ছেঁড়া - ফাটা ও ময়লা টাকা কোন ব্যাংকে দিবেন
আপনার নিজ জেলায় ছেড়া - ফাটা ও ময়লা টাকা যে কোন ব্যাংকে দিবেন । তফসিল ব্যাংকের প্রতিটি শাখায় ছেঁড়া - ফাটা ও ময়লা টাকা নেওয়ার নির্দেশ। ছেড়া - ফাটা ও ময়লা টাকা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে “ছেঁড়া ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়” মর্মে নোটিশ স্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু এ বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে পরিচালিত আকস্মিক পরিদর্শন ও গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তফসিলি ব্যাংকের অধিকাংশ শাখা এতদ্ সংক্রান্ত নোটিশ স্থাপন না করা সহ উক্ত পরিপত্রের অন্যান্য নির্দেশনা পরিপালন করছে না মর্মে পরিলক্ষিত হয়েছে । ফলশ্রুতিতে, জনসাধারণ তফসিলি ব্যাংকের শাখাসমূহ হতে ছেঁড়া - ফাটা ও ময়লা নোট বিনিময় সংক্রান্ত সুবিধা হতে বঞ্চিত হচ্ছে ।
অতএব, ব্যাংকের প্রত্যেক শাখায় কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে “ছেঁড়া - ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়” মর্মে পূণরায় নির্দেশনা প্রদান করা হলো ।