বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ২০২৩-২৪ // Old age allowance, Widow allowance Disability allowance and education stipend for Disabled Students 2023-24


বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি
বয়স্ক ও বিধবা ভাতা ২০২৩-২৪

এ কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ২৪ লক্ষ ৭৫ হাজার বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা কে জন প্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে । চলতি অর্থ বছরে এখাতে বরাদ্দ রাখা হয়েছে ১৪৯৫.৪০ কোটি টাকা । 

বয়স্ক ভাতা কত টাকা পাওয়া যায় !!
২০২২-২৩ অর্থবছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। ২০২২-২৩ অর্থবছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তির জন্য এখাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪৪৪,৫৪ কোটি টাকা । 

প্রতিবন্ধী ভাতা কত টাকা পাওয়া যায় !! 
চলতি ২০২২-২৩ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির তালিকায় রয়েছেন ২০ লক্ষ ৮ হাজার জন থেকে ৩ লক্ষ ৫৭ হাজার জন বৃদ্ধি করে ২৩ লক্ষ ৬৫ হাজার জন করা হয় । মাসিক ভাতার হার ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৮৫০ টাকায় উন্নীত করা হয়। ২০২২-২৩ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা বরাদ্দের পরিমাণ ২৪২৯.১৮ কোটি টাকা।

এখন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ ও বিকাশের মাধ্যমে সরাসরি উপকার ভোগীদের হাতে পৌঁছে দেয়া হয় । এতে উপকারভোগীদের আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে আর টাকা তুলতে হয় না। বিধবা মহিলাদের ক্ষেত্রে অথবা স্বামী পরিত্যাক্তা মহিলা যারা অন্তত দু বছর যাবৎ স্বামীর সঙ্গে যোগাযোগ বিছিন্ন বা একত্রে বসবাস করেন না তাদের জন্য মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয় (যা প্রতি তিন মাস অন্তর দেয়া হয়) ।

বিধবা ভাতা ও বয়স্ক ভাতা ঃ
বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য একবার আবেদন করলে পূণরায় আর আবেদনের প্রয়োজন নেই। প্রতি বছর মার্চ মাসে নতুন আবেদন গ্রহণ করা হয় । বিধবা ভাতার আবেদন অনলাইন ফরম ২০২৩। বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা আবেদন ফরম ২০২৩। বয়স্ক ভাতার জন্য ও অনলাইনে আবেদন করা যায় । আপনি নির্দিষ্ট সময় অনলাইনে চোখ রাখুন তাহলেই যথাসময়ে আবেদন করতে পারবেন । 

বয়স্ক ও বিধবা ভাতা পাওয়ার উপায়ঃ 
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। তবে সর্বোচ্চ বয়স্ক মহিলাদেরকে অগ্রাধিকার প্রদান করা হয়। স্বাস্থ্যগত অবস্থার দিক থেকে যিনি শারিরীকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরুপে কর্মক্ষমতাহীন তাকে সর্বোচ্চ অধিকার দেয়া হয় ভাতা প্রাপ্তির ক্ষেত্রে। 






 বিধবা ভাতার আবেদন অনলাইন ফরম ২০২৩। বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা আবেদন ফরম ২০২৩।

বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ২০২৩-২৪ // Old age allowance, Widow allowance Disability allowance and education stipend for Disabled Students 2023-24  


সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে।

এ অধিদফতরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন ফরম ২০২৪।






বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ২০২৩-২৪

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা

১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। ২০০৩-০৪ অর্থ বছরে এ কর্মসূচিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। 

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচি বাস্তবায়নে অধিকতর গতিশীলতা আনয়ণের জন্য সরকার পুনরায় ২০১০-১১ অর্থ বছরে এ কর্মসূচি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পর এ কর্মসূচিতে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গ্রহণযোগ্য করে তোলার জন্য বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ  অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। সে সময়ে ভাতাভোগীর সংখ্যা ছিল ৯.২০ লক্ষ জন এবং জনপ্রতি মাসিক ভাতার পরিমাণ ছিল ৩০০ টাকা। বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচির সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্নমেন্ট টু পারসন) সফলভাবে ভাতা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ২৪ লক্ষ ৭৫ হাজার বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে  ১৪৯৫.৪০ কোটি টাকা।

