ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উঠা ও নামার স্থান
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ভোর 6টা হতে ঢাকা এলিগ্রেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক্সপ্রেস ২ এবং ৩ ঢাকা যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ এলিব্রেটেড এক্সপ্রেস এর উপর যে কোন ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ এক্সপ্রেস এর মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার ঘন্টা এবং উধা নামার র্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার ঘন্টা নির্ধারিত তোল পরিশোধ করে নিম্ন বর্ণিত স্থানসমূহ হতে ঢাকা এক্সপ্রেসওয়ে উঠানামা করা যাবে
উত্তর হতে দক্ষিন অভিমুখী
উঠার স্থানঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা
উঠার স্থানঃ প্রগতি সরনি এব বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব
নামার স্থানঃ বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ
নামার স্থানঃ মহাখালী বাস টার্মিনাল এর সামনে
নামার স্থানঃ ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পার্শ্বে
দক্ষিন হতে উত্তর অভিমুখী
উঠার স্থানঃ বিজয় সরনি ওভারপাশের উত্তর ও দক্ষিন লেন
উঠার স্থানঃ বনানী রেল ষ্টেশনের সামনে
নামার স্থানঃ মহাখালী বাস টার্মিনাল এর সামনে
নামার স্থানঃ বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এর সামনে বিমানবন্দর সড়ক
নামার স্থানঃ কুড়িল বিশ্বরোড
নামার স্থানঃ বিমানবন্দর ৩য় টার্মিনাল এর সামনে