কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান প্রদান General medical grant

 


কর্মচারী কল্যাণ বোর্ড Employee Welfare Board

 ১ম তলা থেকে ১২ তলা

 জনপ্রশাসন মন্ত্রণালয় সেগুনবাগিচা ঢাকা

1st floor to 12th floor

Ministry of Public Administration Segunbagicha Dhaka



 কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান প্রদান

Payment of general medical grant from welfare fund


 বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ড এর কল্যাণ তহবিল হতে বোর্ডের তালিকাভূক্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সাধারণ চিকিৎসা অনুদান প্রদান করা হয়। লক্ষ্য করা যাচ্ছে যে, অনুদান প্রদানের ক্ষেত্রে প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়  অনুষদ পদ্ধতি হচ্ছে না। আবার কোন কোন বিভাগীয় কার্যালয় সহায়ক হিসেবে একই কর্মকর্তা/ কর্মচারীকে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সংক্রান্ত কাজে সম্পৃক্ত রাখা হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়।



ক্রমিক নং

রোগের নাম

সর্বোচ্চ মঞ্জুরীকৃত টাকার পরিমান

কিডনি  ও ডায়ালাইসিস

৪০.০০০/- 

ক্যান্সার ও  থ্যালাসেমিয়া

৪০.০০০/-

হূদরোগ CABG/PICA/AMI/RMI/DVD/TVS/SVD/PCI/IHD/NSTEMI/CHD

৪০.০০০/-

স্টোক/লিভার  সিরোসিস

৪০.০০০/-

সিজার অপারেশন/ জরায়ু অপারেশন/ নেত্রনালী অপারেশন/ পাইলস অপারেশন/ হার্নিয়া অপারেশন/

২৫.০০০/-

এজমা/ নিউমোনিয়া/ ডায়াবেটিস মেলিটাস/ চোখের চিকিৎসা

২০.০০০/-২৫.০০০/-

সর্দি, জ্বর, কাশি/ বাতজ্বর

১০.০০০/-১৫.০০০/-



অন্যান্য রোগের ক্ষেত্রে রোগের ধরন ও প্রকৃতি অনুযায়ী কমিটি অর্থমন্ত্রী প্রদান করবে। অনুদান মঞ্জুরি এ  হার বাস্তবতার নিরীক্ষার সময় পরিবর্তিত ও হতে পারে।


 মাসিক ভিত্তিতে প্রাপ্ত আবেদন সমূহ  সহায়ক কর্মকর্তা কর্তৃক প্রাথমিকভাবে যাচাই করে পরবর্তী মাসে ১ম সপ্তাহের মধ্যে বাসায় কমিটির সভা অনুষ্ঠান, ২য় সপ্তাহের মধ্যে কমিটির সভা অনুষ্ঠান এবং কমিটির সভা অনুষ্ঠানের ০৩ কার্যদিবসের মধ্যে একটি তালিকা ব্যাংকের নিশ্চিত করে প্রধান কার্যালয় কে অবহিত করার অনুশাসন প্রদান করা হলো।


কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান প্রদান নোটিশ

 Notice of payment of general medical grant from welfare fund




Previous Post
Next Post
Related Posts