গুগল ফটোসে দারুণ ফিচার!!

 


গুগল ফটোস আপনাকে জানাবে তথ্য

গুগল ফটোসের একটি দুদার্ন্ত ফিচার

নাম ম্যাপ টাইমলাইন

গুগল ফটোস এ্যাপের লেটেস্ট ভার্সন

ম্যাপ টাইমলাইন ফিচার

গুগল ফটোসে দারুণ ফিচার!! আপনার মোবাইলে পুরনো ছবিটি কখন কোথায় তুলেছিলেন তা জানাবে গুগল। গুগল ফটোস আপনাকে জানাবে সেই তথ্য। আপনি কোথায় কোন ছবি তুলেছেন, তা কয়েকমাস পরেই আর মনেই থাকে না। কোন জায়গায় কোন ছবি তুলেছেন তা মনে করতেই আপনার সময় চলে যায়। আপনার এই সমস্যার সমাধান দিবে গুগল ফটোসের একটি দুদার্ন্ত ফিচার। যার নাম ম্যাপ টাইমলাইন। এ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারী সবাই এই ফিচার পাবেন। ব্যবহারকারীরা গুগল ফটোস এ্যাপের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করলেই এই সুবিধা পাবেন। এর ফলে গুগল ফটোসের মেমোরিতে আসা স্লাইড শো’র ক্ষেত্রে ও আপনি কোথায় গিয়ে ছবিটি তুলেছেন সেটিও জানতে পারবেন। দেখে নিন ম্যাপ টাইমলাইন ফিচার কিভাবে ব্যবহার করবেন >>>>> প্রথমে আপনাকে গুগল ফটোসের সার্চ ট্যাবে যেতে হবে। সেখানেই একটি নতুন পপ-আপ দেখতে পাবেন। এর সাহায্যে ক্যামেরা লোকেশনে জিপিএস জানা যাবে। এক্ষেত্রে আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন সেটিংস অন রাখতে হবে। এর পাশাপাশি ছবি তুলে গুগল ফটোসে সেইভ রাখতে হবে। এরপরই ক্যামেরার লোকেশন জিপিআরএস ট্র্যাক করা সম্ভব হবে এবং ছবি তোলার নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে পারবেন আপনি। যখনই আপনি গুগল ফটোসে ছবিটি খুলবেন সাথে সাথে সেই জায়গার নাম জানিয়ে দিবে গুগল। টেকনোলোজি ডেস্ক।




Previous Post
Next Post
Related Posts