পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজনীয় শর্তসাপেক্ষে পেতে পারেন !
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী অনুযায়ী আবেদনকারীকে pcc.police.gov.bd তে Sign in এ ক্লিক করে Regintration এ ক্লিক করলে রেজিষ্ট্রিশন করা হবে! পাসওয়ার্ড দিতে
To reet your password form your registered mobile, type "PCC PR' and send SMS to '26969'' in return SMS you will get new password
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী
১। আবেদনকারীর কমপক্ষে তিন মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে ।
২। আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা জরুরী ঠিকানার যে কোন একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে ।
৩। মেশিন রিডেবল পাসপোর্টে (এমআরপি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরুপ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে ।
৪। বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টধারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশের দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য সংবলিত পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে ।
৫। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয় ।
৬। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক যারা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু করিয়েছেন তাদেরকে বাংলাদেশে আসার পর পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইলে সর্বশেষ Arrival সিল সংবলিত পৃষ্ঠাটির স্ক্যান কপি আবেদনের সাথে আপলোড করতে হবে ।
৭। প্রবাসী আবেদনকারীগণ যার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করতে চান তার নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে তাকে সত্যায়নপূর্বক একটি অনুমতিপত্র Authorization letter আবেদনের সাথে আপলোড করতে হবে। স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রে ও সনদ গ্রহণের সময় সংগ্রহকারীকে অনুরুপ অনুমতিপত্র প্রেরণ করতে হবে ।
৮। বাংলাদেশের অভ্যন্তরে চাকুরি কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে আপনি যে কোন জেলার বাসিন্দা হলে, উক্ত জেলা ডিএসবি অফিস কিংবা আপনার ঠিকানা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে মেট্রোপলিটন এলাকার উক্ত মেট্রোপলিটন এলাকার সিটি এসবি অফিসে যোগাযোগ করতে হবে ।
আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCCS (pcc xxxxxxxxxxx) দিয়ে এরপর আপনার আবেদনের রেফারেন্স লিখে যে কোন মোবাইল থেকে ক্ষুদে বার্তা পাঠান ২৬৯৬৯ নম্বরে । ফিরতি এসএমএস এ আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পেয়ে যাবেন ।
প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
১। অনলাইনে যথাযথভাবে পুরণকৃত আবেদনপত্র
বাংলাদেশী নাগরিকগণের ক্ষেত্রে অথবা বিদেশী নাগরিকদের ক্ষেত্রে করনীয়
২। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বার সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি অথবা বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি অথবা বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাষ্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি ।
কিভাবে ফি প্রদান করতে হবে?
৩। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে পাঁচশত টাকা (৫০০/-) মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জের ফি প্রদান করতে হবে ।
আবেদনের নিয়মাবলী ঃ
ধাপ ১ঃ
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন । নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।
ধাপ ২ঃ
নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণকরতে হবে ।
ধাপ ৩ঃ
আবেদন ফরমের ১ম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য ২য় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। আপনার বর্তমান ঠিকানা যে জেলায় বা যে মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় সম্পন্ন করতে হবে ।
ধাপ ৪ঃ
আবেদন ফরমের ৩য় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে ।
ধাপ ৫ঃ
কখন পরিবর্তন করার সুযোগ থাকবেনা
আবেদন ফরমের ৪র্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে । আবেদনে কোন ভূল থাকলে তা পূর্ববর্তী ধাপ সমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে । তবে ৪র্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবেনা।
ধাপ ৬ঃ
চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।