বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইনে মনোনয়নপত্র দাখিল
বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে নির্দেশনাবলী নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনের গেজেট জারি করা হয়েছে। বিদ্যমান পদ্ধতিতে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার বিধান যুক্ত করে নির্বাচন পরিচালনা বিধিমালা আনা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সমন্বয় করে এ সংশোধনী আনা হয়েছে।
অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবে এমপি প্রার্থীরা
বিদ্যমান পদ্ধতিতে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার বিধান যুক্ত করে নির্বাচন পরিচালনা বিধিমালা আনা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী প্রতীক কতটি?
নিবন্ধিত দলের প্রতীক কতটি?
সর্বমোট প্রতীক কতটি?
সংশোধনী অনুযায়ী ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য ৪৪টি প্রতীকএবং স্ততন্ত্র প্রার্থীদের প্রতীক জন্য ২৫টি।নিবন্ধন প্রথা ২০০৮ সালে চালুর পর নির্বাচন পরিচালনা বিধিমালায় ১৪১টি প্রতীক সংরক্ষন করা হয়।নিবন্ধিত ৩৯টি দলের প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থী প্রতীক ১০২টি। একাদশ সংসদ নির্বাচনের আগে বিধিমাল সংশোধন নিবন্ধিত দলের ৩৯টি , স্ততন্ত্র প্রার্থীদের ২৫টি মিলিয়ে ৬৪টি প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী প্রতীক কতটি= ২৫টি প্রতীক।
নিবন্ধিত দলের প্রতীক কতটি= ৩৯টি প্রতীক।
সর্বমোট প্রতীক কতটি= ৬৪টি প্রতীক।
অনলাইনে মনোনয়ন জমার জন্য যা করতে হবে।
১। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রথমে রেজিষ্ট্রিশন লিংকে ক্লিক করে রেজিষ্ট্রিশন সম্পন্ন করুন।
২। রেজিষ্ট্রিশন সফলভাবে সম্পন্ন হলে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রিশন করা হয়েছে সে মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হইবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সতর্কতার সঙ্গে সংরক্ষণ করুন।
৩। লগইন পেজে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
৪। প্রার্থীর ড্যাশবোর্ডে বাম পাশের মেনু হতে পর্যায়ক্রমে প্রার্থী মনোনয়ন, প্রার্থীর ব্যাক্তিগণ তথ্যাদি, প্রার্থীর হলফনামা এবং প্রার্থীর ফাইল সংযুক্তিকরণ ধাপসমূহ সম্পূর্ণ করুন।
৫। সঠিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হইবে।
অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে যে সকল ডকুমেন্ট এর স্ক্যান কপি জমা দিতে হবে।
১। প্রার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
২।স্ট্যাম্প পেপারে যথাযথভাবে স্বাক্ষরিত হলফনামা।
৩। রাজনৈতিক দলের প্রত্যায়ণপত্র জমা দিতে হবে।
৪। আয়কর রিটার্নের কপি।
৫। সম্পদের বিবরণী ও সর্বশেষ আয়কর পরিশোধের প্রমাণপত্র রশিদ।
৬। প্রার্থীর সমর্থনে ভোটারদের সমর্থনযুক্ত স্বাক্ষরিত তালিকা।
৭। নির্বাচনী ব্যয় নির্বাহ করার সম্ভাব্য অর্থ প্রাপ্তির উৎসের বিবরণী।
৮।প্রার্থীর সম্পদ ও দায় এবং বার্ষিক বিবরণী।
৯। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীক
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীক গুলো