বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১
১৯৯১ সনের ৩নং আইন
বাড়ির মালিক ও ভাড়াটিয়ার প্রতি নোটিশ
এই আইন দ্বারা অর্পিত কোন ক্ষমতা প্রয়োগের পূর্বে নিয়ন্ত্রক উক্ত ক্ষমতা প্রয়োগ করার অভিপ্রায় ব্যক্ত করিয়া বাড়ির মালিক ও ভাড়াটিয়া, যদি থাকে, এর নিকট রেজিষ্ট্রিকৃত ডাকযোগে নোটিশ প্রদান করিবেন এবং উক্ত নোটিশের অনুলিপি কপি তাহার অফিসের কোন দৃশ্যমান স্থানে লটকাইয়া দিবেন।
নোটিশে উল্লিখিত বাড়িতে স্বার্থ আছে এই রকম কোন ব্যাক্তির নিকট হইতে নোটিশে ও নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ক্ষমতা প্রয়োগ সম্পর্কে কোন দরখাস্ত পাওয়া গেলে নিয়ন্ত্রক উহা যথাযথভাবে বিবেচনা করিয়া দেখবেন।
বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে যে কোন সমস্য হলে রেজিষ্ট্রিকৃত ডাকযোগে নোটিশ প্রদান করিবেন এবং উক্ত নোটিশের অনুলিপি কপি তাহার বাসায় কোন দৃশ্যমান স্থানে লটকাইয়া দিবেন এবং রেজিষ্ট্রিকৃত ডাকযোগে নোটিশ এর রিসিপ কপি যত্নসহকারে রেখে দিবেন।