতীয় সমাজসেবা দিবস ঘোষণা পূর্বক বিষয়টিকে (খ) ক্যাটাগরি হিসেবে তালিকাভুক্ত করা হয় এ দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজসেবার কর্মসূচিতে এসেছে নতুন প্রাণের সঞ্চার এবং সমাজকর্মীরা হয়ে উঠেছে উজ্জীবিত।
সমাজসেবা অধিদপ্তর এর নীতিমালা
ক্রমিক | শিরোনাম | প্রকাশের তারিখ | ডাউনলোড |
---|---|---|---|
৭ | জাতীয় প্রবীণ নীতিমালা, ২০১৩ | ২০১৩-১১-২৮ | |
৬ | জাতীয় শিশু নীতি ২০১১ | ২০১১-০৩-০১ | |
৫ | জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ | ২০১১-০২-০১ | |
৪ | জাতীয় শিক্ষা নীতি ২০১০ | ২০১১-০১-০২ | |
৩ | জাতীয় আইসিটি নীতিমালা ২০০৯ | ২০০৯-০১-০১ | |
২ | জাতীয় সমাজকল্যাণ নীতি ২০০৫ | ২০০৫-০১-০২ | |
১ | প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ১৯৯৫ | ১৯৯৫-০১-০১ |
সমাজসেবা অধিদপ্তর আইন ও বিধি
১ | কিশোর আদালত প্রতিষ্ঠা ও অধিক্ষেত্র | ২০০৩-০৭-১৫ | |
২ | The Voluntary Social Welfare Agencies (Registration and Control) Ordinance, 1961 এর আওতায় ফি বৃদ্ধি | ২০০৭-১১-২৫ | |
৩ | শিশু আইন ২০১৩ কার্যকর এর তারিখ নির্ধারণ | ২০১৩-০৮-১৮ | |
৪ | সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ (এস.আর.ও. নং ৩২২-আইন/২০১৩, তারিখ: ১৮ আশ্বিন ১৪২০/৩ অক্টোবর ২০১৩) | ২০১৩-১০-০৭ | |
৫ | বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ (hijra) হিসাবে চিহ্নিত করিয়া স্বীকৃতি প্রদান করা সংক্রান্ত। | ২০১৪-০১-২৬ | |
৬ | সমাজসেবা অধিদফতর ও সাইটসেভার্স কর্তৃক পরিচালিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যকক্রমে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি বেসরকারি সংস্থা এবং সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে স্টিয়ারিং কমিটি গঠন। | ২০১৪-০৩-১১ | |
৭ | সরকার কর্তৃক ১৫(পনের) সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী কমিটি পুনর্গঠন। | ২০১৪-০৫-২০ | |
৮ | সরকার কর্তৃক বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ পুনর্গঠন। | ২০১৪-০৫-২০ | |
৯ | সরকার কর্তৃক ‘নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট স্থাপন করা প্রসঙ্গে। | ২০১৪-০৬-০৯ | |
১০ | সরকার কর্তৃক ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট স্থাপন করা প্রসঙ্গে। | ২০১৪-০৬-২৭ | |
১১ | নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উপদেষ্টা পরিষদ গঠন করা প্রসঙ্গে। | ২০১৪-০৭-০৮ | |
১২ | নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ এর ধারা ১৩ (১) অনুসারে বর্ণিত সদস্য সমন্বয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা প্রসঙ্গে। | ২০১৪-০৭-০৮ | |
১৩ | নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উপদেষ্টা পরিষদ গঠন করা প্রসঙ্গে। | ২০১৪-০৭-১০ | |
১৪ | শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা প্রসঙ্গে। | ২০১৪-০৮-০৫ | |
১৫ | নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন অনুসারে বর্ণিত সদস্য সমন্বয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা প্রসঙ্গে। | ২০১৪-০৮-৩১ | |
১৬ | সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি ২০০৩ তারিখে জারীকৃত রেজুলুশন নং সকম/কর্ম-শাঃ/বাজাসকপ-১/২০০২-৯৮ এর সংশোধন করা প্রসঙ্গে। | ২০১৫-০১-০১ | |
১৭ | ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিধিমালা, ২০১৫ | ২০১৫-০৬-২২ | |
১৮ | নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিধিমালা, ২০১৫ | ২০১৫-০৯-০৯ | |
১৯ | প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৫ | ২০১৫-১১-২৪ | |
২০ | প্রবেশন অব অফেন্ডার্স বিধিমালা ১৯৭১ | ২০২০-০২-২৭ | |
২১ | কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা বিধিমালা ২০২০ | ২০২০-০৩-১৬ |
সমাজসেবা অধিদপ্তর আইন
ক্রমিক | শিরোনাম | প্রকাশের তারিখ | ডাউনলোড |
---|---|---|---|
১ | পরিত্যক্ত শিশুর অধিকার সুরক্ষা আইন, ২০২১খসড়া প্রেরণ | ২০২১-১২-০৭ | |
২ | প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ ( ২০১৩ সনের ৩৯ নং আইন ) | ২০১৩-১২-০৯ | |
৩ | নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ ( ২০১৩ সনের ৫২ নং আইন ) | ২০১৩-১১-১০ | |
৪ | পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ ( ২০১৩ সনের ৪৯ নং আইন ) | ২০১৩-১০-২৭ | |
৫ | শিশু আইন, ২০১৩ ( ২০১৩ সনের ২৪ নং আইন ) | ২০১৩-০৬-২০ | |
৬ | ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ ( ২০১১ সনের ১৫ নং আইন ) | ২০১১-০৯-২০ | |
৭ | তথ্য অধিকার আইন, ২০০৯ ( ২০০৯ সনের ২০ নং আইন ) | ২০০৯-০৪-০৬ | |
৮ | সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৪০ নং আইন ) | ২০০৯-০২-২৪ | |
৯ | কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬ ( ২০০৬ সনের ৪৮ নং আইন ) | ২০০৬-১০-১১ | |
১০ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ ( ২০০৬ সনের ৩৯ নং আইন ) | ২০০৬-১০-০৮ | |
১১ | মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ ( ২০০৬ সনের ৩২ নং আইন ) | ২০০৬-০৭-১৬ | |
১২ | পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ( ২০০৬ সনের ২৪ নং আইন ) | ২০০৬-০৭-০৬ | |
১৩ | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ (বাংলা) ও তফসিল এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) বিধি, ১৯৬২ ও তফসিল ১, ২ (ক ফরম, খ ফরম, গ ফরম, ঘ ফরম, ঙ ফরম। (বাংলা) | ১৯৬২-০৮-২৯ | |
১৪ | THE VOLUNTARY SOCIAL WELFARE AGENCIES (REGISTRATION AND CONTROL) ORDINANCE, 1961 (ORDINANCE NO. XLVI OF 1961) | ১৯৬১-১২-০২ | |
১৫ | THE PROBATION OF OFFENDERS ORDINANCE, 1960 (ORDINANCE NO. XLV OF 1960) | ১৯৬০-১১-০১ | |
১৬ | THE ORPHANAGES AND WIDOWS’ HOMES ACT, 1944 (BENGAL ACT NO. III OF 1944) | ১৯৪৪-০৬-২৯ |