 

বাস্তবায়নকারী দফতর

সমাজসেবা অধিদফতর

 

কার্যক্রম শুরুর বছর

১৯৯৮-৯৯ অর্থবছর

 

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;

২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;

৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা;

৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান

 

সংজ্ঞা:

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রদান কর্মসূচি আওতায় -‘বিধবা’ বলতে তাদেরকেই বুঝানো হবে যাদের

স্বামী মৃত; ‘স্বামী নিগৃহীতা’ বলতে তাঁদেরকেই বুঝানো হবে যাঁরা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা বা অন্য যে কোন কারণে

অন্ততঃ দু’বছর যাবৎ স্বামীর সংগে যোগাযোগ বিচ্ছিন্ন বা একত্রে বসবাস করেন না ।

 

প্রার্থী নির্বাচনের মানদন্ড:

(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

(খ) বয়স: বয়স অবস্যই ১৮ (আঠার) বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে সর্বোচ্চ বয়স্ক মহিলাকে অগ্রাধিকার প্রদান করতে হবে।

(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

(ঘ) আর্থ-সামাজিক অবস্থা :

(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।

(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।

(ঙ)  ভূমির মালিকানা: ভূমিহীন প্রার্থীকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বসতবাড়ী ব্যতিত কোন ব্যক্তির জমির পরিমাণ

০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।

 

ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী:

১.     সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;

২.     জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;

৩.    বয়ঃবৃদ্ধা অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে;

৪.    যিনি দুস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তান রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;

৫.    দুস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;

৬.     প্রার্থীর বার্ষিক গড় আয়: অনূর্ধ্ব ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে;

৭.     বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

অর্থ বছর, উপকারভোগীর সংখ্যা, জন প্রতি মাসিক ভাতার হার, বার্ষিক বাজেট

১৯৯৮-৯৯

৪০৩.১১

১০০

৪.০৩

১৯৯৯-০০

৪০৩.১১

১০০

৪.০৩

২০০০-০১

২০৭.৫৮

১০০

২৫.০০

২০০১-০২

২০৭.৫৮

১০০

২৫.০০

২০০২-০৩

২৬৫.৮০

১২৫

৩৯.৮৭

২০০৩-০৪

৫০০.০০

১৫০

৯০.০০

২০০৪-০৫

৬০০.০০

১৬৫

১১৮.৮০

২০০৫-০৬

৬২৫.০০

১৮০

১৩৫.০০

২০০৬-০৭

৬৫০.০০

২০০

১৫৬.০০

২০০৭-০৮

৭৫০.০০

২২০

১৯৮.০০

২০০৮-০৯

৯০০.০০

২৫০

২৭০.০০

২০০৯-১০

৯২০.০০

৩০০

৩৩১.২০

২০১০-১১

৯২০.০০

৩০০

৩৩১.২০

২০১১-১২

৯২০.০০

৩০০

৩৩১.২০

২০১২-১৩

৯২০.০০

৩০০

৩৩১.২০

২০১৩-১৪

১০১২.০০

৩০০

৩৬৪.৩২

২০১৪-১৫

১০১২.০০

৪০০

৪৮৫.৭৬

২০১৫-১৬১১১৩.২০৪০০

৫৩৪.৩৪

২০১৬-১৭১১৫০.০০৫০০

৬৯০.০০

২০১৭-১৮১২৬৫.০০৫০০

৭৫৯.০০

২০১৮-১৯১৪০০.০০৫০০

৮৪০.০০

২০১৯-২০

১৭০০.০০৫০০১০২০.০০
২০২০-২১২০৫০.০০৫০০

১২৩০.০০

২০২১-২২

২৪৭৫.০০৫০০১৪৯৫.৪০

২০২২-২৩

২৪৭৫.০০৫০০১৪৯৫.৪০
Previous Post
Next Post
Related Posts