45th BCS Exam Date // ৪৫তম বিসিএস নিয়োগ প্রিলি/লিখিত পরীক্ষার তারিখ ২০২৩
৪৫ তম বিসিএস এ নিয়োগের প্রিলি MCQ/ লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী ৪৫তম বি.সি.এস পরীক্ষা ২০২৩ এর বি.সি.এস সাধারণ ক্যাডার পদের জন্য প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রার্থীগণ জনের নিয়োগের লক্ষ্যে প্রিলি MCQ/ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC)। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) ৪৪তম বি.সি.এস ২৩০৯ জনের নিয়োগের পরীক্ষার নিমিত্তে বিভিন্ন ক্যাডারে জনবল নিয়োগের লক্ষ্যে যথাসময়ে সকল কার্যসম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
যারা নতুন তাদের বিসিএস লিখিত বইগুলো প্রস্তুতি নিতে আপনাকে সাহায্য করবে। নিচের বিষয়াবলীর মানবন্টণ অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন। সকল বিষয়ের উপর সমানভাবে খেয়াল রেখে প্রস্ততি গ্রহণ করলে আশানুরূপ ফল পেতে পারেন।
২য় স্তরঃ ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)
প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৭টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
ক্রমিক নম্বর | আবশ্যিক বিষয় | নম্বর বণ্টন |
১. | বাংলা | ২০০ |
২. | ইংরেজি | ২০০ |
৩. | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
৪. | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
৫. | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
৬. | সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
মোট | ৯০০ |
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
ক্রমিক নম্বর | আবশ্যিক বিষয় | নম্বর বণ্টন |
১. | বাংলা | ১০০ |
২. | ইংরেজি | ২০০ |
৩. | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
৪. | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
৫. | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
৬. | পদ-সংশ্লিষ্ট বিষয় | ২০০ |
মোট | ৯০০ |
লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস
পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা
যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।
৩য় স্তরঃ বিসিএস-এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০%)
বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) প্রকাশ করেছেন ৪৪তম বি.সি.এস ক্যাডার পদের লিখিত পরীক্ষার তারিখঃ
পরীক্ষার তারিখঃ প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ১৯শে মে,২০২৩ তারিখ সম্ভাব্য ।
পরীক্ষার সময়ঃ সকাল ১০ টা
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC)
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.bpsc.gov.bd/
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission BPSC) এ ৪৫তম বি.সি.এস ক্যাডার পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তুতি ও মানবন্টণ সম্পর্কে বিস্তারিত দেখুনঃ