ডেঙ্গু কি? ডেঙ্গু কিভাবে ছড়ায় ? ডেঙ্গুর লক্ষণগুলো কি? ডেঙ্গু হয়েছ কিনা কিভাবে নিশ্চিত হবেন? ডেঙ্গু হলে কি কি করা উচিত?



ডেঙ্গু কী ?

 ডেঙ্গু জ্বর Dengu Fever মূলত একটি মশাবাহিত ভাইরাস জনিত রোগ। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর Dengu Fever হয় । এই ভাইরাস সংক্রামণে ৩ থেকে ১৫ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রকাশ পায়।

ডেঙ্গু কি? ডেঙ্গু কিভাবে ছড়ায় ? ডেঙ্গুর লক্ষণগুলো কি? ডেঙ্গু হয়েছ কিনা কিভাবে নিশ্চিত হবেন? ডেঙ্গু হলে কি কি করা উচিত?

ডেঙ্গু Dengu বাড়ছে লাগামহীনভাবে ডেঙ্গু জ্বরে Dengu Feverআক্রান্তের সংখ্যা আরো বাড়বে সামনে ডেঙ্গু পরিস্থীতি মহামারী আকর ধারন করতে পারে।

  • ডেঙ্গু টেস্ট খরচ ২০২৩
  • ডেঙ্গু টেস্ট কখন করতে হয়
  •  ডেঙ্গু টেস্ট কোথায় করা হয়
  •  ডেঙ্গু টেস্ট রিপোর্ট
  •  ডেঙ্গু টেস্টের নাম
  •  ডেঙ্গু টেস্ট কি কি
  •  ডেঙ্গু টেস্ট কি খালি পেটে করতে হয়
  •  কিভাবে করে
  •  কতদিন থাকে
  • ডেঙ্গু পরীক্ষার খরচ কত
  •  শিশুর ডেঙ্গুর রোগের লক্ষণ ও প্রতিকার
  • ডেঙ্গু রোগের উপসর্গ
  •  ডেঙ্গু জ্বর হলে কি কি খেতে হবে
  •  ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার 

ডেঙ্গু পরীক্ষা কি সরকার নির্ধারণ করে দিয়েছেন ডেঙ্গু টেস্ট  সরকারি হসপিটালে ১০০ টাকা বেসরকারি হসপিটালে ৩০০ টাকা এবং সন্দেহজনক ডেঙ্গু রোগীর জন্য এন এস ওয়ান টেস্ট করলে ৫০ টাকা দিতে হবে আবার কেউ এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিনা নিশ্চিত হতে আইজিজি টেস্ট করাতে পারেন এজন্য আপনাকে সি দিতে হবে ৫০ টাকা ।


একটি পিসিআর পরীক্ষা পলিমারেজ চেইন প্রতিক্রিয়া হলো এ ধরনের আণবিক পরীক্ষা যা ডেঙ্গু পরীক্ষা করতে ব্যবহৃত হয় এই পরীক্ষাগুলি আপনার লক্ষণগুলো শুরু হওয়ার প্রথম সাত দিনের মধ্যে করা যেতে পারে।


ডেঙ্গু সম্পকে প্রয়োজনীয় সচেতনতা জানুন

ডেঙ্গু Dengu সম্পর্কে নিশ্চিত হতে জ্বরে আ্ক্রান্ত হওয়ার ১/২ দিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিন ও NS1 এন্টিজেন টেষ্ট করুন।

ডেঙ্গু জ্বরে Dengu Fever পরিপূর্ণ বিশ্রাম নিন তরল জাতীয় খাবার খান।

মশারী টানিয়ে মশারীর মধ্যে থাকুন।

তীব্র জ্বর ১০৪/১০৫ ডিগ্রী ফারেনহাইট চোখের পিছনে ব্যাথা মাথা ব্যাথা ও বমি বমি ভাব গিরায় গিরায় ব্যাথা পেট ব্যাথা ও ডায়রিয়া ।






Previous Post
Next Post
Related Posts