কম্পিউটার সম্পর্কিত তথ্য প্রশ্ন ও উত্তর
কম্পিউটার Computer এ সকল তথ্য পেতে কম্পিউটার Computer সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা ভালো। আধুনিক যুগে কম্পিউটার Computer ব্যবহার করা খুবই প্রয়োজনীয় ও উপকারী হয়ে পড়েছে। অনলাইনে যে কোন কিছু লিখে সার্চ দিলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় । তাই কম্পিউটার Computer ব্যবহার করা যেমন জানতে হবে তেমনি কম্পিউটার Computer সম্পর্কে ও কিছু আবশ্যিক তথ্য জেনে রাখতে হবে। প্রযুক্তির কল্যাণে আধুনিক যুগের নতুন মাত্রা হলো এই কম্পিউটার Computer। কম্পিউটারের Computer সুবিধা ও অসুবিধা নিয়ে চারশো টি প্রশ্ন ও সমাধান তুলে ধরা হয়েছে ।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানবের কল্যাণ নিয়ে আসে ১৯৫৬ সালে কম্পিউটার Computer বিজ্ঞানী ম্যাককার্থি । প্রযুক্তি হলো মানুষের আবিষ্কার করা উপাদান বা উপকরণ এবং যেসব উপকরণ ব্যবহারে প্রয়োজনীয় জ্ঞানকে বুঝানো হয়। মানুষ টিকে থাকার জন্য স্বাভাবিকভাবে চলাফেরা ও বসবাস করার জন্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম । তন্মধ্যে কম্পিউটারে Computerহিসাব করা, ডাটা এন্ট্রি করা, তথ্য লিখে প্রকাশ করা, ছবি প্রকাশ করা, মুভি, এনিমেশন করা, অনলাইনে খুবই তাড়াতাড়ি কোন তথ্য বা হিসাব খুজে বের করা। দেশে বিদেশে দ্রুত সংবাদ, অর্থ, তথ্যাদি আদান প্রদান করা এবং যোগাযোগ রক্ষা করায় খুবই প্রয়োজনীয় একটি মাধ্যম এই কম্পিউটার (ডেস্কটপ বা ল্যাপটপ)। তাই কম্পিউটার Computer ব্যবহার সকলের চাহিদাসম্পন্ন হয়ে পড়েছে। তাই আমরা কম্পিউটার Computer সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই।